হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি বিষয় নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বর্তমান সময়ে হাড়িভাঙ্গা আম পরিপক্ক অবস্থায় চলে এসেছে। কিন্তু এই আমকে পরিপক্ক অবস্থায় নিয়ে আসতে গেলে কঠিন রকমের পরিশ্রম এবং নিরলস ভাবে লেগে থাকতে হয়। মূলত বাগানিরা অসম্ভব সুন্দরভাবে পরিচর্যা করে থাকে। যার ফলস্বরূপ তারা পায় সুন্দর এবং সুস্বাদু প্রকৃতির আম বৃক্ষ থেকে। কোথায় আছেনা যেমন কর্ম তেমন ফল। কথাটি চরম বাস্তব। অনেক আম বাগান রয়েছে যেগুলোতে মোটেও আম ধরে না কিন্তু কিছু কিছু বাগান লক্ষ্য করা যায় প্রতিবারই তুলনামূলকভাবে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়ে থাকে। এটা কেবলমাত্র পরিচর্যার নিরিখে সম্ভব হয় বলে আমি মনে করি।
আমাদের নিজেদের আমবাগান আছে বটেই তাছাড়াও আমার আব্বু বেশ কয়েকটি আম বাগান ক্রয় করেছে। আমাদের অঞ্চলের বিখ্যাত আম হচ্ছে হাড়িভাঙ্গা আম। এই আমকে কেন্দ্র করেই অনেক পরিবার নানাভাবে স্বচ্ছল অবস্থায় ফিরে এসেছে। কেননা বছরের এই একটি মাত্র মৌসুমে আম কে কেন্দ্র করে রংপুরের মানুষ নানাভাবে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। অনেক পরিবার রয়েছে যারা কেবলমাত্র এই আম ব্যবসার উপরেই নির্ভরশীল। তথা এই আমের ব্যবসার মধ্য দিয়েই তারা তাদের পুরো বছরের ফ্যামিলির চাহিদা মিটিয়ে থাকে।
ঠিক তেমনিভাবে কিছু মানুষ রয়েছে যারা বাণিজ্যিকভাবে এই আমের ব্যবসা করে থাকে। এটার সিস্টেম হচ্ছে আপনার যদি কোন আম বাগান থাকে তাহলে আমি সেই আমবাগান আম গাছে থাকা অবস্থায় ক্রয় করে নিব। সেই আম বিক্রয় করা পর্যন্ত আপনার আম বাগান আমার অধীনে থাকবে। আর আমি আপনার আম বাগান ক্রয় করে এখান থেকে প্রফিট করার চিন্তায় থাকব। অধিকাংশ ক্ষেত্রে অনেক ব্যবসায়ী লাভবান হয়ে থাকেন আবার অনেক ব্যবসায়ী লসের সম্মুখীন হয়ে থাকেন। কেবলমাত্র এটা নিজের আইডিয়া এবং ব্যবসায়িক বুদ্ধির মাধ্যমেই সম্ভব হয়।
আমার আব্বুও প্রতিবছর বাগান ক্রয় করে থাকে। এইবারও তার ব্যতিক্রম নয়। এই আমবাগান থেকেই মূলত আমি অনলাইনে আম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও বাণিজ্যিকভাবে বাজারে আম বিক্রয় করা হয় আর এখান থেকেই যে দাম দিয়ে ক্রয় করা হয় মোটামুটি প্রফিট হয়ে থাকে। তবে আমাদেরও বেশ কয়েকবার লোকসান হয়েছিল। সে যাই হোক ব্যবসা মানেই হচ্ছে লাভ আর লোকসান। এখানে ভয় করলে চলবে না।
এই আমবাগান আমরা ক্রয় করেছিলাম আম না থাকা অবস্থায়। তারপর থেকেই পরিচর্যা করে চলেছি আমরাই। এর আগেও আপনাদের মাঝে আমবাগান পরিচর্যা করার বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছিলাম। আজকের এই ফটোগ্রাফি গুলি আমি করে রেখেছিলাম যখন গাছে মুকুল এসেছিল সেই সময়ের। আর তখন আমরা আমবাগান স্প্রে করেছিলাম। সেগুলোর ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। এরকমভাবে এখন পর্যন্ত বেশ কয়েকবার আম বাগানে স্প্রে করা হয়েছে যাতে কোন রকম পোকামাকড় কিংবা অন্যান্য যে কোন কিছু আক্রমণ থেকে আম হেফাজতে থাকে। যাতে বাজারে এবং কাস্টমারদের নিকট সুন্দর সুস্বাদু আম পৌছাতে পারি এটাই আমাদের লক্ষ্য থাকে। আজকে আর বেশি কিছু লিখলাম না দেখা হবে পরবর্তী পোস্টে।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আম বাগান পরিচর্যা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আমের ভালো ফলন পেতে গেলে পরিচর্যার বিকল্প নেই। আমের মুকুল আসার পর স্প্রে করার ছবিটি খুব ভালো হয়েছে। যেনে ভালো লাগলো আপনি আম ব্যবসার সাথে জড়িত। লেখাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাবা আম ব্যবসার সাথে অনেক আগ থেকেই জড়িত সেই সূত্রে আমিও এই ব্যবসা সম্বন্ধে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আজকের এই পোস্ট করে কিন্তু অনেক কিছু জানতে পারলাম ভাইয়া। ফলের বিজনেস টা কিন্তু খুবই ভালো। পিছনে কত পরিশ্রম করতে হয় কত কিছু করতে হয় সেই সমস্ত বিষয়ের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন আমাদের। আপনার পোস্ট পড়ার মধ্য দিয়ে বেশ অনেক কিছু কিন্তু জানতে পেরেছি। এত সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফল ব্যবসা আসলেই একটু অন্যরকম। কাঁচামালের ব্যবসায়ী মূলত একটু ভিন্নধর্মী। যেমন টাকা পাওয়া যায় তেমন লোকসানও হয়। কিন্তু পরিচর্যা করতে হয় অত্যাধিক পরিমাণ। যাই হোক পুরো পোস্ট পড়ে এরকম দুর্দান্ত একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit