ইচ্ছার কাছে যেন প্রতিভা হেরে না যায়<১০%শিয়াল মশাই>

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন।

pexels-katerina-holmes-5905857.jpg

Image Source

ছোট্টবেলা থেকে আমাদেরকে পড়াশোনার প্রতি যত্ন নেওয়ার জন্য সকল দিক থেকে চাপ দিতে থাকে। প্রত্যেক পিতা-মাতার ভাবনা থাকে যে বড় হয়ে তার ছেলেমেয়ে ভাল কিছু করবে বা বিরাট কিছু হবে।

কিন্তু ছোট্ট শিশু তার পড়াশোনা শুরু করে প্লে, বেবি বা কেজি শ্রেণীর মাধ্যমে। এই শ্রেণীগুলোতে ছেলেমেয়েগুলো আনন্দ খুশির মাধ্যমে কাটিয়ে দেয়। কিন্তু যখন এই শ্রেণী অতিক্রম করে উপরের শ্রেণীতে অর্থাৎ প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে উঠে তখন তার চাপ বাড়তে থাকে। এরপর তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে ভর্তি হলে পূর্বের তুলনায় চাপ আরো বেশী হতে থাকে।

pexels-monstera-6186124.jpg

Image Source

পঞ্চম শ্রেণীতে ওঠার পর থেকে বিভিন্ন পরীক্ষার জন্য কত কঠিন সময় অতিক্রম করতে হয়। এরকম মানসিক ও পারিপার্শ্বিক চাপ নিতে নিতে একসময় ধৈর্যের বাঁধ ভেঙ্গে যেতে থাকে।

ছোট বয়স থেকে একই ধরনের চাপ তাদের কোমল হৃদয়ে দাগ কাটতে থাকে যার কারণ ভবিষ্যতে ভয়ংকর রূপ নেয়। তারা তাদের পিতা-মাতার কথার দিকে চিন্তা করে তারা তাদের নিজস্ব স্বপ্ন ভুলে যেতে থাকে এবং সেই ছেলে বা মেয়ে যে নিজে থেকে কি চায় বা কি হতে চায় সেদিকে কারও গুরুত্ব থাকেনা। নির্মম স্থবিরতার মতো তাদের ইচ্ছা গুলো পাথরের নিচে চাপা পড়ে যায়।

pexels-rodnae-productions-6936460.jpg

Image Source

আর তাদের এই ইচ্ছাগুলো হারিয়ে যাওয়ায় তাদের কাছে লেখাপড়া কঠিন হয়ে দাঁড়ায় এবং তাদের কাছে পড়াশোনা অভিশাপের মতো মনে হয।
তারা তাদের জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে না। চাপ সামলাতে সামলাতেই তারা সব সময় ভয়ঙ্কর ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটিয়ে দিতে হয়।

pexels-rodnae-productions-6936380.jpg

Image Source

ছোটবেলা থেকেই পড়াশোনার কথা শুনতে শুনতে এবং তাদের ওপর প্রেরিত ইচ্ছা পূরণ করতে গিয়ে ঠিকমতো খেলাধুলা বা কোন জায়গায় ভ্রমণ করা কিছুই তাদের দ্বারা হয়ে ওঠে না আনন্দের মাধ্যমে।

আর এরকম চাপের মধ্যে দিয়ে কাটাতে গিয়ে অধিকাংশ শিক্ষার্থী তাদের পড়াশোনার লাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে এবং অভিশাপের মতো পড়াশোনা কে মনে করে। তাদের কাছে মনে হয় এই পড়াশোনা কে ছাড়তে পারলে তারা মুক্তি পাবে টেনশন থেকে।

pexels-skytoner-4019598.jpg

Image Source

একজন ছাত্রকে তার নিজের মত করে সব কিছু করার সুযোগ দিতে হবে।অন্যথায় সেই ছাত্র জীবনের চলার পথকে কাটার মত মনে করতে থাকবে।জীবনের প্রকৃত স্বাদ কখনোই নিতে পারবে না।তাদেরকে তাদের নিজের মত করে বড় হওয়ার সুযোগ দিতে হবে।

pexels-maria-orlova-4915550.jpg

Image Source

আপনাদের সোনার চেয়েও দামী মূল্যবান সময় নিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ। আশা রাখি সামনে ভাল কোন বিষয় নিয়ে আসতে পারব।

1638174907351.jpg

আমি মোহাম্মাদ সামাউন আলী।পড়াশোনা করছি চুয়েটে প্রকৌশলবিদ্যায়।পড়াশোনার পাশাপাশি নিজের কথাগুলোকে আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি।ভাল থাকতে চাই এবং অন্য দশজনকে ভাল রাখার চেষ্টা করে যাচ্ছি।মানুষ মানুষের জন্য। নিজেকে তাদের মধ্যে বিলিয়ে দিতে চাই।আমি 😊মানুষ হিসেবে খুব ভাল না।তবে ভাল হওয়ার চেষ্টায় আছি। সকলেই আমার জন্য দোয়া করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যাঁ এটা ঠিক যে ছোটবেলা থেকেই আমাদের পড়াশোনার প্রতি চাপ দিতে থাকে এবং আমাদের পড়াশোনা এর ভিতরে থাকতে থাকতে ভ্রমণ আনন্দ খেলাধুলার সময় পায়না এবং একসময় ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় এটি। বাস্তবতা আপনি তুলে ধরেছেন আসলে আমাদের সব কিছুরই প্রয়োজন আছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা।

একদম ঠিক বলেছেন ভাই। খেলাধুলা প্রত্যেক মানুষের জন্য শারীরিকভাবে ও মানুষিক তৃপ্তির জন্য খুবই দরকার যার প্রয়োজনীয়তা কথায় প্রকাশ করে শেষ করা যাবেনা। আপনার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।