হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | ধনী গরিবের লড়াই |
---|---|
পর্ব নং: | সূচনা পর্ব |
পরিচালক: | ঈগল টিম |
প্রযোজক: | কচি আহমেদ |
অভিনয়: | ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে |
নাটকটির দৈর্ঘ্য: | ২৬ মিনিট |
রচনা: | সোলায়মান |
সম্পাদনা: | অনিক ইসলাম |
ভাষা: | বাংলা |
দেশ: | বাংলাদেশ |
নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।
নাটকের শুরুতে লক্ষ্য করলে দেখা যায় মোড়ল বাড়ির কর্মচারী এবং বাড়ির সব সদস্যরা মিলে একটা মিটিংয়ে বসেছে। এখানে মূলত সবাই মিলে মোড়ল বাড়ির সব নিয়মকানুন সম্পর্কে জানার জন্য বসেছে। সব কিছু মোড়ল বাড়ির মাস্টার মশাই সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন। বড় ভুল করলে ১০০০ টাকা জরিমানা মধ্যম ভুল 500 টাকা এবং ছোট ভুল 100 টাকা অনুরুপভাবে বোনাস ও পাবে খুব ভালো কাজ করলে এক হাজার টাকা বোনাস মধ্যম ভালো কাজ করলে ৫০০ টাকা এবং ছোট ভালো কাজ করলে ১০০ টাকা বোনাস। ঘোর অন্যায় করলে শাস্তি দিয়ে মোড়ল বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এসব কিছুই নিয়ম শেখাচ্ছিলেন মাস্টারমশাই সবাইকে সাথে নিয়ে।
মোড়ল বাড়ির নিয়ম কানুন এ প্রেম ভালবাসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। তারপরেও গ্রামের এক পোলা মোড়ল বাড়ির কাজের মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। আর এই বিষয়টা মোড়ল সাহেব জানতে পারে। তারপর ঐ ছেলেকে ধরে আচ্ছা করে বেদম কেলানি কেলায়। মেরে হাত পা ভেঙ্গে দেয়।
এত কঠোর নিয়ম থাকা সত্ত্বেও গ্রামেরই এক ছেলে যার নাম সোহাগ। সে কি না মোড়ল সাহেবের মেয়েকে দেখবে। এটা পরিকল্পনা নিয়েই সে তার বন্ধুদের সাথে রাস্তায় পরামর্শ করছিল। তার বন্ধুরা তাকে অনেক নিষেধ করে কিন্তু সে তাদের কথা শোনে না। সে তার বন্ধুদেরকে সাথে নিয়ে, তার বন্ধুদের কে বলে যে শন তোরা যখন গ্রাম প্রধানের মেয়ের সাথে আমি কথা বলব তখন তোমরা মোড়ল মশাইয়ের মেয়ের দেহরক্ষীকে মাথায় বস্তা পরিয়ে ধরে রাখবে। পরিকল্পনা অনুযায়ী সোহাগ মোড়লের মেয়ের সাথে দেখা করে নেয়। এই কথা সোহাগের মা জেনে ভীষণ কান্না শুরু করে। তারপরেও সোহাগ্ দ্বিতীয় দিন ঐ মেয়ের সাথে দেখা করে। এইবার বেধে যায় বিপত্তি। এবার মোড়ল মশাই জেনে যাই বিষয়টা।
তারপর মোড়ল মশাই তার বড় ভাইয়ের ছেলেকে বলে গ্রামে সব ছেলেকে ধরে নিয়ে আসতে। এবং আচ্ছা করে ক্যালানি ক্যালাতে। যাতে করে স্বীকার করে কে মোড়ল মশায়ের মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে। তারপরেও কেউ শিকার হয় না। তারপর মোড়ল মশাই তার মেয়েকে দিয়ে সব ছেলেকে দেখায় এবং বলে এখানে সব ছেলেদের দেখে বল কোন ছেলে তোমাকে বাজে প্রস্তাব দিয়েছে। তখন মোড়ল মশাইয়ের মেয়ে রিমা সব ছেলেদের দেখে বলে এখানে ঐ ছেলে নেই। তখন মোড়ল মশাইয়ের ভাইয়ের ছেলে বলে চান্দের দেশে থাকলেও ওই ছেলেরে বের করে ওর চোখ তুলে ফেলবো।
তারপরে সবাই যখন ঘুমাতে যায় তখন ঘুমের মধ্যে রিমা সোহাগকে দেখতে পাই। আর সে বলে এই ছেলে আপনি আর আমার সামনে আসবেন না। নইলে আপনার প্রাণ চলে যাবে। কিন্তু সোহাগ বলে প্রেমিকরা ভয় পায় না। এটা বলেই সোহাগ হাওয়ায় মিশে যায়। রিমা ঘুমিয়ে পড়ে। তারপর সোহাগ চুপিচুপি রাতে রিমার রুমে ঢুকে রিমার পাশে বসে মাথায় হাত বুলায়। তখনই রিমা জেগে ওঠে সোহাগকে দেখেই চিৎকার করে ওঠে, আর তারপরই সোহাগ,,,,,,,,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,,,,,?
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-
এই নাটক টা মূলত প্রাচীন সময়ের গ্রাম কর্তা বা মোড়ল মশাই সম্পর্কিত নাটক।মোড়ল বাড়ির মোড়ল মশাই সেই প্রাচীন যুগের তাদের বাপ দাদার রীতি নিয়ম ধরে রেখেছিল এবং গ্রামের মধ্যে তাদের আধিপত্য ধরে রেখেছিল। যেটা গ্রামের মানুষদের সহ্য হচ্ছিল না। আর মোড়ল মশাইয়ের শাসনে তার এলাকায় প্রেম সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু তারপরেও তার মেয়ে রিমা কেই প্রেমের প্রস্তাব দেয় ঐ গ্রামেরই এক ছেলে। দেখা যাক পরবর্তীতে কি ঘটনা আমাদের সামনে আসে।
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধনী গরিবের লড়াই নাটকের প্রথম পর্বটা আপনি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আমি তো এই নাটকটা শুরু থেকেই দেখছি। আমার কাছে অনেক ভালো লাগে এই নাটকটা। আপনার রিভিউর মাধ্যমে কাহিনীটা ভালোভাবে সবাই জানতে পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও আশা করি সবাই কাহিনীটা ভালোভাবে বুঝতে পারবে, আপনার মন্তব্য পড়ে বেশ খুশি হলাম, গোছালো এবং মাধুর্যপূর্ণ মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধনী গরিবের লড়াই নাটকটা কিন্তু বেশ ধারণ। আমার কাছে অনেক অনেক ভালো লাগে এত সুন্দর একটি নাটক। আজকে আপনি সেই নাটকটা আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করেছেন দেখে অনেক অনেক ভালো লেগেছে। চমৎকার একটি নাটক আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে এই নাটকটা বেশ ভালো লাগে। তাই রিভিউ করতে শুরু করলাম। এই পর্ব যেহেতু ভালো লেগেছে আশা করি পরবর্তী পর্বগুলো ভালো লাগবে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। বাংলা নাটক দেখতে ইদানিং খুব ভালো লাগে। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। সময় পেলে অবশ্যই দেখবো। তাছাড়া ঈগল টিমের নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই গোল টিমের নাটকগুলো বরাবরই সবার নজর কেড়ে নেয়। এইবারের এই নাটকটি ও দারুণভাবে প্রচার করছে তারা। আশা করি পরবর্তী রিভিউ গুলো ও ভালো লাগবে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈগল টিমের নাটক গুলো সামাজিক হয়ে থাকে।আমি প্রায় ঈগল টিমের নাটক গুলো দেখি।আপনার নাটক রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। সুন্দর ভাবে পুরো নাটকের কাহিনি উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই ঈগল টিমে প্রত্যেকটা নাটক সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে এবং শালীনতার মধ্যেই হয়ে থাকে। আপনি কিন্তু চমৎকারভাবে মন্তব্য করে উৎসাহ দিয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকের রিভিউ যদি পড়া হয়, তাহলে নাটক আর দেখা লাগে না। কারণ রিভিউর মাধ্যমে নাটকের পুরো কাহিনীটা সুন্দরভাবে জেনে নেওয়া যায়। সবাই অল্প সময়ের মধ্যে এই নাটকটার রিভিউ পোস্ট পড়ে নাটকের পুরো কাহিনীটা জেনে নিতে পারবে। আশা করছি আপনি এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাবেন। এটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই আমি চেষ্টা করব ভাই আমার নাটক রিভিউ পোস্ট এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এই সুন্দর নাটকের রিভিউ এখানে শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগছে৷ এখানে একের পর এক আপনি নাটকের মধ্যে ঘটে যাওয়া সবগুলো ঘটনা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি ভাই সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তবে আপনার কমেন্ট পড়ে বেশ ভালই লাগছে। উৎসাহমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit