সিলেট এর গল্প, পর্ব ১...

in hive-129948 •  3 years ago 

syl.jpeg
ভৌগোলিক অবস্থান বা পরিবেশ মানুষের মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট পাথরের জরাজীর্ণ বা সংকীর্ণ ব্যাস্ত শহরের সাথে চলতে চলতে সহজ-সরল মানুষগুলো একটা সময় কঠিন হয়ে যায়। অথচ এই মানুষ গুলোই গ্রামে থাকতে কতোই না প্রানবন্ত, হাসি খুশি এবং মিশুক ছিল। গ্রামে চারপাসে সবুজের সমারোহ, নির্মল বাতাস, শান্ত পরিবেশ এবং শহরের মতো এতো ব্যাস্ততা থাকে না তাই অনেকটা সময় থাকে আশপাশের সবার খোঁজ খবর নেবার এবং নিজের জন্য অনেকটা সময় থাকে।
শহর এবং গ্রামের মধ্যে যেমন পার্থক্য আছে তেমনি মানুষ গুলোর আচার ব্যবহার এবং চলাফেরায় কিছুটা পার্থক্য হবে বা থাকাটা স্বাভাবিক। তারমানে শহরে গেলে মানুষ পরিবেশ পরিস্থিতির কারণে আর আগের মতো থাকতে পারে না, বদলে যেতে বাধ্য হয়।।
অথচ আমরা না বুঝে শুধু মানুষ গুলোকে দোষ দিয়ে ফেলি কিছুটা দোষ কিন্তু ঐ ব্যাস্ত শহরেরও আছে, তবে অনেক ক্ষেত্রে কিছুটা জেনেটিক্যাল সমস্যাও দেখা যায়। যাইহোক আমরা যেন শহরে শহরের মতো এবং গ্রামে আসলে গ্রামের মতো চলতে পারি বা চেষ্টা

syle.jpeg

এই ইট পাথরের শহর থাকে একটু মুক্তি পাবার জন্য হলেও অনেক দূরে গিয়ে ঘুরে আসা দরকার।এই ব্যস্ত শহরে এ থেকে হাপিয়ে উতছিলাম।তাই হুট করে চলে গেছিলাম সিলেট।

আজ এ প্রযন্ত বাঁকিটা বলবো ২ এ পর্বে।
sy.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!