দীর্ঘদিন পর ভার্সিটির বন্ধুদের সাথে আড্ডা(১০ শতাংশ শিয়াল মশাই)

in hive-129948 •  3 years ago  (edited)

সময় থেমে থাকে না সে তার নিজের গতিতে আবহমান। আবার বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যাকে কখনো টাকা দিয়ে কেনা যায় না কিন্তু শুধুমাত্র সম্পর্কের গভীরতা অনুভব করা যায়।

pexels-pixabay-207896.jpg

Image Source

কিন্তু সেই সম্পর্কের গভীরতা পরিলক্ষিত হয় যখন বন্ধুত্বের গুরুত্ব চোখের সামনে দৃষ্টিগোচর হয়। চলার পথে জীবনে অনেক মানুষের সাথে ওঠা বসা করতে হয়।

বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাদের দেশের ছোটবেলা থেকে শুরু করে ২৫ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত পড়ালেখার মাধ্যমে কাটিয়ে দিতে হয় আর এই পড়ালেখার জন্য সবচেয়ে কাছের মানুষগুলো সহপাঠী বা বন্ধু সবক্ষেত্রে দরকার হয়। আর এদেরকে ছাড়া একমুহূর্ত চলা যায় না।

pexels-ron-lach-10484708.jpg

Image source

করোনার ভয়াবহতার কারণে ভার্সিটি বন্ধ হয়ে যায় । আর বন্ধ হওয়ার পর দীর্ঘ সময়ের জন্য দূরত্ব সামনে আসে। বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ ছিল এই সময়ের মধ্যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসে স্বয়ংক্রিয়ভাবে ।

IMG_20211206_193522.jpg

Location link

তাছাড়াও করোনার ভয়াবহতার কারণে অনেকের বনবন্ধু চলে গেছেন আবার অনেকের নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি হয়েছে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে আশায় নতুন বন্ধুদের পুরনো বন্ধুদের মুখ দেখে হৃদয় আবেগে আপ্লুত হয়ে ওঠে ।

বন্ধুদের সঙ্গে একসাথে খেতে গিয়েছিলাম মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে।

IMG_20211206_193852.jpg

Location link

আমরা চারজন খেতে গিয়েছিলাম।

IMG_20211206_193915.jpg

Locaation Link

সেখানে যাওয়ার পর বন্ধুদের সাথে অনেক অনেক আড্ডা এবং খোশগল্প হয়েছে হয়েছিল। জীবনে পড়াশোনার পাশাপাশি সবকিছু উপলব্ধি করা দরকার এবং সবকিছু দেখে তার থেকে শিক্ষা নেওয়া এবং সেই অনুযায়ী সামনের দিকে অগ্রসর হওয়া।

এখন এই জীবনকে উপভোগ করার সুযোগ। লোহার জালের মতো বন্দি এ জীবনে সামনের দিকে অগ্রসর করাতে পারে না ।

pexels-emma-elise-5493576.jpg

Image Source

জীবনকে সহজ ভাবে উপভোগ করতে হলে ঘর থেকে বেরিয়ে বাহিরের পরিবেশ দেখতে হবে এবং বন্ধুবান্ধব এবং সকল রকম মানুষের সাথে একই সাথে চলাফেরা করার অভ্যাস গড়ে তুলতে হবে। আর জীবনের সব ধরনের মানুষ ই থাকবে।

সব ধরনের বন্ধু থাকবে এর মধ্য থেকে আমাদের ভালোটা তুলে নিতে হবে অর্থাৎ ভাল গুণের অধিকারী থেকে ভাল গুণকে নিজের মধ্যে এনে বাস্তব জীবনকে সহজ করে নিতে হবে ।

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার এই লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ মেয়েদের জন্য শুভকামনা রইল।*

আমি মোহাম্মদ সামাউন আলী। পড়াশোনা করছি প্রকৌশল বিদ্যায়। জীবনে চলার পথে বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হবে। তার মধ্য থেকে ভালোটাকে গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধুর মতন বন্ধু একজন হলে যথেষ্ট। আমি মনে করি জীবনে উন্নতি করার জন্য একজন বন্ধুর ভূমিকা থাকে অনেক বেশি। আবার জীবন তলানিতে যাওয়ার জন্য একজন বন্ধুর ভূমিকা থাকে অনেক বেশী। এজন্য বন্ধু নির্বাচন করাটা অত্যন্ত জরুরি একটি কাজ। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনার পোস্ট সব সময় খুব সুন্দর গোছানো থাকে।

সাইফুল ভাই আপনি অনেক ভাল বলেছেন।বন্ধু জীবনে অবশ্যই লাগবে।বন্ধু থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়। কমেন্ট করার জন্য ধন্যবাদ রইল।❤️

বড় হয়ে যাবার পর যারা বিপদে পাশে দাঁড়ায় তারাই আসল বন্ধু। এই জীবনে এমন বন্ধু পাওয়া অনেক মুশকিল। ধন্যবাদ আপনার বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য

ঠিক বলেছেন ভাই।প্রকৃত বন্ধুত্ব পাওয়া অনেক কঠিন ব্যাপার। কঠিন সময় গুলোতে জাদেরকে কাছে পাওয়া যায় তারাই কাছের এবং শুভাকাঙ্ক্ষী হয়।আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ রইল।