হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
সুপার ওয়াক অ্যাপস এর সাথে মোটামুটি আপনারা প্রত্যেকেই পরিচিত। আর এই অ্যাপসে দুটি মুড রয়েছে এই বিষয়টিও আপনারা অনেক আগে থেকেই জেনে গিয়েছেন। তবে অনেকেই এনএফটি কিনেছিলেন আবার অনেকেই কিনেনি। আমিও বেশ কয়েকদিন আগে এনএফটি কিনেছিলাম শ্রদ্ধেয় সুমন ভাই অ্যালার্ট করায়। গত ১ সপ্তাহ সুপার ওয়াক প্রো মুড ইউজ করলাম বেশ ভালই লাগলো। তাই ভাবলাম গত এক সপ্তাহে প্রো মুড এ আমার একটিভিটিস কেমন ছিল সেই বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার গত এক সপ্তাহে সুপারওয়াকে প্রো মুড এ একটিভিটিস কেমন ছিল।
![]() | ![]() | ![]() |
---|
সব পিকচার মোবাইলের সুপার ওয়াক অ্যাপস থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
গত সপ্তাহের প্রথম তিনদিন প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। কারণ গত সপ্তাহের প্রথম দুইদিন বাসায় জমির গন্ডগোল হওয়াতে বিভিন্ন অফিসে এবং বেশ কয়েকটি জায়গায় কয়েকজন অফিসারের সাথে দেখা করতে হয়েছিল। সেই সাথে উকিল এবং মুহুরী দুজনের সাথে তিন দিনই দেখা করতে হয়েছিল তাদের বাসায় গিয়ে। যার ফলে হাঁটাহাঁটির পরিমাণটাও অনেক বেশি হয়ে গেছে। আর সে কারণেই সুপার ওয়াক এপ্সে হাটাহাটি করার চমৎকার একটি ফিগার হয়েছিল। গত সপ্তাহের প্রথম দিনে আমি হেঁটেছিলাম 2.25 কিলোমিটার আবার দ্বিতীয় দিনে 1.95 কিলোমিটার হেঁটেছিলাম আর তৃতীয় দিনে1.06 কিলোমিটার হেঁটেছিলাম। গত সপ্তাহের প্রথম দিনটাতেই সব থেকে বেশি একটিভিটিস হয়েছিল আমার।
![]() | ![]() | ![]() |
---|
সব পিকচার মোবাইলের সুপার ওয়াক অ্যাপস থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
আগের দিনগুলোতে বিভিন্ন টেনশন এবং অতিরিক্ত পরিমাণে হাঁটাহাঁটি করার ফলে শরীর অনেকটা ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়ে। যার ফলে বাসার বাহিরে তেমন একটা বের হওয়া হয়নি। তারপরেও গত সপ্তাহের চতুর্থ দিনে আমার একটিভিটি ছিল মাত্র 0.12 কিলোমিটার। চতুর্থ দিনে বাসার বাহিরে বের হতেই পারিনি। পঞ্চম দিনে ছিল 0.২১ কিলোমিটার ষষ্ঠ দিনে ছিল 0.87 কিলোমিটার।
সব পিকচার মোবাইলের সুপার ওয়াক অ্যাপস থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
গত সপ্তাহের সপ্তম দিনে সুপার ওয়াক প্রো মুড এর রিপোর্ট অনুযায়ী আমি মাত্র 0.59 কিলোমিটার হেঁটেছিলাম। আসলে প্রথমের দিনগুলোতে পরিশ্রম একটু বেশি হওয়াতে পরের দিনগুলোতে তেমন একটা হাঁটাহাঁটি বা বাসার বাহিরে বের হতে পারিনি। যার ফলে রেকর্ড ও কম হয়েছে। এখনো শরীর তেমন একটা ফিট লাগতেছে না। যাইহোক এই ছিল আমার গত এক সপ্তাহে সুপার ওয়াক এর প্রো মুড মোশনের একটিভিটিস। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1884174361026015666?t=UpyI_1DQ-r0-8HlDAU7yVA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Superwalk এ আপনার পুরো একটি সপ্তাহের এক্টিভিটিস দেখে আমার সত্যিই অনেক বেশি ভালো লেগেছে। আমি আশা করি আপনি আগামী সপ্তাহেও আপনার এই Superwalk এক্টিভিটিস বজায় রাখতে সক্ষম হবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গত সপ্তাহের সাত দিনের হাঁটাহাঁটির এক্টিভিটিস দেখে সত্যি অনেক বেশি ভালো লাগছে। আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত হাঁটাহাঁটি করা। নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকে। আপনার সাত দিনের হাঁটাহাঁটির এক্টিভিটি দেখে বেশ ভালো লাগলো। আপনি প্রো মুড ব্যবহার করছেন দেখে আরো বেশি ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি গত এক সপ্তাহে সুপার ওয়াক অ্যাপসটির মধ্যে বেশ দারুন এক্টিভিটিজ করেছিলেন। আসলে এই অ্যাপসটি চালু করে দিয়ে হাঁটাহাঁটি করলেই তাদের নিজস্ব টোকেন অর্জন করা যায়। এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করছি পরবর্তী সপ্তাহে আপনি আরো বেশি ভালো করবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ ভাই Superwalk অ্যাপস এ আপনার গত সপ্তাহার হাঁটাহাঁটি এক্টিভিটি তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। এভাবে প্রতিনিয়ত হাঁটাহাঁটি করা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর সাথে আরনিং এর ব্যবস্থাও হয়ে যাচ্ছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ

Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এক্টিভিটিস দেখে বেশ ভালো লাগলো ভাই। তবে আপনি তো দেখছি ওয়াক টোকেন একেবারেই পাননি। আসলে আপনি রানার সু কিনে সম্ভবত হাঁটাহাঁটি করছেন, তাই অ্যাপটি ডিটেক্ট করতে পারছে না। তাই ওয়াক টোকেন পাচ্ছেন না। আপনি যদি ওয়াকার সু কিনে হাঁটাহাঁটি করতেন, তাহলে প্রতিদিন ওয়াক টোকেন পেতেন। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার হাটাহাটির একটিভিটি দেখে খুবই ভালো লাগলো। প্রতিনিয়ত অনেক হাটাহাটি করেন এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে। যেটা আমিও করে থাকি। আমাদের সাথে সেই হাটাহাটির রিপোর্ট তুলে ধরার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit