সবাইকে আমার নমস্কার, আদাব,আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে।প্রথমেই ধন্যবাদ জানাই ফাউন্ডার দাদাওএবিবি স্কুলের সকল প্রফেসরগণকে।ধন্যবাদ জানাই@alsarzilsiam ভাইকে আমাদের কে সুন্দর ভাবে ক্লাসে সব কিছু বুঝিয়ে দেয়ার জন্য। লেভেল ৩ ক্লাস হতে যা যা শিখেছি তা নিম্নে তুলে ধরার চেষ্টা করছি।
প্রথমেই আমি শিখেছি।
প্রশ্ন ১: মার্কডাউন কি ?
উত্তর: সাজিয়ে গুছিয়ে ও আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য যে সকল কোডিং এর ব্যবহার করা হয় তাকেই মার্কডাউন বলে।
প্রশ্ন ২: মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
উত্তর: আমরা যখোন কোনো টেক্সট কনটেন্ট পোষ্ট করি সেই পোস্টকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোয়ালিটি পোস্ট উপস্থাপন করতে হলে মার্কডাউন কোড ব্যবহার করা গুরুত্বপূর্ণ।আমরা সকলেই জানি স্কুলে পরিক্ষার সময় সবাইকে একই খাতা একই প্রশ্নপত্র দেওয়া হয়।পরীক্ষার পরে যখন পরীক্ষার ফলা ফল দেয়া হয়। দেখা যায় যে কোনো স্টুডেন্ট ৪০ মার্ক পেয়েছে, কোন স্টুডেন্ট ৬০ মার্ক পেয়েছে বা কোন স্টুডেন্ট ৯০ মার্ক পেয়েছে। কারণ প্রতিটি স্টুডেন্ট এর লেখার ভঙ্গি আলাদা ছিল। যে যতো সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখে শিক্ষক মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করে সে ততোই মার্ক পাই।স্টিম ব্লকচেইনে একই রকম যে যতটা আকর্ষণীয় কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করবে তার জন্য ততটাই ভালো। স্টিমিটে মার্কডাউন ব্যবহার করলে যে কোনো পোষ্ট পাঠকের কাছে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে তাই আমাদের মার্কডাউন কোডগুলো ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ৩: পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?
উত্তর: মার্কডাউন কার্যকর ব্যাবহার উপস্থাপন করার জন্য ব্যাবহার করা হয়অথবা যে কোন কোড বুঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে।ফরম্যাট শুরু করার পূর্বে চারটা স্পেস দিতে হবে,তাতেই কোডটি দৃশ্যমান থাকবে।
প্যারা গ্রাফ উপরে<div class ="text -justify"> প্যারা গ্রাফ নিচে </div>
প্রশ্ন ৪: বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
উত্তরঃ বৃহৎ হতে ক্ষুদ্র ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড নিচে দেওয়া হলো।
# ছোট সাইজ
## বড় সাইজ
###মিডিয়াম সাইজ
####ছোট সাইজ
#####খুব ছোট সাইজ
######টিনি সাইজ
দৃশ্যমানঃ
খুবই বড় সাইজ
বড় সাইজ
মিডিয়াম সাইজ
ছোট সাইজ
খুবই ছোট সাইজ
টিনি সাইজ
প্রশ্ন ৫: নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন?
নিচে টেবিল মার্কডাউন কোড দেয়া হলো।
User | Posts | Steem Power |
---|---|---|
users | 10 | 500 |
users | 20 | 9000 |
| user| posts| steem power |
| ----|----|----|
| users | 10 | 500|
| users|20|9000|
প্রশ্ন ৬: সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
উত্তর: প্রথমে থার্ড ব্রাকেট এর মধ্যে সোর্স লিখতে হবে তার পর আবারো থার্ড ব্রাকেট যেমন-[সোর্স] এরপর ফার্স্ট ব্রাকেট এর মাঝে লিংক দিতে হবে এরপর আবারো ফার্স্ট ব্রাকেট দিব যেমন -(লিংক)
প্রশ্ন ৭: টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন?
উত্তর:নীচে কোড উল্লেখ করা হলো-
প্যারা গ্রাফ <div class ="text-justfy">প্যারা গ্রাফ নিচে</div>
প্রশ্ন ৮: কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
উত্তর: আমার বাংলা ব্লগ ও স্টিমিট প্ল্যাটফর্ম সব সময় কোয়ালিটি সম্পূর্ণ কনটেন্টে এর ওপর গুরুত্ব দিয়ে থাকে। তাই কনটেন্টে টপিক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত।
প্রশ্ন ৯: কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?
উত্তর: কোন টপিকের উপর ব্লগ লিখতে গেলে যথেষ্ট জ্ঞান থাকা জরুরি। কারণ জ্ঞান না থাকলে তো সেই টপিকটা ভালো উন্নত মানের হবে না।যে কোনো টপিকস সম্পর্ক সব কিছু আমাকে জানতে হবে তানা হলেতো আমি সুন্দর ভাবে উপস্থাপন করতে পারবো না। আর পাঠকের মন জয় করতে পারবো না। তাই সব সময় চেষ্ঠা করবো নিজে ভালো জ্ঞান অর্জন করে পরে অন্যদের মাঝে শেয়ার করো।
প্রশ্ন ১০: ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?
উত্তর: উত্তরঃ ৩.৫ ডলার কিউরেশন রেওয়ার্ড পাবো।
প্রশ্ন ১১: নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
উত্তরঃ @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। আমাদের যদি এসপি কম থাকে সেটা দিয়ে আমরা ভোট করলে কিছুই পাবো না। যদি ডেলিগেশন করি সেক্ষেত্রে একটা এমাউন্টের ভোট পাবো। কারণ সবাই মিলে অল্প পরিমাণের অ্যামাউন্ট যদি @Heroism কে ডেলিগেশন করা হয় তাহলে বড় একটা অ্যামাউন্টে পরিণত হয়। সে এমাউন্ট দিয়ে ভোট দিলে আমরা একটা অ্যামাউন্ট এর ভোট পাই।
প্রশ্ন ১২: সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
আমরা যদি পোষ্ট করার ৬ মিনিট থেকে ৬ দিন ১২ ঘন্টা এর মধ্যে ভোট দেই তাহলে আমরা সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পেতে পারি। পোস্ট করার ৫ মিনিটের পর এবং পেআউটের ১২ ঘন্টা আগে ভোট দিতে হবে।যেমন -
১ মিনিট পর ভোট দিলে ২০% পাবো, ৮০% রিওয়ার্ড পুলে যাবে।
২ মিনিট পর ভোট দিলে ৪০% পাবো, ৬০% রিওয়ার্ড পুলে যাবে।
৩ মিনিট পর ভোট দিলে ৬০% পাবো, ৪০% রিওয়ার্ড পুলে যাবে।
৪ মিনিট পর ভোট দিলে ৮০% পাবো, ২০% রিওয়ার্ড পুলে যাবে।
৫ মিনিট পর ভোট দিলে ১০০% পাবো।
আমি শাপলা দত্ত, লেভেল-৩ এর লিখিত পরিক্ষার সকল প্রশ্ন উত্তর দিয়ে পরিক্ষা এখানেই শেষ করছি।ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।@alsarzilsiam দাদা পোস্টি দেখে নিয়েন ঠিক আছে কি না।ধন্যবাদ সবাইকে।
কোড দৃশ্যমান হয় নি
কোড দৃশ্যমান হয় নি
দৃশ্যমান হয় নি।
কোড দৃশ্যমান হয় নি।
এই চারটি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখে পোস্টে এডিট করে আমাকে মেনশন দেবেন।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit