নদী ভরা বাংলাদেশ (১০ শতাংশ শিয়াল মশাই)

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম,সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদ-নদীতে দেশটি ভরপুর হাওয়ায় যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক সহজ হয়েছে।

pexels-ferdous-hasan-5161683.jpg

Image Source

আর এই নদীকে কেন্দ্র করে মানুষের জীবনযাত্রা বিভিন্ন দিকে উন্নতি সাধন যা পূর্ব কাল থেকেই আবহমান যার বৈচিত্র্য সহজে চোখের সামনে চলে আসে ।
বাংলাদেশে যত নদ-নদী আছে তারমধ্যে পদ্মা,মেঘনা ,যমুনা, কর্ণফুলী ব্রহ্মপুত্র প্রথম সারিতে বিবেচনা করা হয়।

pexels-irfan-mahim-8341390.jpg

Image Source
আমাদের গ্রামের মধ্য দিয়ে বাঙালি নদী প্রবাহমান। আর এই নদীকে কেন্দ্র করেই মানুষ তাদের চলার পথকে সহজ করার জন্য চেষ্টা করেই যাচ্ছে। বাঙালি নদী আঁকাবাঁকা গ্রামের সৌন্দর্যকে বৈচিত্র্যময় রূপে সৌন্দর্যমণ্ডিত করে তোলে। আর এই কারণে গ্রামীণ জীবনের পরিবেশ অন্যান্য পরিবারের তুলনায় সহজতর হয়।

pexels-shahadat-hossain-6052968.jpg

Image Source

তেমনি নদীকে কেন্দ্র করে গ্রামীণ মানুষের কৃষিকাজকে অনেক সহজ করে তুলেছে। যেমন ধানক্ষেতে পানি দেওয়ার সময় মেশিনের সাহায্যে নদী থেকে সহজেই পানি তুলে পানির চাহিদা মেটানো যায়।

pexels-tom-fisk-1713784.jpg

Image Source

খাবার ধান ছাড়াও ভুট্টা গম বা অন্যান্য ফসলের পানির চাহিদা মেটানোর জন্য নদী অভাবনীয় ভূমিকা পালন করে চলেছে প্রতিনিয়ত।

pexels-ana-maria-4965143.jpg

Image Source

নদীর পানি তার নিজস্ব গতিতে প্রবাহমান। এই গতিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নদীকে কখনো কখনো সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচনায় আনা হয় আবার কখনো কখনো অভিশাপ হিসেবে চোখের সামনে চলে আসে।

pexels-arthouse-studio-4339420.jpg

Image Source

নদী যখন ভয়াবহ বন্যায় কবলিত হয় তখন এর খারাপ দিক দৃষ্টিগোচর হয়। নদীর পানি বেশি হওয়ার কারণে নিচু এলাকা গুলোতে বন্যায় ডুবে যায়। কোন ফসল ভাল থাকলে পানিতে ডুবে মারা যায় এবং সেই কারণে এর মালিক বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়ায়।

pexels-maria-orlova-4906447.jpg

Image Source

এছাড়াও নদী ভাঙ্গন এর কথা শুনলে চোখের সামনে কঠোর এবং নির্মম হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নদী ভাঙ্গনের কারণে ভাঙন কবলিত এলাকার মানুষগুলো দিশেহারা হয়ে যায় এবং ঘরবাড়িহীন হয়ে কঠিন অবস্থার মধ্যে দিয়ে তাদের সময় অতিবাহিত হয়। যার যার দুঃখের পরিণতি তাছাড়া আর কেউ বুঝতে পারে না।

এছাড়াও নদীর এককূল ভাঙে কিন্তু অন্য কূল গড়ে ওঠে।নদী কারো জন্য আশীর্বাদ হিসেবে আবার কারো জন্য অভিশাপ হয়েও আসে।

pexels-kelly-l-6595774.jpg

Image Source

নদীর গুরুত্ব আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। নদীর কূলে আমার নিজের বাড়ি হওয়ায় আজকে একটু লেখার চেষ্টা করলাম।

pexels-gaspar-zaldo-6779106.jpg

Image Source

পোষ্টটি আপনাদের মূল্যবান সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পোস্ট এর মধ্যে যদি ভুল হয়ে থাকে দেখিয়ে দিলে আমার জন্য পরবর্তীতে সুবিধা হবে এবং ভাল কনটেন্ট আপনাদেরকে উপহার দিতে পারব।

1638174907237.jpg

আমি মোহাম্মাদ সামাউন আলী। পড়াশোনা করছি প্রকৌশলবিদ্যায়। আপনাদের সাথে পোস্টটি শেয়ার করতে পেরে আমি অনেক আনন্দিত। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!