হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমাদের রংপুরের রাজবাড়ী ঘোরার আরো একটি পর্ব নিয়ে হাজির হলাম। এই পর্বের মধ্যে প্রাচীন নিদর্শন গুলির মধ্যে আরো কিছু নিদর্শন দেখাবো আপনাদেরকে। শরীরটা খুব বেশি একটা ভালো নেই। গত কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগতেছি। কিন্তু আজকে সকাল থেকে একেবারে গুরুতর অবস্থায় রয়েছি। পোস্ট যে লিখবো সেই অবস্থাটার মধ্যেও নেই আমি। আমার জন্য দোয়া করবেন আপনারা। তারপরেও একেবারে বেলা গড়িয়ে সন্ধ্যার দিক ছোট্ট একটি ভ্রমণ পোস্ট এর একটি পর্ব শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের।
তাজহাট জমিদার বাড়ি ঘুরার অভিজ্ঞতা:
উপরে বেশ কয়েকটি ফটো দেখতে পাচ্ছেন। প্রথমটি হলো হাতির দাঁত যা দ্বাদশ শতাব্দীতে সংগ্রহ করা হয়েছিলো। এরপরে রয়েছে আরবি শিলালিপি। যেখানে কালিমায়ে তাইয়্যেবা এবং কালিমায়ে শাহাদাত লিপিবদ্ধ করা ছিলো। এটি সংগ্রহ করা হয়েছিলো রংপুর সাহিত্য পরিষদ থেকে। এরপরে রয়েছে বেলে পাথরের বাংলা শিলা লিপি। রংপুরের কাউনিয়ার শিব মন্দির থেকে সংগ্রহ করা হয়েছিলো। তারপরে রয়েছে কালো পাথরের সংস্কৃত শিলালিপি। এটিও রংপুরের সাহিত্য পরিষদ থেকে সংগ্রহ করা হয়েছি।
এইবার আপনাদের মাঝে আরো বেশ কয়েকটি পোড়ামাটির ফলক এর ফটো শেয়ার করেছি। এই ফটোগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন মানুষের দেহবিহীন মস্তকের পোড়ামাটির ফলক। আবার মস্তকহীন শুধু দেহের পোড়ামাটির ফলক। মস্তকহীন পোড়ামাটির দন্ডায়মান মনুষ্য মূর্তি। আবার পোড়ামাটির মূর্তি আবক্ষ্যা। তবে এই মূর্তি বা এই পোড়ামাটির মানুষের মূর্তির ফলক গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এই বিষয়টি ওখানে লেখা ছিলো না। যার ফলে তা এখন আমি আপনাদের মাঝে বলতেও পারলাম না। তবে ধারণা করা হয় এগুলো একাদশ শতাব্দীর।
এইবার আপনাদের মাঝে আরো চারটি ফটো শেয়ার করেছি।চারটি ফটোতেই ভিন্ন ভিন্ন মুর্তির দৃশ্য রয়েছে। প্রথমটিতে রয়েছে কালো পাথরের তৈরি কৃষ্ণ। এটি সংগ্রহ করা হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে নীলফামারী জেলা থেকে। আবার এরপরে আছে কালো পাথরের তৈরি শিবলিঙ্গ। এটি সংগ্রহ করা হয়েছিল লালমনিরহাট জেলা থেকে অষ্টাদশ শতাব্দীতে। এরপরে রয়েছে হরগৌরী যা কালো পাথরের তৈরি। এই মূর্তি সংগ্রহ করা হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। আর এটি সংগ্রহ করা হয়েছিল ঢাকার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে। এরপরে রয়েছে বিষ্ণু দেবতার মূর্তি। এটি সংগ্রহ করা হয়েছিল একাদশ দ্বাদশ শতাব্দীতে। এটি সংগ্রহ করা হয়েছিল দিনাজপুরের বিরল অঞ্চল থেকে।
এখন আপনাদের মাঝে আরও বেশ কয়েকটি ফটো শেয়ার করেছি। প্রথম ফটোটিতে রয়েছে প্রাচীনকালে ব্যবহার করা মাটির তৈরি কয়েকটি আসবাবপত্র। তার পরের ফটোতে রয়েছে শিবের বাহন তথা নন্দী এটি সংগ্রহ করা হয়েছিলো অষ্টম বা নবম শতাব্দীতে নীলফামারী জেলা থেকে। তারপরে মানুষের পোড়ামাটির মূর্তির ফলকসহ আরো বেশ কয়েকটি প্রামান্য চিত্র রয়েছে। আশা করি পোস্টটি ভালো লেগেছে। আজকের মত এখানেই শেষ করছি বন্ধুরা। আর বেশি কিছু লেখার মত ক্ষমতা পাচ্ছি না। দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
ডেইলি টাস্ক প্রুফ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mdetshahidislam/status/1887487908984369652?t=eb1gEd7CdI_stne0NlSwmg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি তো রংপুর তাজহাট ভ্রমণ করতে গিয়ে প্রাচীনকালের অনেক অনেক জিনিসের ফটোগ্রাফি ধারণ করেছেন। জমিদার বাড়ির ভেতরে আগের দিনের অনেক জিনিস রয়েছে দেখছি। আপনার আগের পোস্টে আমি এই ধরনের অনেকগুলো ফটোগ্রাফি দেখেছি। আজকে আবারো অনেকগুলো ঐতিহাসিক জিনিস দেখতে পেলাম। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit