ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এর মধ্যে গ্রীষ্ম, বর্ষা এবং শীতের প্রভাব বেশি পরিলক্ষিত হয় অর্থাৎ এই তিনটা ঋতু আমাদের জীবনযাত্রায় বেশি প্রভাব ফেলে।
প্রতিদিনের মত আজকে সন্ধ্যার পর মেসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আমার কাছের এক ছোট ভাই বলল, "ভাই, চলেন একটু বাহিরে যাব।"
আমি বললাম, "কেন?"
ছোট ভাই বললো, তার ভর্তি পরীক্ষা দিতে ঢাকা যাইতে হবে এবং গাড়ির টিকিট কাটতে হবে। তো আমি ওর সাথে বের হয়ে পড়লাম।
বের হওয়ার পর রিকশায় চড়ে সাতমাথার দিকে রওনা দিলাম। পরীক্ষার তাগিদে কয়েকদিন হল বাহিরে যাওয়া হয় না। হঠাৎ মনে হল যে বাইরে যখন এসেছি একটা হুডি কিনে নিয়ে যাই।
সচরাচর কাপড়চোপড় মার্কেট থেকে কেনা হয়। আজকে ভাবলাম আজকে হকার্স মার্কেট থেকে শীতের কাপড় কিনে নিয়ে যাই। যেই কথা সেই কাজ এবং সেই মার্কেটের দিকে রওনা দিলাম।
সেই মার্কেটে গিয়ে একটি হুডি পছন্দ হল। কিন্তু দাম সচরাচর যে দামে কেনা হয় তার তুলনায় অনেক বেশি। তারপর একে একে আরো কয়েকটি দোকানে গিয়ে দেখলাম তারা আরো বেশি চায় এবং দিতে রাজি হয় না। এরকম করতে করতে লাস্টের দিকে এক চাচার দোকানে গিয়ে ওই একই কাপড় খুঁজে পাই এবং শেষ পর্যন্ত তার কাছ থেকে কাপড়টি নিয়ে আসি। এটা কেনার পর আমার ছোট ভাই কেও তাদের দরকারী কাপড় কিনে দিলাম।
ওই ব্যবসায়ীর কাছ থেকে জানতে পারি তিনি প্রায় 12 বছর যাবত ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার বাড়ি ছিল মহাস্থানগড়। কাপড় কেনার জন্য কয়েকজন লোকের সাথে কথা বলেছিলাম এবং অন্যদের তুলনায় এই চাচাকে অন্যরকম লেগেছিল।
লোকেশন: বগুড়া
আমি মাঝে মধ্যে হকার্স মার্কেট এবং ভ্যান এবং রাস্তার ফুটপাতের লোকদের কাছ থেকে কাপড়চোপড় বা জুতা বা অন্য কোন প্রয়োজনীয় জিনিস কিনে থাকি। কারণ তাদের ছোট ব্যবসা এবং আমার একটি পণ্য কেনার মাধ্যমে তার পরিবারের লোকেদের খাবার জুটবে এবং তাদের পরিবার চলবে।
আমাদের ছাত্রজীবনে এ
কষ্টের মধ্যে দিয়ে নিজেকে অতিবাহিত করা উচিত। কষ্টে থাকলে জীবনের বাস্তবতা সকল দিক থেকে চোখের সামনে চলে আসে এবং বাস্তবতার সকল নিষ্ঠুরতাকে এড়িয়ে গিয়ে নিজেকে সামাল দেয়া সহজ হয়ে যায়। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসায় , জীবনের নিষ্ঠুর বাস্তবতা এবং কিছু বিব্রতকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতা জীবনের চলার পথকে কঠিন থেকে সহজ করে দেয়।
শীতের মৌসুমে রাস্তায় বের হলে দেখা যায় কত অসহায় মানুষ রাস্তার ধারে শুয়ে আছে এবং সেখানে রাত কাটিয়ে দিচ্ছে।প্রত্যেকে চায় ভালো থাকতে ।
রাস্তার অসহায় মানুষ গুলোর দিকে তাকালেই বোঝা যায় আমরা কতটা ভালো আছি। তাদের না আছে ঘর, না আছে বেঁচে থাকার সম্বল। অনাহারের শীতে তারা তাদের রাত কাটিয়ে দিচ্ছে।
আমাদের দেশে প্রায় 21 কোটি মানুষ বিদ্যমান। এরমধ্যে গুটিকয়েক মানুষ রাস্তার ধারে অবহেলিত জীবন যাপন করে। তারা
তাদের সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় এবং সকল ধরনের সুযোগ-সুবিধা তারা ভক্ষণ করতে পারে না। বিশেষ করে শীতের মৌসুমে শীতের কাপড় না থাকায় তারা অনেক কষ্টে তাদের জীবন চালিয়ে থাকে।
** এই গুটিকয়েক মানুষগুলোকে আমরা তাদের কাপড়চোপড় বা খাবারের সঠিক ব্যবস্থা করতে পারি না। আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থা থেকে তাদের দিকে এগিয়ে আসলে এই সমস্যা সমাধান হবে এবং অসহায় নিপীড়িত এবং এই মানুষগুলো একটু ভালো থাকার আশ্বাস খুঁজে পাবে।**
নিজে ভালো থাকার চেয়ে অন্যকে ভালো রাখলে অনেক খুশি থাকা যায়। আরে খুশিকে কোটি টাকা দিয়েও কেনা সম্ভব হয় না। ভোগ করার থেকে কাউকে ত্যাগ করলে বা দিয়ে দিলে সেখানে মনের পরিতৃপ্ত আনন্দ পাওয়া যায় যা অন্যকিছু থেকে পাওয়া সম্ভব হয়ে ওঠেনা।
আমরা কত ভালো আছি প্রতিদিন নিত্যনতুন কাপড়-চোপড় পড়ছি, ভালো খাওয়া-দাওয়া করছি, বিলাসিতা সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেছি। কিন্তু যারা অসহায় এবং প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছে তারা তাদের অবস্থান থেকে উপরের দিকে উঠে আসতে পারছেনা। আর যারা বিলাসবহুল জীবনযাপন করছেন তারা আরো আরো বিলাসবহূল এবং স্বাচ্ছন্দ্যের খোজে নির্বাক মনে অন্ধকার প্রতিযোগিতার দিকে ধাবিত হয়ে অসুস্থ জীবন এর দিকে ঝুকে যাচ্ছে।
*আসুন সবাই প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে প্রতিদিন অন্তত একটি ভাল কাজের মাধ্যমে অসহায় নিপীড়িত এবং কষ্টে জর্জরিত মানুষ মানুষগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই ।
আর এরকম কাজ করার মাধ্যমে এক সময় দেখা যাবে তারা স্বাবলম্বী হয়ে উঠেছে এবং স্বাভাবিক জীবনযাপনে অতিক্রম করতে পারছে।
পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে
অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনে আরো ভাল বিষয় নিয়ে হাজির হতে পারব।সবার জন্য শুভকামনা রইল।
আপনার হূডি কেনার অভিজ্ঞতাটি পড়লাম খুব ভাল লেগেছে। আর হূডিটা তো আপনাকে বেশ মানিয়েছে।
এরকম অনেক ক্ষুদ্র ব্যবসায়ী কোন আছেন যাদেরকে আমরা একটু সহায়তা করতে পারলে তাদের পারিবারিক অবস্থাটা মোটামুটি সচ্ছল থাকতে পারে।
আমাদের সকলেরই উচিত এভাবে করে দরিদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তাদের যতটুকু সম্ভব সহায়তা করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন ভাই।আমাদের সবার হাত বারিয়ে দেওয়া দরকার যে জতটুকু পারে।আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুডিটি সুন্দর হয়েছে। শীতের কাপড়ের মধ্যে হুডিই বেশি ভালো লাগে আমার।আসলেই যাদের শীতের রাতে রাস্তায় রাত পার করে দিতে হয় তাদের দেখে খারাপ লাগে খুব আমার। কত অসহায় তারা!!আপনার কাজটি ভালো লাগলো যে আপনি তাদের কথা ভাবছেন।
একটি,দুটি বানান ভুল আছে।যদিও এগুলো কোনো ব্যাপার ই না।তবে আস্তে আস্তে সব ভুল শুধরে নেওয়ার চেষ্টা করলেই তা আমাদের জন্য ভালো।তাই জন্যই মনে করিয়ে দেওয়া।আর লোকেশনটা লিংক দিলে বেশি ভালো হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধু আমার নয়,আমাদের সবারই ভাবা উচিত।তাহলে অসহায় মানুষগুলো বেচে থাকার আনন্দ খুজে পাবে।বানান ভুল ছিল একটু ,ঠিক করেছি ,তারপরও ভুল থাকতে পারে।এর পর থেকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব।আপনার মতামত দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন ভাই পরে খুবই ভালো লাগলে। আপনার কথা আমার কাছে খুব চালো লেগেছে যে হকারস থেকে কিনলে তাদের পরিবার টা সুখে থাকবে আসলেই এমন ভাবে কয়জন।আপনার জন্য দোয়া ভাই এভাবে অন্যর সাহায্য এগিয়ে থাকুন শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জীবনের অভিজ্ঞতা গুলো অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। গতবার শীতের পোশাক কিনতে গিয়ে আমার সাথে একই ঘটনা ঘটেছিল। ধন্যবাদ ভাই অনেক সুন্দর পোস্ট ছিলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই।অনেক ভাল লাগল আপনার কথা শুনে।আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার হুডি কেনার অভিজ্ঞতার পোস্টটা পড়ে অনেক ভালো লেগেছে আমার। আর আপনার হুনিট অনেক সুন্দর হয়েছে এবং আপনার সাথে ভালই মানিয়েছে। আমাদের সকলের উচিত এ ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের কে সহায়তা করেন তাদের পারিবারিক আর্থিক সচ্ছলতা আসে। অনেক অনেক শুভকামনা রইল ভাই আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি ঠিকই বলেছেন আমি এবং আমার মত প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে তাদেরকে সহায়তা করতে থাকলেন তাদের জন্য অনেক ভালো হবে এবং পারিবারিকভাবে তারা তাদের আর্থিক স্বচ্ছলতা পূর্বের তুলনায় উন্নতি হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit