হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
জন্ম,মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে।আসলে বিধাতার ইচ্ছে ছারা গাছের পাতাও নড়ে না কিন্তুু প্রচলিত কথা মতো আমরা এরকম কথা বলে থাকি যে জন্ম,মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। জন্মিলে মরিতে হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে।
সৃষ্টিকর্তা যখন যেভাবে যার ভাগ্যে যার সাথে জুটি বেঁধে দিয়েছেন তার সাথেই বিয়ে হয়।আমার এই দিদি এখানে বিয়ে করবো না ওখানে করবো না করতে করতে আজ তার বিয়ে এবং তার পছন্দের ছেলের সাথেই। সবাই খুশি যে অবশেষে বিয়ে হবে।
আমি গায়ে হলুদের দিন বিয়ে বাড়িতে গিয়েছিলাম। গায়ে হলুদ আপনাদেরকে সাথে ভাগ করে নিয়েছি।
আমরা বিয়ের ঘট ভরাতে বাসার পাশের এক পুকুরে গিয়েছিলাম আর পুকুর দেখে আমার মন ভেঙ্গে গেছে।গ্রামে স্বচ্ছ জলের পুকুর দেখে অভ্যাস্ত আর শহরের ঐ পুকুুটি এতোই নোংরা যা বলে বোঝাতে পারবে না।আমি ঘট নিয়ে আর জল ভরতে নামিনি নিচে।পুকুরে ঘট ভরাতে গিয়ে কিছু আচার নিয়ম থাকে সেগুলো করার পর ঘট ভরিয়ে আনতে হয়।আমার ঘটটি আমি ধরে দাড়িয়ে ছিলাম উপরে এবং একজন আমার ঘটটি ভরে দিয়েছে তা আমি নিয়ে এসেছি।ঘট ভরানোর জন্য আমরা সাতজন সাতটি ঘট নিয়ে গেছি আমাদের সাথে সবাই দেখতে গেছে এবং সাথে ছিলো বাজনা।
ঘট ভরিয়ে আনার পর ছাদে গিয়ে আবারও কিছু নিয়মকানুন করা হয়।যেহেতু ছাদে বিয়ে তাই ছাদেই সবকিছু করা হয়।
ছাদে বিয়ের স্টেজ সাজানো হয়।বর।সাতটার ভিতরে চলে এসেছে। বর ঢাকা থেকে এসেছে। বরযাত্রী বলতে একটা বর বহনের জন্য একটি কার ও বর যাত্রী দের একটি হাইস ছিলো।
বর সাতটার ভীতরেই চলে এসেছে কারণ বিয়ের লগ্ন ছিলো রাত আটটায়।যদিও বা রার আটটার লগ্ন ধরা যায় নি।তিনটি লগ্ন ছিলো রাত আটটা,আড়াইটা ও সারে চারটায়। আমরা দেরটার লগ্নতে বিয়ে বসিয়েছি।
বিয়ের আগে যে আর্শিবাদ করা হয় তা করা হয়নি কারণ আমরা ছেলের আশির্বাদ আগে করি কিন্তুু মেয়ের আশির্বাদ করা হয় বিয়ের দিন। এই তো বরকে গাড়ি থেকে বরন করে নিয়ে আসা হলো এবং এখানে তাকে রিসিভ করা হলো ফুলের তোরা দিয়ে।
আমরা ছেলেকে ফুল দিয়ে নামিয়ে আনার পর আৃার পিসি ক্ষীরের পায়েস ও ঘিয়ের প্রদীপ দিয়ে জামাইয়ের মুখ দেখলেন এবং ব্রেসলেট পড়িয়ে দিলেন।
ছেলের বাড়ি থেকে মাছ মিষ্টি, পান সুপারি ও মেয়ের কসমেটিক ও স্বর্ণের গহনা এনে আশির্বাদ করা হয়।
এই তো এখন আশির্বাদ করার জন্য বসানো হয়েছে মেয়েকে।ছেলের বাড়ির গুরুজনেরা আশির্বাদ করলো।
আশির্বাদ শেষ করে খাওয়াদাওয়া করার পরেই বিয়ের জন্য ছেলেকে নিচ থেকে ছাদে বিয়ের আসরে আনা হলো এবং মেয়েকে আনা হলো পান পাতা দিয়ে মেয়েকে পিড়িতে বসিয়ে নিয়ে আসলোে এবং বরের কে মাঝে রেখে সাতপাঁকে বাধা পড়লো এবং মালা বদল করা হলো।
আমাদের বিয়ের নিয়ম বিয়েতে বসানোর আসে বাড়ির পুরানা জামাইদের বরন করতে হয়। জামাই বরণের জন্য গিপ্ট থাকে। এইতো জামাই বরন করছে আমার বাবা।আমার বাবা মেয়ে সম্প্রদান করেছেন। তাই পুরানা জামাই বরণ করে নিচ্ছেন।
এরপর বিয়ের জন্য বর কণেকে বসানো হলো এবং পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে বিবাহ বাঁধনে আবদ্ধ হওয়ার প্রথম ধাপ সম্পূর্ণ হলো।
এরপর আবারও বর কণে হেটে হেটে বিয়ের আসর প্রদক্ষিণ করলো সাতবার। সাতপাঁকে এক সাথে বাধা পড়লো এবং সিদুর দান হওয়ার মাধ্যমে বিয়ে সুসম্পূন হয়ে গেলো।
বিয়ে সম্পূর্ণ হতে হতে চোখের সামনে ভোর হওয়া উপভোগ করলাম।ভোর হয়ে গেছে। ভীষণ আনন্দ করলাম বিয়েতে।কখন যে রাত শেষ হয়ে গেলো তা বুঝতেই পারলাম না।রাত তিনটায়ও মনে হচ্ছিল রাত আটটা বাজে।ঘরি না দেখলে বোঝার উপায় ছিলো না কয়টা বাজে।সকাল হয়ে গেলো বিয়েও শেষ এবার বিছানা হাতছানি দিচ্ছে। শাড়ি চেন্জ করে ড্রেস পড়ে দিলাম একটা ঘুৃম।ঘুম ভেঙ্গেছে মেয়ে বিদায়ের সময়।নয়টায় মেয়ে বিদায় হলো।মেয়ে বিদায় দেয়ার পর আবারও ঘুম।কখন দুপুর গড়িয়ে গেছে জানি না।কয়েকবার খেতে ডেকেছে আমি ঘুম ঘুৃম চোখে বলেছি খাবো না ঘুম না হলে খেতে পারবো না।আসলে ঘুম মানুষের জন্য খুব দরকারী। ঘুম মা হলে কিচ্ছু ভালো লাগে না।খাওয়াদাওয়া গল্পগুজব কিচ্ছু না।
এই ছিলো আমার দিদির বিয়েতে কিছু আনন্দঘন সময়।আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোষ্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
শহরের পুকুর গুলো বেশিরভাগ নোংরা হয়ে থাকে। আর এই নোংরা স্থান থেকে পানি ব্যবহার না করাটাই ভালো। তবে যাই হোক বিয়ের বিষয়টা আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন আমাদের। খুব ভালো লাগলো,দোয়া করি তাদের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন তবে বিয়ের নিয়ম ছিলো ঘট ভরিয়ে আনতে গেলেৃ পুকুর থেকে তাই নোংরা পুকুরে গিয়ে দিতে হয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার দিদির বিয়ের ছবিগুলো দেখে বেশ ভালো লাগলো আর তোমার বর্ণনা পড়ে বুঝেছি তোমাদের দেশে বিয়ে কেমন হয়। অনেকটাই আমাদের মত আবার কিছু কিছু আলাদা। তোমার দিদিকে বেশ সুন্দর দেখতে লাগছে বিয়ের সাজে। পুরনো জামাই বরণ এবং নতুন জামাই কে আশীর্বাদ মেয়েকে আশীর্বাদ সবকিছুই উপভোগ করলাম। বর কনে টোপর আর মুকুট খুব সুন্দর দেখতে হয়েছে।
তুমি পোস্টটা আরেকবার পড়ে নিও বেশ কিছু জায়গায় টাইপ মিসটেক হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এখনো আপনার ট্রন এড্রেস লিংকআপ করেন নাই। এজন্য আপনার আজকের কিউরেশন ক্যানসেল হলো। দ্রুত ট্রন এড্রেস লিংকআপ করে নিন। নিচে টিউটোরিয়াল এর লিংক দেয়া হলো-
https://steemit.com/hive-129948/@moh.arif/tron-address-link-up
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া করেছি লিংকআপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাপরে এত নিয়মকানুন। যাক অবশেষে আপনার দিদি তার প্রিয় মানুষকে বিয়ে করতে পেরেছে এটাই অনেক। বিয়ে বাড়িতে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন বুঝতেই পারছি।ধন্যবাদ দিদির বিয়ের সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit