আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
মানুষের মন কখন যে পাল্টে যায় বা পরিবর্তন হয় কখনোই বোঝা যায় না। চাইলেই কবিতা লেখা যায় না বা লেখার মত লাইন মাথায় আসে না ।কিন্তু গহীন রাত্রের অসময়ে কবিতার লাইনগুলো অটোমেটিক মাথায় চলে আসে এবং একটার পর একটা লাইন সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার মতো পরিবেশ তৈরী হয়ে যায়।
Image Source
----------শিরোনামহীন কবিতা------------
অপেক্ষার নির্বাক প্রহসন
খোঁপায় গুঁজে দেওয়া গোলাপের সমর্পণ,
নিভৃতে গেয়ে যাওয়া
রঙিন সুরের ঝকমকে কিরণ।
জানালার ধারে বসে তাকিয়ে
আহবান সেই পঙ্খিরাজের,
তরে আবারদেয় জানান অবিরাম
তার অপূর্ণ মোহময়তার।
ভোরের চাদরের উষ্ণতায়
রাখা জড়িয়ে সেই মায়াবী আবরণ,
যেন ঠিকরে বেরোয় মুহুর্মুহু
তার নয়নতারার জয়গান।
নিশির আঁধারে হারানো
সেই স্নিগ্ধময় রাত্রির অনুভব,
কাগজের মলাটে কেবলই
পঙক্তিমালার ললাটে মাখা অনুতাপ।
______________শেষ ___________
মানুষ অদ্ভুত রকমের প্রাণী। কখন কে কেমন ব্যবহার করবে তা কখনই মানুষকে দেখে বিচার করা যায় না। চোখের সামনে কত মানুষ দেখলাম যে দেখতে দেখতেই তারা তাদের নিজের পরিচয় মুহূর্তের মধ্যে পাল্টে ফেলে এবং চেনা মানুষকে অচেনা মানুষের রূপ দেয়।
ভালোবাসা ঠুনকো বস্তুর মতো হয়ে গেছে। কেউ ভালোবাসাকে ভালবাসার মত গুরুত্ব দেয় না। ভালোবাসার তাৎপর্য এই আধুনিক যুগে নির্মম অসহায় এবং নিষ্ঠুরতার চরম দুর্বিষহ হয়ে পড়েছে।
আমি মোহাম্মদ সামাউন আলী। পড়াশোনা করছি প্রকৌশলবিদ্যায়। ভালোবাসার যথার্থ এবং মর্মার্থ ব্যবহার করা উচিত প্রত্যেককে। একতার মাধ্যমে সব কাজ করলে এবং সাথে ভালোবাসা থাকলে যেকোনো কঠিন কাজই সহজভাবে করা সম্ভব তাই আসুন সবাই মিলে আমারও আপনার দেশটিকে সুন্দর, সৌন্দর্যময় এবং প্রকৃতির সর্বোচ্চ অবস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি করি। সবাই ভাল থাকবেন। সকলের কাছে দোয়া প্রার্থী।