লেভেলঃ২ |
---|
আসসালামু আলাইকুম,আমি সাকিব।আমি @abb-school এর একজন ছাত্র। আমি অনেক কিছু জানতাম না যা abb-school এর মাধ্যমে জেনেছি। আমি লেভেল ২ এর মোখিক পরিক্ষায় উত্তির্ন হয়েছি তাই এখন আমি লেখিত পরিক্ষায় অংশ গ্রহন করতে যাচ্ছি। ক্লাসের মাধ্যমে যা জেনেছি তা থেকেই উত্তর করার চেষ্টা করবো,
প্রশ্ন উত্তর পর্ব
⤵️প্রশ্ন-Posting key এর কাজ কি ?
স্টিমিটে প্রবেশ করতে আমাদের প্রথমেই প্রয়োজন হয় Posting key. তাছাড়া আমাদের যতো ধরনের সোশ্যাল একটিভিটিস আছে এই কাজ গুলো করার জন্যই মূলত Private Posting key ব্যবহার করে থাকি। কারো পোস্টে আপভোট অথবা ডাউনভোট দেওয়া,কোনো পোস্টকে রিস্টিম করে নিজের প্রোফাইলে স্থান দেওয়া,পোস্ট অথবা কমেন্ট করা এবং পোস্ট অথবা কমেন্ট এডিট করার ক্ষেত্রেও Private Posting key প্রয়োজন পড়ে।
⤵️প্রশ্ন--Active key এর কাজ কি ?
আমাদের স্টমিট ভিত্তিক সকল প্রকার লেনদেন অর্থাৎ ওয়ালেট সংক্রান্ত কাজের জন্য আমরা Active key ব্যবহার করে থাকি। sbd থেকে স্টিমে রুপান্তর, স্টিম অথবা sbd অন্য কোথাও স্থানান্তর, পাওয়ার আপ এবং পাওয়ার ডাউন এর জন্যও আমাদের Private Active key প্রয়োজন পড়ে।
⤵️প্রশ্ন--Owner key এর কাজ কি ?
Owner key এর মাধ্যমে Active key, Posting key পরিবর্তন করা যায় এবং একাউন্ট রিকোভার করা যায়।
⤵️প্রশ্ন- Memo key এর কাজ কি ?
কোনো ম্যসেজ এনক্রিপ্ট করতে এবং এনক্রিপ্ট করা ম্যসেজ পড়তে memo key প্রয়োজন পড়ে।
⤵️প্রশ্ন- Master Password এর কাজ কি ?
Master key হলো সকল key এর প্রধান। এর মাধ্যমে সকল key এর কাজ করা যায়। কিন্তু সকল জায়গায় Master key ব্যবহার না করে উপরোক্ত key ব্যবহার করা উচিত। যেমনঃ পোস্ট সংক্রান্ত কাজের জন্য Posting key এবং লেনদেন সংক্রান্ত কাজের জন্য active key ব্যাবহার করা ভালো। এতে একাউন্টের নিরাপত্তা বজায় থাকে।
⤵️প্রশ্ন- Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
Master pasword এর মাধ্যমে যেহেতু সকল কাজ করা যায় তাই এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমি আমার mastar password 2 স্টেপ ভেরিফাইড মেইলে রেখে দিয়েছি এবং প্রিন্ট করে একটি কপি আমার প্রয়োজনীয় কাগজ পত্রের সাথে রেখে দিয়েছি।
⤵️প্রশ্ন- পাওয়ার আপ কেন জরুরী ?
পাওয়ার আপের মাধ্যমে আমরা আমাদের একাউন্টের শক্তি বৃদ্ধি করতে পারি। আমরা যে পোস্ট বা কমেন্ট করি এর জন্য আমাদের একাউন্টে নির্দিষ্ট Rc থাকে। এটা মূলত পাওয়ার আপের সাথে সম্পৃক্ত। আমরা পাওয়ার আপের মাধ্যমে sp পাই। যা আমাদের rc গুলো তাড়াতাড়ি রিকোভার করতে কাজে লাগে।এর জন্য যার sp যতো বেশি তার পোস্ট এবং কমেন্টের পরিমানও বেশি হবে।
⤵️প্রশ্ন- Power up এর প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
পাওয়ার আপ করার জন্য প্রথমে আমার private keyকেএ ব্যবহার করে ওয়ালেটে প্রবেশ করতে হবে।
এখানে দেখা যাচ্ছে আমার একাউন্টে ৬.৪৬ স্টিম এবং স্টিম পাওয়ার আছে ৬২.৬৩৩। আমি এখন ১ স্টিম পাওয়ার আপ করবো। এর জন্য আমাকে স্টিম লেখা তে ক্লিক করতে হবে।
স্টিম লেখা তে চাপ দিলে এরকম কিছু অপশন আসবে। আর এর মধ্যে আমরা পাওয়ার আপ লেখা টা দেখতে পাবো। এবং পাওয়ার আপ এর উপর ক্লিক করবো।
এবার আমার কত স্টিম কাওয়ার আপ করতে চাই তার পরিমান লিখে পাওয়ার আপ লেখাতে চাপ দিতে হবে।
পাওয়ার আপের সময় মেমো খুব একটা ম্যটার করে না। তাই মেমো লেখা ফাকা রেখেই অকে লেখা তে চাপ দিলে হয়ে যাবে পাওয়ার আপ।
এখানে দেখা যাচ্ছে আমার স্টিম ৬.৪৬ থেকে ৫.৪৬ হয়েছে। এবং স্টিম পাওয়ার ৬২.৬৩৩ থেকে ৬৩.৬৩৩ হয়েছে। অর্থাৎ আমার ১ স্টিম পাওয়ার আপ সফল হয়েছে।
⤵️প্রশ্ন--সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?
সেভিংস থেকে স্টিম অথবা sbd উইথড্র করতে ৩ দিন সময় লাগে।
⤵️প্রশ্ন--মেমো ফিল্ড এর কাজ কি? ?
ট্রান্সফারের ক্ষেত্রে মেমো ফিল্ড ব্যবহার করা হয়ে থাকে।
⤵️প্রশ্ন--ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
ডেলিগেশন ক্যেনসেল করার ৫ দিন পর তা নিজের একাউন্টে ফিরে আসে।
⤵️প্রশ্ন--ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
আপনি লেভেল টু এর পরীক্ষাটা খুব সুন্দর ভাবে দিয়েছেন। লেভেল 2 এর ক্লাস থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আমিও এই লেবেলগুলো করে অনেক কিছু শিখতে পেরেছি। এই লেবেলগুলো পাশ করে এখন ভেরিফাইড মেম্বার হতে পেরেছি। আপনিও অনেক তাড়াতাড়ি এই ক্লাসগুলো করে চলে আসুন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর ভাবে লেভেল-২ এর অর্জিত বিষয়গুলো উপস্থাপন করেছেন। আশা করা যায়, আপনি লেভেল-২ ট্যাগ পেয়ে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেবেল টুর ক্লাসগুলো করে মনে হয় আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। ক্লাসে যা যা শিখলেন আমাদের সবার মাঝে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আমরাও ক্লাসগুলো করে অনেক কিছু শিখতে পেরেছিলাম। তেমনি আপনি ক্লাসগুলো করে অনেক কিছু শিখতে পারবেন। আশা করব বাকি ক্লাসগুলো করে তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহহ অভিনন্দন আপিনাকে লেভেল ২ হতে আপনি গুরুত্বপূর্ণ বিষয় গুলো জানতে পেরেছেন এবং গুছিয়ে তা উপস্থাপন করেছেন।শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit