প্রভাতের আলোয় জাগে পুরো বিশ্ব,
পাক পাখালির কলরবে চারিদিক হয় আশ্বস্থ।
শিশির ভেজা সকালের প্রভাত,
হৃদয়ে জাগায় প্রশান্তির স্বাদ।
সকালের চায়ের কাপের চুমুকে
যেনো পাই পুরো দিনের তৃপ্ততা
প্রতিটি প্রভাতের আলো আনে
মনে, নতুন নতুন প্রত্যাশা।
আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৪
প্রভাতের আলোয় জাগে পুরো বিশ্ব,
পাক পাখালির কলরবে চারিদিক হয় আশ্বস্থ।
শিশির ভেজা সকালের প্রভাত,
হৃদয়ে জাগায় প্রশান্তির স্বাদ।
সকালের চায়ের কাপের চুমুকে
যেনো পাই পুরো দিনের তৃপ্ততা
প্রতিটি প্রভাতের আলো আনে
মনে, নতুন নতুন প্রত্যাশা।