বহুকাল পরে আজকে আমার স্বপ্ন হল বধ।
বারবার দেখি, দেখি আর ভাবি, অনেক হয়েছে হার,
বাবার কাছে এই আবদার রেখেছি অনেকবার।
অন্ধ বাবা চিনেনা আলো, দেখে না জগত-লাল,
বর্ণহীনের মন্দিরে বলি, আমার ছোট্ট কাল।
কৈশোরে এসে করলাম শুরু কয়লার কারবার,
তখন থেকে জীবনে আমার কালোরই সমাহার।
দুটো সিকি কড়ি হাতের মুঠোয়, উড়িয়ে বাষ্প-ঘাম,
বোনের জন্য নীল জামা চাই, হোক তা যতই দাম।
মা আমার মাঝে যক্ষায় ভুগে, মরে গিয়ে গেল বেঁচে,
ধূসর মলিন কাফন নিলাম প্রথম কামাই বেচে।
বোনের বিয়ের জোগাড় যন্ত্রে স্বপ্ন করি বন্ধি,
দিনরাত খাটি, অভুক্ত থাকি ক্ষুধার সাথে সন্ধি।
বহুকাল হল বোনটা গিয়েছে, বাবাও দিল ফাঁকি,
জীবনের তরে আহার জোগাতে রইলো না কেও বাকি।
এবার আবার মাথা চাড়া দেয় ছোট্ট বেলার সাধ,
কিছুদিন পরে, নতুনের গানে পহেলা বৈশাখ।
ফুটপাতে ঘুরে, খুঁজে খুঁজে আমি, সবই যে অনেক দামী,
হঠাৎ দেখি স্বপ্ন আমার ঝুলছে - লাল পাঞ্জাবী।
কষ্টে কেনা পয়সা আমার অকাতরে দেই ঢেলে,
ঘরে এসে বুকে আঁকড়ে ধরি, কখনো বা দেই মেলে।
বেড়িয়ে রাজার ছদ্দবেশে, এলাম টি.এস.সি মাঠ,
বিস্মিত, আমি হতবাক, দেখি পাশবিকতার হাট।
হঠাৎ দেখি ভিড়ের মাঝে, ছোট্ট বোনটি হায়,
উলঙ্গ বুক আঁকড়ে কাঁদে, জড়িয়ে ধরে পায়।
অতি ছোট আমি, কিছুই যেন নেই, শূন্য আমার হাত,
বিকারগ্রস্থ সেই হাত ভরে, ছোট্ট বেলার সাধ।
কষ্টে কেনা স্বপ্ন আমার দিলাম গলায় তার,
ক্ষুদ্র আমি হারিয়ে দিলাম, আমার সকল ভার।
স্বপ্নের কাছে হেরে যাওয়া যে এতটা আনন্দের,
স্বপ্ন আমার রঙিন হাওয়ায় রঙ হারিয়ে এর।
লাল পাঞ্জাবী'র অভাব ছিল জীবনের ব্যর্থতা,
এখন যে তার না থাকাটাই আমার সার্থকতা।
ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য🙏🙏ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার অনুভূতিগুলো জানাবেন💖
কবিতা টা খুবই সুন্দর হয়েছে। এটা কী আপনি লিখেছেন? আপনার জন্য শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই নিজের। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ। অনেক সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ☺
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit