এবারের বাণিজ্য মেলায় ঘুরাঘুরিটা ছিল একটু অন্যরকম ভাবে কারণ এইবার ঘুরতে গেছিলাম পরিবারকে সাথে নিয়ে। এর আগেও বেশ কয়েকবার বাণিজ্য মেলা গিয়েছিলাম কিন্তু তখন বন্ধুদের সাথে,আসলে পরিবারের সাথে ঘোরাঘুরি মজাটাই আলাদা। প্রায় সপ্তাহখানেক ধরে আমার আঙ্কেল অসুস্থ হওয়ার কারণে মেডিকেলে অবস্থান করছিলাম আমি। অসুস্থ মানুষের পাশে থাকলে আর মেডিকেল অবস্থান করলে সুস্থ মানুষ আসলেই অসুস্থর মত হয়ে যায়। অবশেষে সব বাধা বিপত্তি কাটিয়ে আমার আঙ্কেলকে নিয়ে বাসায় এসেছি গতকালকে আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো হয়েছেন। তো কিছুদিন আগেই রংপুর বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলাম পরিবারকে সাথে নিয়ে তারই কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করব আজকে।
এইবারের বাণিজ্য মেলা টি বসেছে রংপুর শহরের কাছারি বাজার থেকে পশ্চিম দিকে এবং মেডিকেল মোড় থেকে পূর্ব দিকে, কালেক্টরেট সুরভী উদ্যানের পাশেই। মেলার মাঠে যাওয়ার আগেই চোখে পড়বে বিভিন্ন আলোক সজ্জা দিয়ে সজ্জিত মেলার মাঠে যাওয়ার রাস্তাটি। মেডিকেল মোড় থেকে আমরা সোজা চলে এলাম মেলার মাঠে। প্রথমে যেয়ে সবার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিলাম।মেলায় প্রবেশের প্রবেশ মূল্য ছিল মাত্র ২০ টাকা করে জন প্রতি। রাতের বেলা মেলার গেট টি আরো আকর্ষণীয় লাগছিল কারন লাইটিং এর মাধ্যমে সাজানো হয়েছে।
মেলার মাঠে ঢুকেই সর্বপ্রথম আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে ছোট বোনের জন্য কেনাকাটা। মেয়ে মানুষ আসলে সাজুগুজু করতে একটু বেশি ভালোবাসে। তাই মাঠে প্রথমে ঢুকেই আমরা চলে গেলাম ছোট বোনের আবদারে কসমেটিক্স এর দোকানে। কসমেটিক্স থেকে বোনের জন্য মেয়েদের সাজুগুজোর বিভিন্ন সামগ্রী কিনে নিলাম। তবে কসমেটিক্স এর দোকানে গিয়ে একটা দারুন অভিজ্ঞতা পেলাম, সেটি হচ্ছে মে দের শুধু মুখের মধ্যেই যে এত্তগুলা আইটেম ব্যাবহার হয় এটা আসলে এর আগে জানতাম না।সে যাইহোক বন্ধুরা,,বোনের কসমেটিক্স কেনার পালা শেষ হলে আমরা এখন যাই হচ্ছে মেলামাইন এর আসবাব পত্র সম্পূর্ণ একটি দোকানে।আম্মু বার বার বলছিলো যে তিনি কিছু বাসন-কোসন কিনবেন। তাই দেরি না করে পাশের একটি মেলামাইনের দোকানে ঢুকে পড়ি। আম্মু দোকান থেকে দেখে শুনে বেশ কয়েকটি মেলামাইন এর বাসন এবং কাঁচের জিনিস কিনলেন।
কেনাকাটা করে দোকান থেকে বের হয়ে সামনে একটু এগোলেই একটি আচারের দোকান সামনে পড়ে যায়। মেয়ে মানুষ তো বুঝতেছেন বিষয়টা। বেশকিছু আচার বাসার জন্য আম্মু,ছোট বোন এবং ভাবি তিনজনেই মিলে নিল। আসলেই আচারগুলোতে অন্যরকম একটা স্বাদ ছিল, আমি খেয়েছিলাম চালতার আচার, আসলেই আচারগুলো আমার অনেক স্বাদ লাগছিল।আচার কেনা শেষ হলে সামনে একটি মেয়েদের মাথায় দেওয়া ফুল ব্যান এর দোকান পড়ে যায়। সেখান থেকে কয়েকটি ফুল ব্যান কিনে নিই। আমি অবাক হয়ে যাই এগুলোর দাম শুনে আসলে হিসেবের চেয়েও একটু বেশি দাম ধরেছিল ব্যানগুলোর। যাই হোক দোকানের সামনে থাকা অবস্থায় হঠাৎ আমার চোখ পড়ে যায় একটি টাওয়ারের উপর, বাতি দিয়ে লাইটিং করার কারণে যে টাওয়ারটি অনেক সুন্দর এবং উজ্জ্বল লাগছিল। তার নিচে মরিচ বাতির মাধ্যমে আরো কিছু নকশা তৈরি করেছিল যেগুলো দেখে সত্যিই অনেক সুন্দর লাগছিল।
এবারের মেলায় লাইটিং এর মাধ্যমে মেলার মাঠ কে অনেক উজ্জ্বল ভাবে সাজানো হয়েছে। ঠিক সে কারণেই রাতের দিকেও মেলায় অনেক লোকের সমাগম থাকে। সারাদিনের কাজের ক্লান্তি দূর করার জন্যই মনে হয় মানুষ এখানে একটু ঘুরতে আসে।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
বাণিজ্য মেলায় বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপনি। আসলে মেলায় যাওয়ার অনুভূতি বেশ দুর্দান্ত হয়ে থাকে। বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পেয়ে কিনতে পারলে খুব ভালো লাগে। মেলা যাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রংপুরের এই শিল্প ও বাণিজ্য মেলা দেখছি অনেক বড় আকারে হয়েছে৷ এখানে অনেক ধরনের দোকানও রয়েছে এবং অনেক মানুষের সমাগমও সেখানে দেখা যাচ্ছে৷ আপনিও আপনার পরিবারকে নিয়ে মেলায় গিয়ে খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন এবং কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বাগতম আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবারের সাথে কথাও গেলে অনেক বেশি ভালো লাগে। তখন আরো একটু ভালো মুহূর্ত অতিবাহিত করা যায়। পরিবারসহ রংপুর বাণিজ্য মেলাতে গিয়েছিলেন আপনি এবং সেখানে গিয়ে ঘুরাঘুরি করেছিলেন। সেই সাথে বেশ কিছু কেনাকাটা করেছিলেন দেখে অনেক ভালো লেগেছে। ছোট বোনকে কসমেটিকের দোকান থেকে বেশ কিছু কসমেটিক কিনে দিয়েছিলেন শুনে ভালো লাগলো। পরিবার মিলে ভালো সময় অতিবাহিত করেছিলেন এবং সেই মুহূর্তটা সবার মাঝে সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ পুরোটা সুন্দর করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবার বাণিজ্য মেলায় যাওয়া হয়নি । আসলে শীতকালীন সময়ে বাণিজ্য মেলায় অনেক গিয়েছি ।খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। আপনি দেখছি পরিবারকে নিয়ে বাণিজ্য মেলায় ভালোই ঘোরাঘুরি করেছেন। বাণিজ্য মেলা অনেক সুন্দর করে সাজানো হয় যেটা মানুষকে আকর্ষণ করে । আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কাটানো মুহূর্ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মাঝে মাঝেই চেষ্টা করি পরিবারকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার। পরিবারকে যদি সাথে নিয়ে কোথাও যাই, তাহলে তাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এবং কি তারাও বাহিরে ভালো কিছু সময় অতিবাহিত করতে পারে। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে রংপুর বাণিজ্য মেলাতে গিয়েছিলেন, এবং সেখানে ঘুরাঘুরি ও কেনাকাটা ভালোভাবে করেছিলেন জেনে ভালো লাগলো। ছোট বোন যদি থাকে, তাহলে কসমেটিক্স কেনার জন্য এমনিতেই বায়না ধরে। কারণ মেয়েরা কসমেটিক্স খুব পছন্দ করে। আপনাদের ঘুরাঘুরি এবং কেনাকাটা করার মুহূর্ত উপভোগ করার চেষ্টা করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবার মনে আসলেই একটা অন্যরকম প্রশান্তি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাইহোক এখন মোটামুটি যেহেতু আপনার আঙ্কেল সুস্থ আছে আর হসপিটালে একজন সুস্থ মানুষ থাকলেও সেও মোটামুটি ভাবে অসুস্থ হয়ে পড়ে। যাইহোক প্রতিবার বন্ধুদের সঙ্গে বাণিজ্য মেলায় গেলেও এবার ফ্যামিলির সঙ্গে বাণিজ্য মেলায় গিয়েছিলেন জেনে ভালো লাগলো। মেয়েরা আসলে সব সময় অনেক বেশি আচার পছন্দ করে যার কারনে আচার দেখলে হয়তো বা তারা লোভ সামলাতে পারে না। পরিবারের সঙ্গে কাটানো সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit