"এসো নিজে করি" ক্রিসমাস উপলক্ষ্যে প্রিয় সান্তা ক্লজ অংকন | 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম,


ক্রিসমাস উপলক্ষ্যে প্রিয় সান্তা ক্লজ অংকন



প্রয়োজনীয় উপকরণ


  • পেন্সিল

  • সাদা কাগজ

  • রাবার

  • কাটার


১ ধাপঃ-


সান্তা ক্লজ আর্ট করার জন্য প্রথমে সান্তাক্লজের টুপি এবং গোঁফ অঙ্কন করব


২ ধাপঃ-


এরপর সান্তাক্লজের দাড়ি অঙ্কন করব


৩ ধাপঃ-


তারপর সান্তাক্লজের পেটের অংশটি অঙ্কন করব


৪ ধাপঃ-


এরপর সান্তাক্লজের হাত এবং লাঠি দিয়ে অঙ্কন করব


৫ ধাপঃ-


এরপর পায়ের নিচের অংশটি ভালোভাবে আর্ট করব


৬ ধাপঃ-


এরপর বাম হাত অঙ্কন করব এবং সাথে কুকুরছানার মাথা অঙ্কন করব


৭ ধাপঃ-


সবশেষে কুকুরের পা অঙ্কন করব


সেলফি


আমার ডিভাইস


OppoA12
camera13mp

ধন্যবাদ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

ভাইয়া আপনার পোস্ট টি একটি আর্ট পোস্টের নিয়ম অনুযায়ী হয়নি। আর পোস্ট টি অনেক ছোট, আরও বিস্তারিত লিখতে হবে। নিচের পোস্ট লিংক থেকে ধারণা নিতে পারেনঃ

👉 ★'DIY- এসো নিজে করি// ফুলের ডিজাইন অংকন'★ [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

আশা করছি পোস্ট টি এডিট করে নিবেন। ধন্যবাদ।

আপু আমি প্রথমবারের মতো পোস্ট করেছি , তাই বুঝতে পারিনি। আমার ভুলটি ধরিয়ে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে পোস্ট করার সময় আমি সব বিষয় খেয়াল রেখে পোস্ট করব।

শুভ কামনা রইলো আপনার জন্য

ধন্যবাদ আপু।

ছবিটি খুবই সুন্দর হয়েছে। আপনার প্রতিভা আপনার আর্ট এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। ছবি দেখেই বুঝা যাচ্ছে আপনার হাতের কাজ অনেক সুন্দর। এমন ছবি আমাদের অনুপ্রেরণা যোগাবে।

এতো সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

সান্তা ক্লজ এর পেন্সিল আর্টটি খুবই সুন্দর হয়েছে আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে অংকনটি করেছেন দেখতে অনেক ভালো লাগছে। কুকুরটিকেউ দেখতে অনেক ভালো লাগছে আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

খুব মিষ্টি এঁকেছেন স্যান্টাক্লজ এবং পান্ডা কুকুর ছানা। ছোট বাচ্চারা দেখলে খুব খুশি হবে এমন আর্ট। আশা করছি সামনে আরো সুন্দর সুন্দর কাজ আপনার কাছ থেকে আমরা উপহার পাবো। শুভেচ্ছা রইল।

ধন্যবাদ আপু। উৎসাহ পেলে আরও আর্ট করব।