আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।
পৃথিবীতে মা এমন একটি শব্দ যেটি শুনলেই কঠিন হৃদয় হলেও নরম হয়ে যায়। ছোটবেলা থেকেই বাইরে থাকার কারণে মাকে খুব বেশি একটা সময় কাছে পাইনি। গ্রামে পড়াশোনার মত কোন পরিবেশ ছিলনা। এজন্য পড়াশোনার তাগিদে গ্রাম ছেড়ে শহরে স্যারদের তত্ত্বাবধানে হোস্টেলে থাকতে হয়েছে।
আজকে ভাবলাম মা কে নিয়ে একটা কবিতা লিখি। একটা ছোট্ট কবিতা লিখলাম পৃথিবীর সকল মা কে উদ্দেশ্য করে-
মায়ের ❤️আঁচল
মোহাম্মাদ সামাউন আলী
কেমন আছো মা তুমি,
কতদিন তোমার আঁচলের স্পর্শ পাই না আমি
ছোট থেকে রেখেছ স্নেহভরা আদর দিয়ে
ছোট থেকে বড় করেছ এই ছোট্ট খোকারে
কত কষ্ট, সিক্ত, অশ্রু ব্যথা
নিজের কোলে না ভেবেই নিয়েছ মা তুমি একা
হৃদয়ের গহীনের অশ্রুসিক্ত কথা,
বুঝতে দাওনি লাগামহীন এই ছোট্ট খোকার দুষ্টুমি।
২৩ বছরে পদার্পন করেছি মা,
শীতল বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রঙ্গিন করেছ মোর জীবন
কত অপরাধ বেয়াদবি দুষ্টুমিতে ছিলাম নাজেহাল,
স্নেহ মিশ্রিত আদরে ছড়িয়ে রেখেছিলে ভালোবাসার জাল
ছোট বয়সে কত কিছু শিখেছে তোমার ছেলে,
যদি না তুমি রেখে যেতে শহরের বদ্ধ দেয়ালে।
হয়তো পৃথিবীতে যার বাবা মা দুইজন কেউই নেই বাএকজন আছে ,একজন নেই তারাই শুধু বুঝতে পারে তাদের পরিবারে বাবা-মামা এর প্রভাব কতটুকু। বাস্তবতা তাদের সামনে অনেক কঠিন হয়ে দাঁড়ায়।
আমি মোহাম্মাদ সামাউন আলী। পড়াশোনা করছি প্রকৌশলবিদ্যায়। আমরা জীবনের যে পর্যায়েই থাকি না কেন আমাদের পিতা মাতা কখনো যেন কষ্ট না পায়। শুধু একা নয় পরিবারকে নিয়েও ভালো থাকার চেষ্টা করুন। তাহলে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যাবে। প্রত্যেকেই আমার জন্য দোয়া রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit