১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার।
আমি @shahid540 বাংলাদেশ থেকে।
বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভায় এই স্বাস্থ্য কমপ্লেক্স টি অবস্থিত।দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স আছে।আমাদের বদরগঞ্জ ও তার ব্যাতিক্রম নয়। এই স্বাস্থ্য কমপ্লেক্স টি হওয়াতে বদরগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণের সুলভ মূল্যে চিকিৎসা গ্রহণের একটি সুন্দর মাধ্যমে পরিণত হয়েছে। অনেক মানুষ আছেন যারা চিকিৎসার অভাবে একটা সময় মৃত্যুর শরণাপন্ন হতেন। কিন্তু বর্তমান সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এটি একটি অন্যতম যুগ উপযোগী সংস্কার। এই প্রকল্পটি গ্রহণ করাতে দেশের নিম্ন শ্রেণীর লোকরাও খুব ভালো মানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। আমাদের আজকের এই রূপায়ণ বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যে সকল মহৎ ব্যক্তিরা জমি দান করেছিলেন, তারা হলেন জনাব আজীর উদ্দিন মন্ডল ২২২ শতাংশ, জনাব দিরিকা প্রসাদ সাহা ও তার স্ত্রী ১৮০ শতাংশ, আছারউদ্দিন মন্ডলসহ আরো বেশ কয়েকজন মিলে ৯১ শতাংশ জমি প্রদান করেন। তাদের সকলের মিলে এই স্বাস্থ্য কমপ্লেক্সে জমি দান করেন ৪৯৩ শতাংশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বস্তরের চিকিৎসা প্রদান করে থাকে এবং এর স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত মানের চিকিৎসা সেবাও বিদ্যমান। চিকিৎসা সেবাগুলোর মধ্যে যেমন রয়েছে, শিশু স্বাস্থ্য সেবা, এক্সরে ,সার্জারি, অর্থোপেডিক্স, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ল্যাবরেটরী সেবা, গাইনি বিশেষজ্ঞ, হোমিওপ্যাথিক, ইউনানী সেবা, প্যাথলজি সেবা,সরকারি ওষুধ সহ আরো বিভিন্ন সেবা প্রদান করে থাকে।এখানে চিকিৎসা গ্রহণের জন্য সর্বপ্রথম 5 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। তারপর আপনি যে ডিপার্টমেন্টের ডক্টরের সাথে সাক্ষাৎ করে আপনার রোগের বিষয়ে পরামর্শ নিতে চান সেই ডিপার্টমেন্টে যেতে হবে। তারপর থেকেই আপনার চিকিৎসার কার্যক্রম শুরু হবে।
এখানে এসে জরুরী যদি কোন অপারেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা ওটি করানোর ব্যবস্থা আছে। যদি কোন সিরিয়াস রোগী আসে বা তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয় দেখা গেল ,যে সময় রোগী এসেছে সে সময়ে অভিজ্ঞ ডাক্তারগণ নেই, তাহলে সেই ক্ষেত্রে রয়েছে জরুরী বিভাগ। এখানে২৪ ঘন্টার জন্য দুজন এসিস্ট্যান্ট ডক্টর থাকেন যারা দুই শিফট মিলে মোট ২৪ ঘন্টা এই জরুরি বিভাগের মধ্যে অবস্থান করেন। জরুরী বিভাগে ভর্তি হওয়ার জন্য প্রথমে ৩ টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে এবং ৫ টাকা দিয়ে ভর্তি হতে হবে। জরুরী বিভাগে ভর্তির জন্য মোট আট টাকা খরচ করতে হবে। আবার দূরদূরান্ত থেকে রোগীকে নিয়ে আসা এবং রেখে আসার জন্য আছে এম্বুলেন্স। এম্বুলেন্স এর মাধ্যমে রোগীকে খুব যত্ন সহকারে স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয় এবং খুব যত্ন সহকারে বাসায় পৌঁছে দেওয়া হয় তাদের চিকিৎসা শেষ হলে।
এখানে ভর্তি হত রোগীদের সার্বক্ষণিক সেবা দেওয়া এবং দেখাশোনা করার জন্য রয়েছে অভিজ্ঞ নার্সরা। তাদের ব্যবহার খুবই সুন্দর এবং সেবা প্রদান করার পদ্ধতি অতি উত্তম। যার কারণে এখানে চিকিৎসা সেবায় কোন ত্রুটি হওয়ার সম্ভাবনাই নেই। তাছাড়া ওইখানে যারা দূরদূরান্ত থেকে স্টাফ আছেন বা এসেছেন তাদের জন্য রয়েছে আবাসিক ভবন। যাতে করে তারা দূর থেকে এসে এখানে থাকায় তাদের কোন সমস্যা সৃষ্টি না হয়।
সব নিয়ে আজকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব সুন্দর একটি সময় উপভোগ করেছি।আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকবেন ।আল্লাহ হাফেজ।
vote@bangla.witness as a witness
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
অচেনা একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে ধারণা পেলাম। পাশাপাশি অনেক সুন্দর তথ্য আপনি তুলে ধরেছেন এই স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে। বেশ ভালো লাগলো বিস্তারিত কিছু জানতে পেরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit