ক্লে দিয়ে ফুল, ফুলের গাছ তৈরি 🥰

in hive-129948 •  21 days ago 

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি প্রথমবার ক্লে দিয়ে ফুলের গাছ বানানো পদ্ধতি।

IMG_20240613_135310.jpg

আসলে কোন মানুষ জন্ম থেকে কোন কাজ শিখে পৃথিবীতে আসেন না।দাদা সেদিন বাংলা ব্লগের জন্মদিনে বলেছেন যে সব মানুষের মাঝেই মেধা থাকে কোন না কোন ।সবাই সব পারে তাও না আবার পারে না তাও না।আসলেই ঠিক সব মানুষ সব কাজ পারে না আবার অনেকেই অনেক কিছুই পারেন।মানুষ চেষ্টা করলে কোন না কোন কিছু অবশ্যই সুন্দর ভাবে করতে পারেন।সবাই প্রাকটিস করলে দক্ষতা অর্জন করতে পারেন অবশ্যই। আমি প্রথম ক্লে দিয়ে ফুলের গাছ তৈরি করছি আজ একরকম হয়েছে অন্যদিন আরো ভালো হবে।আজকের থেকে সুন্দর করে বানাতে পারবো।এভাবেই আমাদের কাজ শেখা হয়ে যাবে।
কমিউনিটিতে সবাই বেশ সুন্দর সুন্দর ক্লে দিয়ে ফুল বানিয়ে থাকেন সেসব দেখেই মূলত আমার প্রবল ইচ্ছে জাগলো এবং আমিও ক্লে কিনে এনে বানানোর চেষ্টা করলাম এবং বানিয়ে ফেল্লাম ও বানানো পদ্ধতি আপনাদের সাথে করে নিতে চলে আসলাম।

তো চলুন দেখা যাক কেমন বানিয়েছি ফুলের গাছও ফুল।

IMG_20240607_203123.png

কার্ড বোর্ড
ক্লে
রঙ্গিন কাগজ
আঠা

IMG_20240613_132811.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি কার্ডবোর্ডটি কেটে নিয়েছি কাঁচির সাহায্যে।

IMG_20240613_133202.jpg

দ্বিতীয় ধাপ

এখন কার্ড বোর্ড টিতে আঠা লাগিয়ে নিয়েছি ও রঙ্গিন কাগজ লাগিয়ে নিয়েছি।

PhotoCollage_1718264114380.jpg

তৃতীয় ধাপ

এখন আমি হলুদ কালারের ক্লে নিয়েছি ও তা ছোট ছোট গোল করে বল বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1718264292450.jpg

চতুর্থ ধাপ

এভাবে বল বানিয়ে নিয়ে কার্ডবোর্ডে একটি একটি করে বসিয়ে ফুলের আকৃতি করে নিয়েছি।

PhotoCollage_1718264460839.jpg

পঞ্চম ধাপ

এখন লাল কালারের ক্লে নিয়েছি ও বল বানিয়ে নিয়েছি ও ফুলের মাঝে বসিয়ে দিয়েছি।

PhotoCollage_1718264625251.jpg

ষষ্ঠ ধাপ

এখন সবুজ কালার ক্লে নিয়েছি ও হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি ও ফুলের গাছ বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1718264794105.jpg

সপ্তম ধাপ

এভাবে একে একে সব গুলো গাছ বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1718264969885.jpg

অষ্টম ধাপ

এখন পাতা বানিয়ে নিয়েছি ও লাগিয়ে দিয়েছি।পাতা লাগানো হয়েছে আর আমার ফুলের গাছও ফুলও বানানো হয়ে গেছে।

PhotoCollage_1718265101157.jpg

ফাইনাল লুক

IMG_20240613_135310.jpg

IMG_20240613_140513.jpg
এই ছিলো আমার আজকের সুন্দর ফুলের গাছও ফুল।আশা করছি আপনাদের ভালো লাগবে।আমার বানানো ক্লে দিয়ে ফুলের গাছ ও ফুল গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের মত এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীক্লে দিয়ে ফুল তৈরি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240526_180422.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ক্লে দিয়ে এখন আমার বাংলা ব্লগের সবাই দারুন দারুন জিনিস তৈরি করছে দেখতেও অনেক ভালো লাগছে।আপনি আজ চমৎকার ফুলসহ ফুলের গাছ তৈরি করেছেন।দেখতে খুবই সুন্দর লাগছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

সত্যি সুন্দর লাগছে কিন্তুু🙂

আপু আপনি আজকে আমাদের মাঝে ক্লে দিয়ে ফুলের গাছ তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য আমার পোস্টে।

বর্তমান সময়ে ক্লে ব্যবহার করে ফুল তৈরি করার‌ একটি ধুম পড়ে গিয়েছে কমিউনিটির মধ্যে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে ফুল, ফুলের গাছ তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল গাছের দৃশ্য টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

কমিউনিটির সুন্দর সুন্দর ক্লে ব্যবহার করে ফুল তৈরি দেখে আমারও আজকে প্রথমবার ক্লে ব্যাবহার করে ফুল তৈরি করা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ক্লে দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন ফুল গুলো দেখতে বেশ চমৎকার লাগছে। ক্লে যেকোনো ফুল বানালে ফুল গুলো দারুন লাগে। খুব সুন্দর ভাবে উপকরণ এবং ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

একদমই ঠিক বলেছেন ভাই ক্লে দিয়ে ফুল তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে।

ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে ফুল ও গাছ তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ফুল ও গাছ দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই নিখুঁতভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন।পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু আমার পোস্টে খুব সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

ক্লে দিয়ে ফুল ও ফুলের গাছ তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার তৈরি করা ফুল ও ফুলের গাছ বেশ সুন্দর হয়েছে। আপনি বেশ দক্ষতার সাথে ফুল ও ফুলের গাছ তৈরি করেছেন দেখে বুঝতে পারছি। ফুল ও ফুলের গাছ তৈরি করার প্রতিটি ধাপ সুন্দরভাবে উল্লেখ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে ফুল ও ফুলের গাছ তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু আমার আমার পোষ্টে খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।

আপু আপনি ঠিক বলেছেন কেউ জন্ম থেকে কোন কিছু শিখে আসে না। আর ক্ষুদ্র থেকে বৃহত্তরের সৃষ্টি।মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নেই। আপনার ক্লে দিয়ে ফুল ও গাছ দেখতে চমৎকার হয়েছে। এভাবে এগিয়ে যান। ধন্যবাদ আপু সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর করে ক্লে দিয়ে ফুল এবং ফুলের গাছ দুটোই আপনি তৈরি করেছেন। আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে আপনার তৈরি করা ফুল এবং ফুলের গাছ দেখতে। বুঝতে পারছি আপনি নিজের দক্ষতাকে অনেক বেশি ব্যবহার করেছেন। ফুলগুলো হলুদ কালারের হওয়াতে আমার কাছে দেখতে একটু বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে এটা ফুটে উঠেছে। ক্লে দিয়ে ফুল এবং ফুলের গাছ তৈরি করার পদ্ধতি সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

ঠিক বলেছেন আপু হলুদ কালার হওয়াতে ফুল গুলে সুন্দর লাগছে বেশি।

ক্লে দিয়ে খুব সুন্দর ফুল গাছ তৈরি করেছেন। হলুদ রঙের ফুলগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। ক্লে দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। প্রথমবারের মতো তৈরি করেছেন তবে খুব সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি। বেশ ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু।

একদমই ঠিক বলেছেন ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে খুব ভালো লাগে দেখতে।

ক্লে দিয়ে ফুল, ফুলের গাছ তৈরি কিরে অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ক্লে দিয়ে তৈরি করা গাছ এবং ফুল খুবই সুন্দর হয়েছে আপু। আপনার হাতের কাজ দেখে অনেক ভালো লাগলো। এই ধরনের কাজগুলো দেখতে অনেক ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

ক্লে দিয়ে অনেক সুন্দর ভাবে ফুল সহ ফুলের গাছ তৈরি করেছেন। যেটা দেখতে অসাধারন হয়েছে। তাছাড়া এধরনের কাজ গুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

আমারও এ ধরনের কাজ গুলো দেখতে অনেক ভালো লাগে।ধন্যবাদ

আমার কাছে অনেক সুন্দর লাগে যদি ক্লে ব্যবহার করে কোন কিছু তৈরি করা হয় তাহলে। আপনি ভিন্ন ভিন্ন কালারের ক্লে দিয়ে অনেক সুন্দর দেখতে ফুল তৈরি করেছেন। সে সাথে ফুলের গাছ তৈরি করলেন দেখে তো আরো চমৎকার লাগলো। ফুল গাছের মধ্যে অনেক সুন্দর ভাবে হলুদ কালারের ফুল ফুটেছে। দক্ষতাকে কাজে লাগিয়ে পুরোটা তৈরি করেছেন এটা দেখেই বুঝতে পারছি। পুরোটা সম্পূর্ণ করে সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ঠিকই বলেছে সবার মাঝেই কোন না কোন প্রতিভা আছে। প্রতিভা ছাড়া কোন মানুষ হয় না। কেবল বের করে আনতে হয়। তবে প্রথম বারের চেস্টায় বেশ ভালই বানিয়েছেন। পরবর্তিতে আরও সুন্দর করে বানাতে পারবেন আশাকরি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করে উৎস দেয়ার জন্য।

ক্লে দিয়ে চমৎকার ফুল এবং ফুলের গাছ তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে দিদি। একসাথে ফুলের এবং ফুলের গাছের সৌন্দর্যটা বেশি আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে যাই হোক আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

সত্যি অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ

আপনার পোস্টটি পড়ে খুবই মুগ্ধ হলাম! ক্লে দিয়ে ফুল ও ফুলের গাছ তৈরির পদ্ধতি এবং ধাপগুলো আপনি যেভাবে বর্ণনা করেছেন, তা অত্যন্ত সুন্দর ও বিস্তারিত। আপনার হাতের কাজ এবং সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের শিল্পকর্ম সবসময়ই অনুপ্রেরণাদায়ক এবং আমাদের মাঝে নতুন কিছু শেখার আগ্রহ জাগায়। আপনার পোস্টের মাধ্যমে আমরা শিখলাম যে, চেষ্টা ও ধৈর্য দিয়ে সুন্দর কিছু তৈরি করা সম্ভব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আসলে আপু ব‍্যাপার টা এমন পৃথিবীতে না মেধাহীন মানুষ হয় না এটা সম্ভব না। প্রত‍্যেকরই মেধা আছে। তবে সেটা আলাদা আলাদা ক্ষেএে। বেশ দারুণ ছিল আপনার কাজটা। ক্লে দিয়ে ফুল এবং ফুলের গাছটা চমৎকার তৈরি করেছেন। অসাধারণ লাগছে দেখতে। পাশাপাশি খুবই চমৎকার উপস্থাপন করেছেন পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

ঠিক বলেছেন সবারই মেধা আছে আলাদা আলাদা ক্ষেত্রে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

বর্তমান সময়ে ক্লে দিয়ে অনেকে অনেক সুন্দর সুন্দর পোস্ট করে। আজকে আপনি কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে খুব সুন্দর ফুল গাছ বানিয়েছেন।আপনার তৈরি ফুল গাছগুলো অসাধারণ হয়েছে। আমি নিজেও ক্লে দিয়ে কিছু বানানো চেষ্টা করি সময় ফেলে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ক্লে দিয়ে ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার তৈরি ক্লে দিয়ে নানান রকম জিনিস দেখতে সুন্দর হয়।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

বাহ ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে চমৎকার ফুল গাছ বানিয়েছেন। তবে ক্লে দিয়ে ফুল এবং পাতা খুব সুন্দর করে বানিয়েছেন। যদিও বর্তমান সময় ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর পোস্ট করে সবাই। ক্লে দিয়ে খুব চমৎকার ফুল গাছ বানিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

প্রথমবারের মতো ক্লে দিয়ে ফুল ও ফুলের গাছ তৈরি করেছেন দেখতে অনেক চমৎকার লাগছে দিদি। দাদা সেদিন আমাদের সত্যিই অনেক অনুপ্রেরণা দিয়েছে। এটা সত্যি যে প্রতিটি মানুষের ভেতরেই কোন না কোন ট্যালেন্ট লুকিয়ে আছে। অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

ক্লে দিয়ে এ ধরনের ফুল গুলো খুবই সুন্দর লাগে দেখতে। আপনার তৈরি ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আপু। অসংখ্য ধন্যবাদ ক্লে দিয়ে ফুল এবং ফুল গাছ তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।