খেসারি ডালের বড়া রেসিপি❤️

in hive-129948 •  7 months ago  (edited)

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো খেঁসারি ডালের বড়া রেসিপি।

IMG_20240611_161827.jpg

আশা করছি আপনাদের ভালো লাগবে।
বড়া ভাজা আমার ভীষণ পছন্দের। আমি মাঝে মাঝেই চেষ্টা করি বড়া ভাজা খেতে। বাড়িতে না হলেও বাজার থেকে কিনে আনি।কিছুদিন আগে আমি বৃষ্টির দিনে হাত মাখা খিচুড়ি করেছিলাম আর সেই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যই খেসারি ডালের বড়া ভেজেছিলাম। অনেক সুস্বাদু হয়েছিলো খেতে বড়া গুলো।খিচুড়ি দিয়ে খুব ভালো লেগেছিল খেতে।

তো চলুন দেখা যাক রেসিপি টি কেমন

IMG_20240607_203123.png

১.খেসারি ডাল
২.পেঁয়াজ
৩.কাঁচা মরিচ
৪.জিরা বাটা
রসুন বাটা
৫.ধনিয়া গুড়া
৬.লবন
৭.হলুদ
৮.ভোজ্য তেল

PhotoCollage_1718096809601.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি খেসারি ডাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য। এক ঘন্টা পর জল থেকে তুলে রেখেছি।

PhotoCollage_1718097179869.jpg

দ্বিতীয় ধাপ

এখন ডাল গুলো শীল পাটায় ডাল গুলো ভিজিয়ে রাখার কারনে ডাল গুলো নরম হয়ে গিয়েছে এবং খুব সহজেই বাটা হয়ে গেছে।

PhotoCollage_1718099836881.jpg

তৃতীয় ধাপ

এখন পেঁয়াজ মরিচ কুচি সহ ডাল বাটার সাথে সব উপকরণ গুলো মেখে নিয়েছি।

PhotoCollage_1718099978862.jpg

চতুর্থ ধাপ

এখন চুলায় একটি কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবং মেখে রাখা ডাল মাখা গুলো হাতের সাহায্যে বড়ার আঁকার বানিয়েছি ও গরম তেলে দিয়েছি।

PhotoCollage_1718100170455.jpg

পঞ্চম ধাপ

এখন বড়াগুলো এপিঠ ওপিঠ উল্টেপাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে।

PhotoCollage_1718100773700.jpg

ষষ্ঠ ধাপ

পুরাপুরি ভাবে আমার খেসারি ডালের বড়া হয়েছে গেছে তাই পরিবেশের জন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছিও পরিবেশন করে দিয়েছি।আমি এই মজাদার বড়া গুলো খিচুড়ি দিয়ে পরিবেশন করেছি ও খেয়েছি।

IMG_20240611_161827.jpg

পরিবেশন

IMG_20240611_161849.jpg

IMG_20240611_161930.jpg

এই ছিল আমার আজকের মজাদার ও মুখরোচক রেসিপি খেসারি ডালের বড়া। অনেক সুস্বাদু এই বড়াটি খেতে দারুণ হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি ও কার কার এই বড়া প্রিয় তা অবশ্যই কমেন্টে জানাবেন।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240526_180422.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি তো দেখছি আমার অনেক বেশি পছন্দের একটা খাবার তৈরি করেছেন আজকে। খেসারি ডালের বড়া খেতে আমি অনেক বেশি ভালোবাসি। গরম গরম বড়া যদি মুচমুচে হয়, তাহলে তো আরো বেশি মজা করে খাওয়া যায় এটা। বৃষ্টির সময় কিন্তু এরকম জাতীয় খাবার গুলো খেতে একটু বেশি ভালো লাগে। আপনার এই বড়া গুলো দেখে তো ইচ্ছে করছে আমি এখন তুলে নিয়ে খেয়ে ফেলি। মুচমুচে এবং গরম গরম এই বড়াগুলো নিশ্চয়ই আপনি খুব মজা করে খেয়েছিলেন।

হ্যাঁ ভাইয়া গরম গরম এই বড়া গুলো মুচমুচেই হয়ে থাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

ডাউল এর বড়া আমারও খুব প্রিয়।
খেসারির ডালের লোভনীয় বরা রেসিপি প্রস্তুত করেছেন।
ভাজি করা বড়া গুলো দেখেই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হবে।
সুন্দর উপস্থাপনা করেছেন । শুভেচ্ছা রইল আপনার জন্য।

হ্যাঁ ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য।

বিকেলবেলা এরকম মচমচে ডালের বড়া খাওয়ার মজাটাই আলাদা। আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার রেসিপিটা দেখে। শেষের পরিবেশন টা দেখে তো জিভে জল চলে এসেছে। অনেক ধন্যবাদ আপু লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন আপু বিকেলে এরকম মচমচে ডালের বড়া খাওয়ার মজাই আলাদা।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

খেসারি ডালের বড়া আমাদের বাসায় খুব একটা তৈরি করেনা।ডাবলি ডাল এর বড়া খাওয়া হয়।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে দারুন ছিল আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আমরা মসুর ডালের বড়া বেশি খাই তবে খেসারি ডালের বড়াই বেশি লা ভালো লাগে খেতে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

দিদি আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন । খেসারি ডালের বেশ মজাদার একটি বড়ার রেসিপি। এই বড়া গুলো খেতে খুবই স্বাদ হয়ে থাকে তা আমি জানি। রেসিপিটি দেখেই মনে হচ্ছে এটা খেতে অনেক স্বাদ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য।

বড়া আমার খুবই পছন্দের একটি খাবার। বাজারে গেলেই আগে বড়া আর পিঁয়াজের দোকানে প্রবেশ করে কিছু পরিমাণ বড়া খেয়ে নেই। আপনি আজকে খুবই সুন্দর করে খেসাঁরি ডালের বড়া রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা বড়া রেসিপি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার তৈরি করা বড়া গুলো দেখে আমার খেতে ইচ্ছে করছে আপু।

আমিও ভাইয়া বাইরে গেলেই বড়া কিনে খাই। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

বেশ লোভনীয় একটি রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আমিও আপনার মতই খেসারির ডালের বরা খেতে অনেক পছন্দ করি আপু। এই খাবারটি ভীষণ ভালো লাগে আমার। তবে বাইরেরটা খেতে ঘরের মতো স্বাদ ও মচমচে হয় না আপু। আপনার খেসারির ডালের বড়াটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক স্বাদ হয়েছে।ধন্যবাদ আপু এত স্বাদের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনারও আমার পছন্দ মিলে গেল আপু ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আজ আপনি আমাদের মাঝে খেসারি ডালের বড়া রেসিপি শেয়ার করেছেন। খেসারী ডালের বড়া গরম ভাতের সাথে খেতে যেমন মজা ঠিক তেমনি সন্ধ্যা সময় চায়ের সঙ্গে খেতেও বেশ মজা লাগে। আপনার বড়া গুলো দেখে আমার খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু খেসারি ডালের বড়া তৈরির রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন আপু চায়ের সাথে বিকেলে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে।

বৃষ্টির দিনে এবং বিকেলের নাস্তায় এ ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। খিচুড়ির সাথে খেসাঁরি ডালের বড়া খেতে নিশ্চয়ই দারুন ছিল। আমার তো বড়াগুলো দেখেই খেতে ইচ্ছে করছে। লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

ঠিক বলেছেন ভাইয়া বিকেলে বৃষ্টির দিনে এরকম বড়া ভাজা খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

যে কোন বড়া খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খেসাঁরি ডালের বড়া রেসিপি করেছেন। তবে বাড়িতে বড়া বানিয়ে খেলে স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়। আবার এই বড়া গুলো রান্না করা যায়। রান্না করে খেলে খুব মজাই লাগে। খুব সুন্দর করে খেসাঁরি ডালের বড়া রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

একদমই ঠিক বলেছেন ভাইয়া বাড়িতে বানানো যেকোনো খাবারেই স্বাস্থ্যের জন্য খুব ভালো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

খেসাঁরি ডালের খুব সুন্দর একটি বড়া রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এভাবে খেসাঁরি ডালের বড়া করে গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে। খেসাঁরি ডালের বড়া গুলো খুব সুন্দর লাগছে দেখতে। উপকরণ এবং ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন ভাইয়া গরম ভাতের সাথে এই বড়া খেতে অনেক মজা লাগে।

খেসাঁরি ডালের বড়া তৈরীর অনেক লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বিকেলের নাস্তা তে এমন জিনিস খেতে আমার খুবই ভালো লাগে। যদিও এর আগে কোনদিন আমি খেসাঁরি ডালের বড়া খাইনি তারপরও এটা দেখেই বুঝতে পারছি এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে।

আমারও বিকেলের নাস্তা তে এরকম বড়া ভাজা খেতে ভালো লাগে কখনো খাননি একদিন ভেজে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে।

অনেক সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই রেসিপি দেখে আমি মুগ্ধ হয়েছি। এজাতীয় লোভনীয় রেসিপিগুলো আমি খুবই পছন্দ করি। এগুলো খালি খালি যেমন খাওয়া যায় ভাতের সাথে ঠিক তেমন খাওয়া যায়। আশা করি পরিবারের সবাই পছন্দ করেছে।

খালি মুখে এবং ভাতের সঙ্গে দুইভাবেই এই বড়া গুলো খেতে খুব মজার হয়। ধন্যবাদ

খেসাঁরি ডালের বড়া রেসিপি পরিবেশে তৈরি করেছেন। দেখতে পেয়ে মুখ দিয়ে অনেক সুন্দর হয়েছে। আআ ধাপে ধাপে তৈরি করার উপস্থাপন দেখে আমিও শিখে নিলাম

ধন্যবাদ

খেসারির ডালের বড়া খেতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে রমজান মাসে এই বড়া বেশি খাওয়া হয়। আপনার বড়া দেখে তো লোভ সামলাতে পারছি না। অনেক দিন হয়েছে খাওয়া হয় না। আমার কাছে পান্তা ভাতের সাথে এই বড়া খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

পান্তা ভাতের সাথে এই বড়া খেতে ভালো লাগে জেনে খুশি হলাম আপু পান্তা ভাতের সঙ্গে যে কোন ভাজাপোড়াই আসলে খেতে ভালো লাগে। ধন্যবাদ।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই বড়াটি আমাদের সকালের কাছে চিনা। ছোটবেলা পান্তা ভাত দিয়ে এই বড়াটি খেতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন ভাইয়া এই বড়াটি আমাদের সবারই চেনা।

বাহ খুব সুন্দর বড়া তৈরি করে নিলেন আপু আপনি। খেঁসারি ডালের বড়া খেতে খুবই ভালো লাগে। আপনি বেশ মজার করে তৈরি করলেন। বিকেল বেলায় গরম গরম খেতে খুবই দারুণ হয়। সাথে যদি এক কাপ চা হয় তাহলে আর তো কোন কথাই নেই। রেসিপির কালার কম্বিনেশন উপস্থাপনা সবকিছুই অনেক ভালো লেগেছে।

একদম ঠিক বলেছেন বিকেলে এই বরাটি খেতে অনেক ভালো লাগে এবং সঙ্গে যদি এক কাপ চা হয় তাহলে তো জমে যায়।

দারুণ একটি রেসিপি উপহার দিলেন আপনি। খেসাঁরির ডালের বড়া রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়। আমিও বড়া খেতে অনেক পছন্দ করি। দারুণ একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

খেঁসারি ডাল এখন মানুষ খেতেই চায় না।আগে আমরা খুবই খেঁসারি ডালের বড়া খেতাম।অন্য ডালের বড়ার চেয়ে খেঁসারি ডালের বড়া অন্য বেশি সুস্বাদু হয় যার কোনো তুলনা হয় না।অনেক দিন পর খেঁসারি ডালের বড়া দেখে খুবই লোভ লেগে যাচ্ছে।লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য ধন্যবাদ।

হ্যাঁ ঠিক বলেছেন আগে বড়া ভাজলেই খেঁসারির ডাল ব্যবহার করতো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ওয়াও অসাধারণ দিদি অসাধারণ। আজকে আমার খুবই একটি পছন্দনীয় খাবারের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।গরম ভাতের সাথে ঘি এবং খেঁসারী ডালের বড়া হলে তো পেটের দিকে আর খেয়াল থাকে না। আপনার খেঁসারি ডালের বড়ার ধাপগুলো ছিল অনেক স্পষ্ট। এই ধাপ গুলো দেখে যে কেউ সহজেই এই খেঁসারি ডালের বড়া তৈরি করতে পারবে। যাইহোক এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদি।

হাহাহাহা একদমই ঠিক বলেছেন ঘি আর খেসারি ডালের বড়া হলে পেটের অবস্থা খারাপ হয়ে যায় খেতে খেতে।

অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।এই রেসিপি গুলো খুবই মুখরোচক খেতে অনেক মজা লাগে।রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু ছিল এবং মুচমুচে ছিল। রেসিপি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ দিদি আপনাকে ।

হ্যাঁ আপু অনেক মুচমুচে এবং সুস্বাদু হয়েছিল ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য