আজকে সকাল থেকে মনটা খারাপ ছিল। মন খারাপ থাকায় কিছুই ভালো লাগছিলো না। মেসে বসে বসে কম্পিউটার থেকে কিছু জোকস পড়তে ছিলাম যাতে মন খারাপের তীব্রতা যেন একটু কমে যায়। এর মধ্যে গত দিন রাতে আমার রুমমেট মেস থেকে তার বাসায় যায়।এজন্য আরো একাকীত্ব বোধ হচ্ছিল।
জোকস পড়তে পড়তে বিরক্ত লাগছিল। কোনো কূলকিনারা না পেয়ে ভাবলাম একটু ঘুমায় নেই। একটু ঘুমানোর চেষ্টা করতেছিলাম।
ঘুম চোখের কিনারায় আসতে না আসতেই দেখি মোবাইল বেজে উঠল। দেখি খালামনি ফোন করেছে এবং বলল যত তাড়াতাড়ি সম্ভব তার বাসায় যেতে।কারন দুই পিচ্চি নিয়ে তো আর বাহিরে যাওয়া যায় না। এজন্য আমার তাদেরকে নিয়ে খেলা করতে হবে।
আমি প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় আসার সাথে সাথেই সুবাহ এবং গুড্ডু বাবু খুব খুশি হয় আর এই জন্য আমার মন খারাপ থেকে অটোমেটিক ভালো হয়ে যায় এবং আমিও তাদের সাথে বাচ্চা মতো আচরণ করতে থাকি। মনে হচ্ছিল আমিও তাদের মত ছোট হয়ে যাই।
এরপর দুইজন কাছে এসে বলতে থাকে "ভাইয়া ভাইয়া কি এনেছ আমার জন্য?"আরেকটি বিষয়, যখনই ওদের বাসায় যাই তখন বাসায় ঢোকার পর ব্যাগের কাছে ঘুরতে থাকে এবং যখনই আমার চোখের আড়াল হয় তখনই ব্যাগ থেকে তাদের পছন্দের চিপস এবং চকলেট বের করে নিয়ে আসে।
আগে থেকে আমি বুঝতে পারি যে এরকম করবে সেজন্য আসার আগেই ব্যাগের ভেতর তাদের পছন্দের খাবার ওই ভাবে রেখে দেই। এতে আমিও মজা পাই এবং ওরাও দুষ্টামির ছলে আনন্দ করতে থাকে।
সুবাহ মোবাইল দেখলেই বলতে থাকে ভাইয়া একটি গল্প শোনাব একটু ভিডিও করে দেখ তো কেমন শোনা যায়। একেবারে নাছোড়বান্দা যে কথা মুখ দিয়ে একবার বলে সেটা না করলে আর কথা শোনে না।
সুবাহ মনির গল্পের ভিডিও লিংক:
সুবাহ মনির গল্প
মন খারাপ থাকা সত্ত্বেও আজকে খালামনির বাসায় আসার কারণে মনটা অনেক ভালো হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের সাথে থাকলে মন খারাপ থাকার কোন প্রশ্নই ওঠে না।
ছোটবেলা থেকেই খালামনির বাসায় পড়াশোনার তাগিদে থেকেছি। সুবাহ ও গুড্ডু ভাইয়ের ছোটবেলার অধিকাংশ সময় কাছে পেয়েছি। এজন্য ওদের প্রতি আলাদা একটা মায়া ও ভালোবাসা কাজ করে।
যাই হোক আজকের দিনটা অনেক সুন্দর কাটালাম। সকালে ভাবছিলাম হয়তো আজকের দিনটা কেমন যাবে কিন্তু তো এখন মনে হচ্ছে অন্যান্য দিনগুলোর থেকে আজকের
দিনের শেষের অংশ অনেক খুশি ও আনন্দের মধ্যে কাটিয়ে দিলাম।
[বিঃদ্রঃ ফোনের ক্যামেরা খারাপ থাকার কারণে ছবির কোয়ালিটি একটু খারাপ হয়েছে]
পোস্টটি আপনাদের মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে ভালো কিছু নিয়ে কনটেন্ট তৈরি করতে পারব।
আপনি ঠিক বলেছেন ভাইয়া ছোট ছোট বাচ্চারা যদি সামনে থাকে তাহলে মন খারাপ থাকার কোন প্রশ্নই ওঠে না। মন খারাপ থাকলেও ওদের দুষ্টমি এবং মিষ্টি হাসি দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাই, একমাত্র হাসিখুশি পারে আপনাকে সুস্থ রাখতে। মন খারাপের সময় গুলোতে একা না থেকে ছোট বাচ্চাদের সাথে থাকলে সেই খারাপ লাগা আর থাকেনা। অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই ছবিগুলো কিন্তু অসাধারণ হয়েছে।
আর আপনার ভাইবোনের একসাথে কাটানো সময় বেশ ভালোই কেটেছে বোঝা গেলো।
আজীবন অটুট থাকুক ভাইবোনের এই দুষ্টু মিষ্টি সম্পর্ক গুলো।
অনেক অনেক শুভ কামনা রইলো আপনার এবং আপনার পরিবারের জন্য ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন যত খারাপই থাকুক না কেন যখনই ওদের সাথে কিছুক্ষণ সময় থাকি মনের অজান্তেই সবকিছু ঠিকঠাক হয়ে যায়। দোয়া রাখবেন আমাদের জন্য। আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য আগামী দিনগুলোর জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit