কাপড়ের মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি অনেকটা ঝামেলার কাজ বটে। আর্ট করার থেকেও এটি একটু প্রবলেম এর কাজ বলে মনে করি আমি। এটাতে অনেক সময়ের প্রয়োজন হয় আর সব থেকে ভয় লাগে সুজ হাতে ফুঁড়ে যাওয়ার । তাও হ্যান্ড এমব্রয়ডারি মাঝে মাঝে করে থাকি আমি সেটা শার্ট এবং গেঞ্জিতে বিভিন্ন লোগো তৈরি এবং পাতা তৈরির ক্ষেত্রে। কেননা শার্টগুলোতে যদি এরকমভাবে সিম্পল হ্যান্ড এমব্রয়ডারি করা যায় তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি।
•রঙিন কাপড়
•ফ্রেম
•রুল
•সুঁই
•রঙিন সুতা
যেকোনো এমব্রয়ডারি করার ক্ষেত্রে প্রথমে রুল দিয়ে তার চিত্র আর্ট করে নিতে হয়। কিন্তু আমি এখানে এই এমব্রয়ডারিতে আর্ট করে নেই নি কারণ এটা হচ্ছে একটি সিম্পল এমব্রয়ডারি তাই আর্ট করিনি। প্রথমে সুঁই এর গোড়ায় নীল সুতা পরিয়ে নিব তারপর কাপড়ের উপর একটি একটি করে ফোড়া তুলে একটি ডালের দৃশ্য তৈরি করব।
তারপর আরো কিছু পাতা সহ ডালের দৃশ্য তৈরি করে নিব।
নীল সুতা দিয়ে ডাল এবং পাতা তৈরির কাজ শেষ হলে এখন সূচ এ সাদা সুতা পরিয়ে নিব এবং সাদা সুতা দিয়ে একটা একটা করে পোট তুলে পাতার দৃশ্য তৈরি করব।
এভাবেই সাদা সুতা দিয়ে ডালের উপর ডিজাইন করে নিব এবং সাদা কিছু পাতার দৃশ্য তৈরি করে নিব। অবশেষে আমার আজকের এমব্রয়ডারি কাজটি সম্পূর্ণ হলো।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
এই ধরনের কাজগুলো ছোটবেলায় দেখতাম আম্মু করতো এবং এই কাজগুলি করতে অনেক ধৈর্য ও ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। আপনি বেশ দারুণভাবে ডালসহ পাতার ডিজাইন করেছেন এবং দেখতে বেশ চমৎকার লাগতেছে। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের কাজে ধৈর্য ইচ্ছা শক্তি এবং খুব কঠোরভাবে সাবধানতা অবলম্বন করতে হয় নইলে একটু ভুল হলেই সম্পূর্ণ কাজটা নষ্ট হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ জাতীয় হাতের কাজগুলো শেখা প্রয়োজন রয়েছে। আমরা জানি মেয়েরা এই কাজগুলো করে থাকে তবে মেয়েদের পাশাপাশি কিন্তু অনেক ছেলেরাও এ কাজ করে। তবে যাই হোক বেশ সুন্দর একটি পোস্ট দেখে আমার ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো মন্তব্য করে পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই এমব্রয়ডারির কাজ কি আপনি নিজে করেছেন? আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সেই সমস্ত কনটেন্ট শেয়ার করবেন যেগুলো আপনি নিজে তৈরি করেছেন। আমাদের সন্দেহ হলে যেকোনো সময় আপনার ভিডিও ভেরিফিকেশন নিতে পারি। তখন কিন্তু আপনাকে এ কাজগুলো করে দেখাতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আপনার মেসেজের রিপ্লাই দিতে না পারায়। আমার আঙ্কেল অসুস্থ ভাইয়া এজন্য মেডিকেলে থাকতে হচ্ছে গত পাঁচ দিন থেকে😓। কাজটি আমি নিজেই করেছি ভাইয়া , প্রায় ১০ থেকে ১১ দিন ধরে একটু একটু করে। আপনি চাইলে ভিডিও ভেরিফিকেশন নিতে পারেন ভাইয়া। তবে একটা অনুরোধ রইলো,ভিডিও ভেরিফিকেশন নেওয়ার অন্তত একটা দিন আগে জানলে উপকৃত হবো,কারণ আব্বুর ব্যাবসার কারণে,মার্কেট এ মাল ডেলিভারি এবং কালেকশন এ থাকতে হয় ভাইয়া😓।এমব্রয়ডারি কাজে আমি এতটাও এক্সপার্ট নই , তবে খুব ইজি কাজগুলো আর শার্ট এর মধ্যে করে থাকি সময় বেশী লাগলেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার ইউনিক আইডিয়ার প্রশংসা না করে থাকতে পারলাম না। জামার উপরে সুতা দিয়ে এই ধরনের এমব্রয়ডারি করলে দেখতে খুব সুন্দর দেখায়। আপনার এই এমব্রয়ডারি ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit