হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📸 শীতকালীন ফটোগ্রাফি:📸
শীত মানেই প্রকৃতির মাঝে নতুন একটি রূপের বিস্তার। যা পুরো প্রকৃতিকে একদম ঝিঁম লাগিয়ে দেয়। আবার এই শীতকে ঘিরেই রয়েছে অনন্য রকমের স্মৃতিকথা। বিশেষ করে গ্রামবাংলায় লেগে থাকে নতুন ধান বাসায় নিয়ে আসার পর কৃষকদের মনের আনন্দের সীমা থাকে না। পিঠাপুলির উৎসব। খেজুর রস খাওয়া। তাছাড়াও আরো অন্যান্য সব ভিন্ন রকম চিত্র শীতের মৌসুমে উপলব্ধি করা যায়। আর এই শীতকে ঘিরে এবারের আমার বাংলা ব্লগের ৬৬ তম কনটেস্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে শীতের ফটোগ্রাফি। একদম চমৎকার একটি কনটেস্ট এর আয়োজন করেছেন। যা সম্পূর্ণরূপে সময় উপযোগী। সেই দৃষ্টিকোণ থেকে এই কনটেস্ট আয়োজকদের আমার অন্তরের অন্তস্থল থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ। সবার মতই আমিও আজকে আপনাদের মাঝে শীতকালীন ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়ে গেছি। চলুন বন্ধুরা তাহলে আমার শীতকালীন ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক........
📸 শীতকালীন ফটোগ্রাফি:এক📸
শীতের সূর্যোদয়ের ফটোগ্রাফি:
ক্যাপশন: বিভিন্ন স্থান হতে শীতের সকালের সূর্যোদয়ের ফটোগ্রাফি
✳️✍️ | আমাদের প্রত্যেকের জীবনটাই যেহেতু সূর্যোদয় দিয়েই শুরু হয় তাই ভাবলাম কনটেস্ট উপলক্ষে ফটোগ্রাফি পোস্ট এর শুরুতেই সূর্যোদয়ের ফটোগ্রাফি দিয়েই শুরু করি। শীতকালীন সময়ে সূর্য যেন দেখাই যায় না। কিন্তু যদি সূর্য উঠে তাহলে কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার দেখায় পূর্বাকাশে। সেই সাথে মানুষরাও সেই সূর্যের মিষ্টি রোদ পোহাতে সারি সারি হয়ে রোদের মধ্যে বসে পড়ে। আমি সূর্যোদয়ের ফটোগ্রাফি গুলি করেছিলাম বিভিন্ন স্থান থেকে। |
---|
📸 শীতকালীন ফটোগ্রাফি:দুই📸
শীতের রাতের রেল স্টেশন
ক্যাপশন: শীতের রাতের রেল স্টেশনের ফটোগ্রাফি
✳️✍️ | শীতকাল হয়তো সবার জন্য শান্তির নয়। কিছু কিছু মানুষ থাকে যাদের জন্য শীতকাল একদম কাল হয়ে দাঁড়ায় বেঁচে থাকার জন্য। তার বাস্তব প্রমাণ হয়ে যাবে বর্তমান সময়ের রেলস্টেশনগুলোতে গেলেই। কত বৃদ্ধ মানুষ এবং ছোট বাচ্চারা শীতের তাড়নায় কাঁপতে কাঁপতে ঘুমিয়ে যায় শীতের রাতে। কতনা কষ্ট করে বেঁচে থাকে এই শীতের মধ্যে। আপনাদের যদি সম্ভব হয় তাহলে এইসব মানুষদের দুমুঠো খাবার টাকা দিয়ে সম্ভব হলে একটি কম্বল কিনে দিবেন। তবে তারা একটু হলেও উষ্ণতায় সময় পার করবে। |
---|
📸 শীতকালীন ফটোগ্রাফি:তিন📸
শীতের পিঠা পুলি
ক্যাপশন: শীতকালের বহুল পরিচিত ভাপা পিঠার ফটোগ্রাফি
✳️✍️ | শীতকাল আসলেই নানা রকম পিঠাপুলির আমেজ লক্ষ্য করা যায়। কেননা এই সময় কৃষকদের ঘরে নতুন ধান আসে। আর এই নতুন ধান কে চাল বানিয়ে সেটাকে আবার আটা করে শুরু হয়ে যায় পিঠাপুলির উৎসব। তবে এই পিঠা মূলত অনেক রকমের হয়ে থাকে আমি যদিও বা অন্যান্য সব পিঠাগুলো ফটোগ্রাফি করতে পারেনি শুধুমাত্র ভাপা পিটার ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। গুড়গুড়ি পিঠা, নওরোজ পিঠা, সোনামতি পিঠা সহ আরো অন্যান্য সব পিঠা তৈরি করে থাকেন সকলে। |
---|
📸 শীতকালীন ফটোগ্রাফি:চার📸
শীতের শ্রমজীবী মানুষ
device: redmi9a
ক্যাপশন: শীতকালে শ্রমজীবী মানুষদের বিভিন্ন স্থান থেকে তোলা ফটোগ্রাফি
✳️✍️ | আমি আপনাদের আগেও বলেছি শীতকাল সবার জন্যই সুখকর এবং আনন্দজনক হয় না। এই বিষয়টি শ্রমজীবী মানুষদের প্রতি লক্ষ্য করলেও স্পষ্টভাবে বুঝতে পারবেন।আমি আপনাদের সাথে শেয়ার করেছি বেশ কয়েকটি স্থান থেকে তোলা শ্রমজীবী মানুষদের ফটোগ্রাফি। একজন কৃষক শীতের কনকনে ঠান্ডায় উঠে ধান মাড়াই করছে ভোরের আলো না ফুটতেই,তারপর একজন লাঙল দিয়ে জমি খনন করছে, কুমোর ভোরবেলা উঠেই কাদামাটি দিয়ে তার কাজ করছে, এই কন কনে শীতে জেলেরা ঠান্ডা পানিতে নেমে মাছ ধরছে, কৃষক মহিষের গাড়ি নিয়ে জমিতে যাচ্ছে আবার আরেকজন জমিতে স্প্রে করার জন্য ভোরবেলা উঠেই চলে যাচ্ছে। দেখেই যেন কষ্ট অনুভূত হয়। এই শীতের মধ্যেও ভোরবেলা উঠেই যেন শ্রমিক জীবন থেমে নেই। |
---|
📸 শীতকালীন ফটোগ্রাফি: পাঁচ 📸
শীতের খেলাধুলা
ক্যাপশন: শীতকালে খেলাধুলা করার ফটোগ্রাফি
✳️✍️ | এমনিতেও আমরা মূলত খেলাধুলা করি কিন্তু শীতকাল আসলেই যেন কিছু খেলা স্পেশাল হয়ে যায়। তার মধ্যে রয়েছে রেকেট যেটাকে আমরা ব্যাডমিন্টন বলে থাকি, এরপরে ভলিবল, তাছাড়া আরো অন্যান্য সকল খেলাগুলো বেশ ভালই লাগে। আমি সেগুলোর মধ্যে থেকেই আপনাদের মাঝে রাত্রে ব্যাডমিন্টন খেলার এবং সকাল বেলার ক্রিকেট খেলার ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে কিছুদিন আগে ক্যাম্পাসে গিয়েছিলাম ক্লাস করার জন্য তখন দেখতে পেলাম ক্যাম্পাসের বড় ভাইরা ক্রিকেট খেলছে ঠিক সেখান থেকেই ক্রিকেট খেলার ফটোগ্রাফিটি করেছিলাম। |
---|
📸 শীতকালীন ফটোগ্রাফি:ছয়📸
শীতের ধান ক্ষেত
ক্যাপশন: শীতের সকালের শিশির ভেজা ধান ক্ষেতের ফটোগ্রাফি
✳️✍️ | শীতের শিশির যেন প্রত্যেকটা জিনিসের উপর নিজের চিহ্ন এঁকে যায়। যেমন ধান ক্ষেতের উপর শিশির দিয়ে ভরিয়ে দিয়েছে। যা দেখতেও যেন ভালো লাগে। বেশ কয়েকদিন আগে আমি ভোরবেলা উঠে গিয়েছিলাম জমির দিকে একটু। তখন প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছিল। ঠিক সে স্থান হতেই এই শিশির ভেজা ধান ক্ষেতের ফটোগ্রাফি গুলি করেছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। |
---|
📸 শীতকালীন ফটোগ্রাফি:সাত📸
শীতের সকালের শিশির ভেজা ঘাস
device: redmi9a
ক্যাপশন: শীতের শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফি
✳️✍️ | শীতকালে শীতের রূপরেখা সবখানেই লক্ষ্য করা যায়। এর কারণ হচ্ছে শীতের সকালে সবখানেই কুয়াশার চিহ্ন পাওয়া যায়। বিশেষ করে যে জিনিসগুলো ফাঁকা জায়গায় থাকে সেই জিনিসগুলোতে বেশি করে শিশির এর দেখা মিলে। যেমনটা ঘাসের উপর হয়ে থাকে। তাই আপনাদের মাঝে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ঘাসের উপর কুয়াশার শিশির ভেজা ফটোগ্রাফি শেয়ার করলাম |
---|
📸 শীতকালীন ফটোগ্রাফি: আট 📸
শীতের শিশির ভেজা ফুল
device: redmi9a
ক্যাপশন: শীতের শিশির ভেজা কয়েকটি ফুলের ফটোগ্রাফি
✳️✍️ | ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক আর ফুলকে আমার ফটোগ্রাফিতে রাখবো না এটা কি কোন ভাবে হয়? না তা কখনো নয়। শীতকালে যেসব ফুলগুলোকে অধিক হারে লক্ষ্য করা যায় সেই ফুলগুলোকেই মূলত আপনাদের মাঝে শেয়ার করেছি। কসমস , গোলাপ, অ্যাস্টার, ধানের ফুল, সিম ফুল, লাউ ফুল, ঘাস ফুল, এবং বন্যফুল। প্রত্যেকটা ফুলকেই শীতকালীন সময়ে সবথেকে বেশি লক্ষ্য করা যায় তবে গোলাপ ফুলকে তো সারা বছরই পাওয়া যায়। |
---|
📸 শীতকালীন ফটোগ্রাফি:নয়📸
শাকসবজি
ক্যাপশন: শীতের শাকসবজির ফটোগ্রাফি
✳️✍️ | এইবার যদিও বা তেমন একটা শাকসবজির ফটোগ্রাফি করতে পারিনি তারপরও আপনাদের মাঝে অতি পরিচিত কয়েকটি শাকের ফটোগ্রাফি শেয়ার করেছি। তার মধ্যে রয়েছে আলু শাক, মুলো শাক, পিয়েজ এর গাছ আর ফুলকপির গাছ। |
---|
📸 শীতকালীন ফটোগ্রাফি: দশ 📸
কুত্তা এবং কুত্তার বাচ্চা
ক্যাপশন: শীতকালকে ঘিরে কুকুর এবং কুকুর ছানার ফটোগ্রাফি
✳️✍️ | শীতকাল আসলেই প্রাণীদের মাঝে যে বিষয়টি সর্বাধিক পরিমাণে পরিলক্ষিত হয় তা হচ্ছে কুকুরের ছানা। এই শীত কালকে ঘিরে কুকুর অনেকগুলি করে বাচ্চার জন্ম দেয় তা প্রায় একটা করে কুত্তা 5 থেকে 6 টা করে বাচ্চা জন্ম দেয়। সত্যি এটি অভাবনীয় বিষয়। আর এই কুকুরছানার বাচ্চাগুলো দেখতেও কিন্তু চমৎকার দেখায়। |
---|
📸 শীতকালীন ফটোগ্রাফি:এগারো📸
কুয়াশাচ্ছন্ন কিছু দৃশ্য
ক্যাপশন:শীতকালের রেনডম কিছু ফটোগ্রাফি
শীতকাল মানেই কুয়াশা ভরা পরিবেশ। প্রত্যেকটা জিনিসের উপরেই শীতকালের কুয়াশার শিশির ভেজা পরিবেশ লক্ষ্য করা যায়। আমি বেশ কয়েকটি শিশির ভেজা এবং কুয়াশাচ্ছন্ন শীতকালীন ফটোগ্রাফি শেয়ার করেছি যা ভিন্ন ভিন্ন স্থান থেকে সংগ্রহ করা। যেখানে শীতকালের প্রভাব খুব সুন্দর ভাবে উপলব্ধি করা যাচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার করা শীতকালীন রেনডম এই ফটোগ্রাফি গুলিও আপনাদের ভালো লেগেছে।
📸 শীতকালীন ফটোগ্রাফি: বারো 📸
শীতের সূর্যাস্ত:
ক্যাপশন: বিভিন্ন স্থান থেকে শীতকালীন সূর্যাস্তের ফটোগ্রাফি
আজকের ফটোগ্রাফি পোস্ট তথা বা আমার বাংলা ব্লগ এর ৬৬ তম কনটেস্ট এর প্রতিযোগিতায় অংশগ্রহনের শেষ ফটোগ্রাফি রেখেছি সূর্যাস্তের ফটোগ্রাফি। কারণ দিনের শেষ ভাগ শুরু হয়ে যায় সূর্যোদয় দিয়ে দিয়ে এবং শেষ হয় সূর্যাস্ত দিয়ে। আমারও ছোট্ট একটি প্রয়াস ছিল কনটেস্ট উপলক্ষে ফটোগ্রাফি শেয়ার করব সূর্য উদয় দিয়ে এবং শেষ করব সূর্যাস্ত দিয়ে সেটা আমি করতে পেরেছি। আশা করছি আমার শীতকালীন ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লেগেছে এই আশা ব্যক্ত করে আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mdetshahidislam/status/1869576161627602961?t=kqgZUasYm15HYi3b-3BJrg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকাল আসলে ভাপা পিঠা ছাড়া ভালো লাগেনা। আপনার ফটোগ্রাফি পোষ্টে ভাপা পিঠার ছবিটা দেখে বেশ ভালো লেগেছে। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। শিশির ভেজা ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সব সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং অনেক সময় ব্যবহার করে করেছেন। কোন ফটোগ্রাফির প্রশংসা বেশি করবো বুঝতে পারছিনা । কারণ সবগুলো একেবারে অস্থির ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করে শেয়ার করেছেন। শীতের প্রতিটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে দেখছি। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। শীতের শিশির থেকে শুরু করে সূর্যাস্ত প্রতিটি মুহূর্ত এই সুন্দর। সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। তবে আপনি প্রতিযোগিতা অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। বিভিন্ন জায়গাতে চমৎকার শীতকালীন ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকল ঋতুর মধ্যে সেরা ঋতু হচ্ছে শীতকাল আমার দৃষ্টিতে। এতই ভালো লাগে শীতকালের পরিবেশ বিভিন্ন ক্যাটাগরি ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। অনেক ভালো লেগেছে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit