আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহ তালার অশেষ রহমতে আমি ভালো আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জন্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একেবারেই নতুন টপিকের পোস্ট । আমরা বিভিন্ন ধরনের কাজ করার ক্ষেত্রে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করে থাকি ।
তবে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কয়েকটি সাইট সম্পর্কে জানি । তবে আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নাম অজানা কিছু ওয়েবসাইট। যেগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ছবি ডাউনলোড করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারব। সবগুলো ওয়েবসাইটের মধ্যে আমরা সাধারণত pexels , pixabay , freepik,copyright free .. ইত্যাদি কয়েকটি ওয়েবসাইট নিয়ে সাধারণত আমরা কাজ করে থাকি। কিন্তু আজকে আমি এই কয়েকটির সঙ্গে মোট ১৫টি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিব। তাহলে চলুন বন্ধুরা সেই কপিরাইট ফ্রি ওয়েবসাইটগুলো দেখে নেওয়া যাক:
- https://www.pexels.com/
- https://stocksnap.io/
- https://unsplash.com/
- https://burst.shopify.com/
- https://pixabay.com/
- https://www.freepik.com/
- https://www.foodiesfeed.com/
- https://picjumbo.com/
- https://picography.co/
- https://mmtstock.com/
- https://visualhunt.com/
- https://isorepublic.com/
- https://www.lifeofpix.com/
- https://www.freestock.com/
- https://mmtstock.com/
এই সব ওয়েবসাইট এর ব্যাপারে আমি আগে জানতাম না । যখনই গ্রাফিক্স ডিজাইন কোর্স এ ভর্তি হলাম । তখন আমাদের বাড়ির কাজ হিসেবে এরকম বিভিন্ন ধরনের সাইট খুঁজতে বলছিল। তবে খোঁজার জন্য বিভিন্ন ধরনের টিপস দিয়েছিল। সবগুলো টিপস ব্যবহার করে আমরা ১৫ টির মত ওয়েবসাইট পেয়েছি যেগুলো থেকে আমাদের ডিজাইনের সব রকম সাহায্য নিয়ে থাকি। আর আজকে সেই ওয়েবসাইট গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ওয়েবসাইট গুলো দিয়ে আপনারা অনেক উপকৃত হবেন।
আজকের পোষ্টের মধ্যে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা দান করে এখানে শেষ করলাম।
❤️ সবাইকে ধন্যবাদ ❤️ |
---|