অরিগমি পোস্ট।। টাকা এবং কাগজ দিয়ে লাভ বানানো

in hive-129948 •  last year 

IMG_20231119_103419.jpg

আসসালামু আলাইকুম,

হ্যালো আমার বাংলা ব্লগবাসি আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি @shahid540বাংলাদেশ থেকে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হল অরিগমি পোস্ট। টাকা দিয়ে বা কাগজ দিয়ে কিভাবে লাভ বানানো যায়। এই লাভ দিয়ে আপনি চাইলেই ঘর সাজাতে পারেন কিংবা প্রিয় মানুষটিকে হাতে করে বানানো একটি সুন্দর উপহার দিতে পারেন।সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং খুব পরিষ্কারভাবে ধাপে ধাপে বর্ণনা করবো। আশা করি আমার আজকের বিষয়টি আপনাদের ভালো লাগবে। এবং পুরো প্রসেসটি দেখার আমন্ত্রণ রইলো। শুরু করি।

অরিগামি তৈরির উপকরণসমূহ:-

১. টাকা দিয়ে বানালে একটি যে কোন সাইজের টাকা
নিতে হবে।
২. পেপার দিয়ে বানালে নিজের ইচ্ছামত কেটে নিয়ে
একটি পেপারে সাইজ দিতে হবে।

লাভ তৈরির প্রক্রিয়া সমূহ:-

ধাপ এক:-

IMG_20231119_081307.jpg

IMG_20231119_082700.jpg

টাকার মধ্যে যেকোনো একটি টাকার নোট নিতে হবে কাগজ নিলে নিজের ইচ্ছামত কাগজ নিতে পারবেন।কাগজ এবং টাকাটির লম্বা দুই মাথা কে একত্রিত করে মাঝখানে একটি ভাঁজ দিয়েছি এবং পুনরায় টাকা এবং কাগজটিকে সোজা করে দিয়েছি। এবার লম্বা দুই মাথাকে মাঝখানে দেওয়া ভাজের নিকটে নিয়েছি, নিয়ে দুই পাশে দুটো ভাজ দিয়েছি। এরপর টাকা এবং কাগজটিকে উল্টিয়ে নিয়েছি।

ধাপ দুই:-

IMG_20231119_083200.jpg
এখন দুই দিকের দুই মাথাকে ধাপ-১ এর শুরুতে দেওয়া মাঝখানের ভাঁজটিকে কেন্দ্র করে মুড়িয়ে দিয়েছি। ঠিক যেন রকেটের মতো দেখাচ্ছে।

ধাপ তিন:-

IMG_20231119_083320.jpg
IMG_20231119_083433_1.jpg

এইবার বিপরীত দিকের মাথাটি হালকা করে মুড়িয়ে নিয়েছি এবং দুই কর্নারের দুই মাথাকে সমানভাবে মুড়িয়ে দিয়েছি।

ধাপ চার:-

IMG_20231119_083603_1.jpg

এবার ধাপ এক এর মাঝখানের ভাজকে কেন্দ্র করে উপরের দুই দিকের অংশকে দুই দিকে ভাগ করে ভাঁজ করে দিয়েছি। এভাবেই একটি পরিপূর্ণ লাভ বানানোর কাজ সম্পূর্ণ হলো।

IMG_20231119_103551.jpg

প্রিয় বন্ধুরা আজকের মত এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী দিনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের সমুজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

DeviceRedmi 9A
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি টাকা এবং কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে লাভ বানিয়েছেন। কাগজের লাভের উপরে খুব সুন্দর ছন্দ লিখেছেন। লাভ বানানোর ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। সত্যি আপু আপনার কমেন্টটি অনুপ্রেরণার একটি অংশবিশেষ।

একদমই ইউনিক একটি অরিগামি শেয়ার করেছেন আপনি৷ এরকম অরিগামি আমি কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম এরকম একটি অরিগামি দেখতে পেলাম৷ আর এই অরিগামি শেয়ার করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম ইউনিক একটি অরিগামি শেয়ার করার জন্য৷

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।আর আপনি আমার প্রতিভার প্রশংসা করেছেন সত্যি এটা আমাকে অনেক আনন্দিত করেছে।আপনি সত্যিই সুন্দর লিখেছেন ভাইয়া।

আমি তো রিতিমতো চমকে গিয়েছিলাম প্রথম টাকা দিয়ে লাভের ফটোগ্রাফি দেখে।ভাবছেন চমকে যাওয়ার কি হলো হ্যাঁ চমকে গেছি কারণ এক ঝলক যখন আপনার টাকার লাভ ফটোগ্রাফি সামনে এসেছে আমি ভেবেছিলাম আপনি হয় তো টাকাটি কেটে লাভ বানিয়েছেন 🤪।যাই হোক পড়ে পুরা পোস্ট দেখে ক্লিয়ার হলাম যে টাকাটি বিশেষ কায়দায় ভাজ করে এমন সুন্দর লাভ বানিয়েছেন। এই লাভটি বানিয়ে কি প্রিয়জনকে উপহার দিয়েছে না কি ভাইয়া খুব জানতে ইচ্ছে করছে🙂।আর কাগজ দিয়ে বানানো লাভটি বাংলা ব্লগকে উৎসর্গ করেছেন। বেশ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আরে এত্ত বড় নোট কি কাটা যায় আপু তাইলেতো অজ্ঞান হয়ে যাবো🤠।আপনিও চাইলে এরকম ভাবে ভাঁজ করে লাভ বানিয়ে আপনার প্রিয় জনকে গিফট দিতে পারেন।আমার যতদূর আইডিয়া যাকে দিবেন অবাক হয়ে যাবে।আর আমার ওইরকম কোনো প্রিয়জন নাই আপু,যাকে দিবো আমি।আপনাকেও ধন্যবাদ আপু পোস্ট এর প্রশংসা করার জন্য।

ছোটবেলায় টাকা দিয়ে স্টার তৈরি করতাম যদিও বড় হবার সাথে সাথে কিভাবে স্টার তৈরি করে সেটা ভুলে গিয়েছি। অনেকদিন পরে টাকা দিয়ে লাভ তৈরি দেখলাম এর আগে কবে দেখেছি মনে নেই। আপনি দারুন ভাবে এটা তৈরি করেছেন দেখে সত্যিই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile