কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমরা বর্তমান সময়ে এমন ব্যক্তিত্বের অধিকারী হয়ে গেছি যে নিজের দোষটা আমরা সব সময় ঢেকে রাখার চেষ্টা করি। কিন্তু অন্য কেউ যদি একটু ভুল করে তাহলে তাকে নানা রকম ভাবে অপদস্ত করা এবং বিভিন্নভাবে অপমানিত করে ছোট করে দিতে একটুও দ্বিধাবোধ করি না। আমরা কখনোই ভাবি না যে আমি যাকে এই কথাগুলো বলছি সে কতটা আঘাত পেতে পারে আমার কথা থেকে। কেবলমাত্র সেই ব্যক্তিকে ছোট করা এবং তাকে দোষারোপ করে মানুষের কাছে ছোট করাটাই যেন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে অনেক মানুষের। কিন্তু এই বিষয়টা কি আদৌ ঠিক?
আমরা কি একবারও ভেবে দেখেছি যে, যে দোষ টি আমি অন্য লোকের ঘাড়ে চাপাচ্ছি সেই দোষটি আমার নিজের মধ্যেও বিদ্যমান আছে কিনা? বা যে কারণে আমি অন্য মানুষকে বিভিন্ন কথা শোনাচ্ছি সেই কারণটি আমার মধ্যেও রয়েছে কিনা? আদৌ কিন্তু আমরা এই বিষয়টাকে লক্ষ্য করি না। এর কারণটা হচ্ছে এটাই যে আমি যদি আমার নিজের ভুল কিংবা নিজের দোষটা মানুষের মাঝে প্রকাশ করি তাহলে আমি তো নিজেই মানুষের কাছে ছোট হয়ে যাব বা মানুষের কাছে খারাপ হয়ে যাব। কেমন হতো এই চিন্তাধারা থেকে বাঁচার জন্যই আমরা নিজের দোষগুলি এবং নিজের ভুলগুলি লুকিয়ে ফেলি। কিন্তু একই ভুল এবং দোষ যদি অন্য মানুষ করে তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগি। এটার কারণটা কি আসলে?
মানুষ মাত্রই ভুল এটা আমরা সবাই জানি। কিন্তু এই ভুল থেকে মানুষকে যাতে শোধরানো যায় তাই আমাদের উচিত তাকে সঠিক পথ দিকনির্দেশনা করা। তা না করে আমরা সেই ভুল করা মানুষটাকে বিভিন্ন রকম ভাবে অপদস্ত করে সমাজ থেকে বঞ্চিত করি। আমাদের এই ছোট্ট ভুল টুকুর জন্য একটা মানুষের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। কেননা সবাই অপমানের জ্বালা সহ্য করতে পারে না। কিন্তু ভুল করা মানুষটাকে যদি আমরা সঠিক পথ দেখিয়ে তাকে বাঁচতে শেখায় তাহলে সেই মানুষটির জীবনে আপনি আমি এক মহানায়কের মত মর্যাদার অবস্থানে সমাসীন থাকবে। একবার ভেবে দেখুন তো যে অপমানটা আপনি একজন মানুষকে করতেছেন ঠিক অনুরূপভাবে একই অপমান যদি আপনাকেও কেউ কেউ করতো বা করে তাহলে আপনি কি সেটা সহ্য করতে পারবেন? আপনার মন-মানসিকতা তখন কেমন থাকবে? আপনার কাছে কতটা অস্বস্তিকর লাগতে পারে? সবকিছু নিজের থেকেই ভাবতে হয় তাহলেই অন্যকে উপলব্ধি করা যায়।
আমি যতদূর সম্ভব মনে করছি আমার ক্লাস নাইন টেনের বইতে পড়েছিলাম যদি ভুল না বলি একটি সারমর্ম ছিল যেটা বলা ছিল এরকম যে অপরাধীকে নয় অপরাধকে ঘৃণা করুন এবং অপরাধীকে ভুল চোখে না দেখে সংশোধনমুখী করে তুলুন। অপরাধকে দূরীভূত করে অপরাধীকে সংশোধন মুখী করাই হচ্ছে একজন বিচারকের মুখ্য কাজ। আসলেই যদি এরকম বিষয়গুলো আমাদের বাস্তবিক সমাজে বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো সমাজ আজ অনেকটা এগিয়ে যেত। অনেক মানুষ ভুল পথ থেকে সঠিক পথের দিকে ফিরে আসত। ভুল মানুষকে অনেক কিছুই শেখায় কিন্তু তাই বলে আমাদের সেই মানুষটাকে ঘৃণা করলে চলবে না। মনে রাখতে হবে যে ভুলের কারণে বাজে দোষের কারণে আমরা অন্য মানুষকে অপদস্ত করছি সেই ভুল বা দোষটি যেন আমাদের মধ্যে না থাকে। আর আমাদের লক্ষ্য এটাই হওয়া উচিত যে অন্যকে দোষ দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই দোষটি আমার মাঝে বিদ্যমান আছে কিনা।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
বেশ দারুন কথা আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি আপনার সাথে সহমত পোষণ করলাম। অন্যের দোষ ধরার আগে অবশ্যই নিজের ভাবতে হবে এর মধ্যে আমার দোষ আছে কিনা। মানুষ নিজের দোষ গুলো কখনো খুঁজে বের করে না। অন্যের দোষ নিয়ে ব্যতিব্যস্ত থাকে তাই তো যত ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এত সুন্দর একটা চিন্তা ধারা আপনার মাথায় রয়েছে দেখে ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অন্যকে দোষারোপ করার আগে অবশ্যই আমাদের ভাবা উচিত সেই দোষটি আমাদের নিজের মধ্যে আছে কিনা। পোস্টটি সম্পূর্ণ করে এরকম চমৎকার একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমরা অনেকেই চেষ্টা করি নিজের দোষ গুলো ঢেকে রাখার জন্য এবং অন্যের দোষ গুলো নিয়ে ট্রল করার জন্য। কিন্তু সেই সময় একবারও উপলব্ধি করি না যে এমনটা যদি আমার সাথে করা হতো তাহলে কেমন লাগতো? আবার অনেক সময় ওই একই দোষ গুলো নিজের মধ্যেও থাকে কিন্তু নিজের গুলো ঠিক না করে অন্যকে নিয়ে পড়ে থাকি। যাইহোক ধন্যবাদ ভাই এই লেখাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যথার্থ বলেছেন ভাই আমরা আসলে অন্যের দোষ নিয়েই ট্রল করি অন্যকে কিন্তু নিজের দোষ গুলো সব সময় ঢেকে রাখি। আমার পোস্ট সম্পর্কে এরকম দুর্দান্ত মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন ক্লাসে পড়েছি মনে হয় ভুলে গেছি তবে কথাটি সত্যি। অপরাধীকে নয় অপরাধকে ঘৃণা কর। তবে বর্তমান সময়ই অনেক মানুষ দেখা যায় নিজের অপরাধকে না বিচার করে অন্যের অপরাধকে নিয়ে নানা ধরনের কথা বলে। আর অন্যের সামান্য দোষ ফেলে সেটিকে টেনে অনেক বড় করে ফেলে। তাই নিজেকে সংশোধন করা বেশি জরুরী সবার জন্য। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অপরাধীকে নয় অপরাধকে ঘৃণা করুন,, এই কথাটি রয়েছে ক্লাস নাইন টেন এর রচনা সম্ভার বই এর একটি সারমর্ম। আপনিও যথার্থ বলেছেন আপু আমাদের উচিত আগে নিজেকে সংশোধন করা। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আজকে আপনি৷ আসলে আমাদের সকলকে নিজের দোষ গুলোকে খুঁজে বের করতে হবে৷ যদি আমরা নিজের দোষ খুঁজে বের করতে না পারি তাহলে আমরা কখনো কোন ধরনের ভালো কাজ করতে পারবো না৷ যদি আমরা নিজের কোন দোষ না খুঁজেই অন্যের দোষ খুঁজতে থাকি, তাহলে তার থেকে খারাপ বিষয় আর কিছু হতে পারে না৷ ধন্যবাদ এরকম গোছানো একটি পোস্ট শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit