প্রথমেই আপনাকে আমাদের সকলের প্রিয় "আমার বাংলা ব্লগ" এ স্বাগত জানাচ্ছি। বাংলা ব্লগে একবার যখন এসে গেছেন ,লেগে থাকবেন এবং কমিউনিটির সমস্ত রুল অনুযায়ী কাজ করবেন আশা করছি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর আপনাকে আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় মডারেটর @kingpros দাদা এর পরের সব কাজ জানিয়ে দিবেন। আশা করছি কমিউনিটির শ্রদ্ধেয় এডমিন এবং মডারেটর প্যানেলের সাথে উত্তম আচরণ করবেন। সর্বোপরি আপনার জন্য শুভকামনা রইল।
আমি আমার পক্ষ থেকে সবকিছু বুঝায় দেওয়ার চেষ্টা করব তারপরেও আপনি নিচে পোস্ট দুটি দেখে নিবেন।
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
https://steemit.com/hive-129948/@abb-school/level-01-lecture-sheet