আসসালামু আলাইকুম,
ভালবাসার গহীন থেকে একটি কবিতা লেখার ছোট চেষ্টা।
কবিতাঃ
_____শিশিরবিন্দুর আকুতি_____
___________সামাউন আলী___
তুমি বলেছিলে হবে কবিতা
যাতে থাকবে তোমার স্মৃতির স্পর্শ,
তুমি চেয়েছিলে হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজবে
যাতে থাকবে শিশিরবিন্দুর ফোঁটায় জড়ানো হর্ষ।
তুমি চেয়েছিলে আকাশটা সাজাবে
যাতে থাকবে মিশে গোধূলিবেলার ম্লানতা,
তুমি বলেছিলে সেদিন সূয্যিমামা হাসবে
যে হাসিতে থাকবে অপার মুগ্ধতা।
তুমি বলেছিলে মেঘের আড়ালে লুকিয়ে থাকবে
যাতে থাকবেনা হারানোর গ্লানি,
তুমি চেয়েছিলে সাজাতে বর্ষার প্লাবন
যাতে থাকবে অশ্রুজলে পূর্ণতার বারণ
তুমি চেয়েছিলে রঙে মাখাবে আলোয়
যাতে থাকবে মৌনতার সিক্ত নেত্রের অপার বিস্ময়,
তুমি বলেছিলে আসবে এমনই এক ঘোর নিস্তব্ধতায়
যাতে থাকবে নাও ভেড়ানো মাঝির সুতীব্র অভিপ্রায়।
তুমি যে আর আসলেনা
তাই চেনা পৃথিবী আজ বড্ড অচেনা;
শহরের রংচটা আলো আজ বড্ড ধূসর
ঘরে ফেরা পাখিরা যেথায় নিশ্চুপ নিরন্তর।
আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবো। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।
আমি মোহাম্মাদ সামাউন আলী।পড়াশোনা করছি চুয়েটে প্রকৌশলবিদ্যায়।পড়াশোনার পাশাপাশি নিজের কথাগুলোকে আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি।ভাল থাকতে চাই এবং অন্য দশজনকে ভাল রাখার চেষ্টা করে যাচ্ছি।মানুষ মানুষের জন্য। নিজেকে তাদের মধ্যে বিলিয়ে দিতে চাই।আমি 😊মানুষ হিসেবে খুব ভাল না।তবে ভাল হওয়ার চেষ্টায় আছি। সকলেই আমার জন্য দোয়া করবেন।
বাহ, ভাই আপনার কবিতাটি আমার কাছে বেশ দারুন লেগেছে। আপনার কবিতার মধ্য আপনার সৃজনশীল চিন্তাভাবনা ফুটে উঠছে এবং নিত্য নতুন সব শব্দগুচ্ছ দিয়ে আপনি কবিতাটি আমাদের মাঝে সাজিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইমন ভাই সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit