হ্যালো
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো আমার সাথে ঘটে যাওয়া কিচ্ছু সত্যি ঘটনা।আশা করছি আপনাদের পড়ে ভালো লাগবে।
বর্তমানে মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি দেশ অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কখন কার সাথে অকাঙ্খিত ঘটনা ঘটে যাবে কেউ বলতে পারবে না।রাস্তা ঘাটে বের হলে কখনো খুন,কখনো ছিনতাই, অপহরণের মতো ঘটনা অহরহ ঘটছে।আইনশৃঙ্খলা কেউ মানছে না।আইনশৃঙ্খল সদস্যদের উপরেও হামলা হচ্ছে জন্য তারা দায়সারা ডিউটি করে যাচ্ছে। করবেই না কেন তারাও তো মানুষ তাদেরও তো জীবনের ভয় আছে।
টিভিতে হাতে গোনা কিছু ঘটনা দেখা গেলেও ফোনে কিন্তুু ঘটে যাওয়া টাটকা খবর পাওয়া সম্ভব। কখনো ফোনে ধারন করা আবার কখনো সিসিটিভিতে ধারণ করা ঘটনা আমরা হরহামেশাই দেখতে পাই।একটা সময় ভাবতাম ফেসবুকে নকল খবর ভুয়া খবরের ছরাছরি কিন্তুু এখন বুঝতে পারি যে আসলে ঘটে যাওয়া সত্যি ঘটনা ফেসবুকেই দেখা যায়।
যাইহোক
আমার ইদানীং হয়েছে কি আমি হয়তো কোথাও যাচ্ছি আর আমার দিকে তাকিয়েছে কেউ আর এটা দেখে আমি ভয়ে অস্থির মনে হতে শুরু করলো নিশ্চিত কোন মতলব আছে। খারাপ উদেশ্য আছে না হলে কেন তাকালো।আরার কখনো মনে হয় নিশ্চিত সে ছিনতাইকারী কিংবা আক্রমণকারী।
কোন ছেলেকে দেখলেই মনে হয় হয়তো সে খুনি কিংবা ধর্ষক।খবরে তো এরকম ভদ্রলোক ছেলেকেই দেখেছিলাম যে কিনা খুন করেছে। হয়তো হতে পারে সে প্রতিদ্বন্দ্বী কাউকে খুন করেছে নয়তো সে তার প্রতিবেশী কে খুন করেছে জমিজমা সংক্রান্ত কারণে কিংবা বউকে খুন করেছে।
কাউকে বিশ্বাস করতে পারি না শুধুই নেগেটিভ কিছু মনে হয়।আমি জানিনা এগুলো মানসিক সমস্যার লক্ষ্যন না কি সঠিক ধারণা। আমার তো সঠিক মনে হয় কারণ এ-সব তো ঘটছে।এমন তো নয় এরকম কিছু হচ্ছে না আমি এমনি ভাবছি তা নয়।
এসব ভাবনা চলাকালীন এক সপ্তাহ হলো এক সাদাসিধা ছেলেকে খুন করে কে বা কারা।খুনি খুন করে ছেলেটির ঘরের পিছনে রেখে যায়।রটনা রটানো হয় সে আত্মহত্যা করেছে কিন্তু তার গলায় গামছা পেচানো তার শরীরে কিল ঘুসির স্পষ্ট চিন্হ।এখনো খুনি ধরা পরেনি।হাস্যকর অজুহাত। মানে কেউ আত্মহত্যা করার আগে নিজেই নিজেকে মেরে জখম করে তারপর সে গলায় গামছা পেঁচিয়ে গলায় ফাঁসি দিয়ে মরে যায়।অসাধারণ সুন্দর কথা।এজন্য আমার ভাবনা মিথ্যা নয়।আপনি আমি আমাদের মাঝেই অপরাধী লুকিয়ে আছে ভালোমানুষি সেজে। তাই আমার মনোরোগ নয় বাস্তব ধারনা।
আজকাল কাউকে বিশ্বাস করতে নেই আর মানুষের জন্য মানুষ আজ অবিশ্বাসের পাত্র। হয়তো একজন মিথ্যা কথা বলে আপনার কাছে কিছু হাতিয়ে নিয়েছে আর আপনি সেজন্য আর কোন মানুষ কে বিশ্বাস করতে পারছেন বা করছেন না এটাই স্বাভাবিক। এখন অসহায় সেজে সাহায্য চায় আমরা হয়তো সাহায্য করি আর সে তা নিয়ে নেশা করে আর এতে করে আমরা আসল অসহায় মানুষ কেও সেটাই ভাবি তাকেও বঞ্চিত করি।
মানুষ আজকাল মানুষের মাঝে নাই পশুতে আস্তা মেলে মানুষের মাঝে নয়।একটা কুকুর কে পুষলে বা একটা কুকুর পাশে থাকলে বিপদে পড়লে আমাদের কে সাহায্য করতে চায় যেমন একদিন ফেসবুকে দেখলাম অনেক গুলো লোক এসে একটি লোককে বেদম পিটুনি দিয়ে রাস্তায় ফেলে চলে গেলেন। আশেপাশে বহুমানুষ শুধুই দেখছিলো কিন্তুু একটি কুকুর দৌড়ে এসে ঘেউঘেউ শব্দ করছিলো এবং আহত ব্যাক্তিকে শুকছিলো দেখে মনে হচ্ছিল যে কুকুর টি আক্রমণের স্বিকার ব্যাক্তিকে টেনে তুলতে চাইছে।হাত থাকলে তুলতো।ঘটনাটি বাইরের কোন দেশের।
এজন্যই আমি আর অপরিচিত কাউকেই বিশ্বাস করতে পারি না এবং অপরিচিত মানুষের মাঝে কখনো খুনি,ছিনতাইকারী, চোর ডাকাত ধর্ষক মনে হয়।সত্যি রাস্তায় কোন মানুষ দেখলে খুশি হই না যতোটা না খুশি হই একটা কুকুর দেখলে।
এই ছিলো আমার আজকের মনের সরল কথা গুলো।কেউ আবার খারাপ ভেবে নিয়েন না। মনের সত্যি কথা গুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম মাত্র। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সমাজটা এমনই হয়ে গেছে আপু। একজন ব্যক্তি বিপদে পড়লে পাশের মানুষেরা খালি হা করে তাকিয়ে দেখে অথবা ফটোগ্রাফি করার চেষ্টা করে কিন্তু তাকে উদ্ধার করার চেষ্টা করে না। পথের কুকুরের মায়া রয়েছে কিন্তু মানুষের মায়া নেই। খুবই খারাপ লাগলো ঘটনাটা জেনে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সাবলীল মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় যত যাচ্ছে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আর সমাজ নষ্ট হওয়ার প্রধান কারণ হলো মানুষ। আমরা শুধু নামে মানুষ কিন্তু আমাদের ভেতর থেকে মানুষ সত্য নষ্ট হয়ে গেছে। আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো আসলে আমাদের ভেতর থেকে একেবারে প্রতি মায়া উঠে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু আপনার চিন্তাধারার কথা কি বলবো বর্তমানে চারপাশে এসব ধরনের ঘটনাই সব সময় ঘটছে। সেজন্য আমাদের চিন্তাধারার মধ্যে এই ধরনের বিষয়গুলো একেবারে ঢুকে গেছে। কারণ মানুষ যে হারে এই ধরনের কাজকর্ম করছে এখন কাউকে বিশ্বাস করা যায় না। বাইরে গেলে কেউ যদি একবার তাকায় বা কাউকে অন্যরকম লাগলে এই ধরনের চিন্তাগুলো বারবার মাথায় আসে। এটা শুধু আপনার না আমি মনে করি সবারই এরকম মাথায় আসে। যাইহোক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit