আমার বাংলা ব্লগ || আমার পরিচিতি || ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে। @shakib735

in hive-129948 •  3 years ago 

পরিচয় মূলক পোস্ট

20220108_001652-01.jpeg

আসসালামু আলাইকুম, "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে পোস্ট করার সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। এতো সুন্দর একটি কমিউনিটি পরিচালনার জন্য সকল এডমিন ও মডারেটরদের জানাই ধন্যবাদ

আমার পরিচয়ঃ

আমি সাকিবুল ইসলাম। আমার বয়স ১৮। আমি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর আওতাভুক্ত গেন্ডারিয়া তে থাকি। আমার গ্রামের বাড়ি টাংগাইল জেলার ধনবাড়িতে। আমি একজন ছাত্র। আমার পরিবারের সদশ্য সংখা ৫ জন। বাবা-মা ও আমারা তিন ভাই। আমি পরিবারের ছোট ছেলে।
IMG_20210702_205056-01.jpeg

স্কুল এবং কলেজঃ

আমি ২০২১ সালের কমার্স গ্রুপের একজন এইচএসসি পরিক্ষার্থী। আমি কবি নজরুল সরকারি কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট পড়া শেষ করেছি। আমাদের কলেজটির অবস্থান ঢাকা দক্ষিন সিটির আওতাধীন সূত্রাপুর থানায় লক্ষীবাজার নামক এলাকায়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের একটি কলেজ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়াশুনা চালিয়ে যাচ্ছি।
IMG-20210913-WA0008-02-01.jpeg

শখঃ

মানুষ বলতেই তার কিছু না কিছু সখ থাকবেই। আর সবার শখ কিছুটা আলাদা প্রকৃতির হয়ে থাকে। আমার খেলাধুলা যেমনই পছন্দ তেমনি গান, কবিতা, ছবি আকা, গল্পতেও আমার আগ্রহের শেষ নেই।সন্ধাবেলা সব বন্ধুদের সাথে মাঠে বসে গান বাজনা করা আমার অনেক পছন্দের কাজ।
IMG-20211119-WA0046-02-01.jpeg

প্লাটফর্মঃ

১. গান
২. কবিতা
৩. ব্লগিং
৪.ছবি আকা
৫. ক্রাফটস

কমিউনিটি তে আশাঃ

আমার স্টিমিটে আসা হয় @sikakon ভাই এর মাধ্যমে। ভাইয়া আমাকে স্টমিট সম্পর্কে জানায় এবং আমি ২০২১ সালের মে মাসে স্টমিট একাউন্ট এক্টিভ করি। স্টমিট থেকে অনেক ভালো ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছি যা আমাকে কাজ করতে উদ্ভুদ্ধ করেছে। কিন্তু এখন থেকে আমি চাই আমার স্কিল ডেভেলপ করতে আর স্টিমিট একাউন্ট কে অনেক শক্তিশালী করতে। @sikakon ভাইয়ার থেকে জানতে পেরেছি এই কমিউনিটি অনেক এক্টিভ তাই আপনাদের কমিউনিটি তে কাজ করতে আমি আগ্রহী।

STEEMIT ID: @shakib735
DISCORD ID: @shakib735

আশা করি "আমার বাংলা ব্লগ" কমিউনিটি তে আমার প্রতিভা প্রকাশের সুযোগ পাবো। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ সবাইকে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি তাকে রেফার করেছি। সে আমার ছোট ভাই।

ধন্যবাদ আপনাকে।

বাহ, ভাই আপনি আপনার পরিচয় পোস্ট টি চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম । আমাদের কমিউনিটির সকল নিয়ম কানুন ভালোভাবে মেনে কাজ করুন আশা করি আপনি ফিউচারে ভালো করবেন। আপনার জন্য শুভকামনা রইল আপনার স্টিমিট জার্নি‌ শুভ হোক।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। অবশ্যই আমি কমিউনিটির নিয়ম কানুন মেনে চলবো। আপনার জন্যও রইলো শুভ কামনা।

আপনি সুন্দর পরিচিতমূলক পোস্ট করেছেন।আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি আপনি সব নিয়ম কানুন মেনে আমাদের সাথে থাকবেন।ধন্যবাদ আপনাকে, এবং শুভ কামনা রইল আপনার জন্য।

এত সুন্দর করে অভিবাদন জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।

  ·  3 years ago (edited)

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link : https://discord.gg/tuFuzmBS

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

Loading...

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম।।
আশা করি আপনি সব নিয়মনীতি মেনে আমাদের সাথে কাজ করবেন।।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ