হ্যালো,
আমার বাংলা ব্লকবাসি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন।
আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো সাপ নিয়ে তিক্ত অভিজ্ঞতা।
তো চলুন দেখা যাক ঘটনাটি কি ছিলো।
গত কয়েকদিন থেকেই ভাবছিলাম জবা ফুলের ডাল কেটে দেবো।যদিও বা মাথার ডালগুলো সব কেটে দিয়েছি অনেক আগেই কিন্তু গোরায় অনেকগুলো ডাল পালা ছড়িয়ে আছে আর সেই জবার গাছটি একদম গেটের সঙ্গেই লাগানো। যেহেতু সারাদেশে রাসেল ভাইপার নিয়ে তোলপাড় অবস্থা তাই মনে মনে ভয় থেকেই জবা ফুলের নিচের ডালগুলো কাটার ইচ্ছে।
বাড়ির উঠানের রান্নাঘরের এক সাইডে কিছু পুঁইশাকের বিচি থেকে গাছ হয়েছে। বেশ কিছুদিন থেকে ভাবছিলাম পুঁইশাক গুলো কেটে খেয়ে ফেলবো কাটলে আবার নতুন ডালপালা গজাবে। তাই সবগুলো পুঁইশাকের মাথা কেটে কেটে নিলাম হাতে একটি বটি ছিলো।যখন আমি বারান্দায় উঠবো হঠাৎ করে মনে হল নিচের কয়েকটি ডাল পালা কেটে দেই ডালগুলো একদম চিকন চিকন ছিল ঝোপঝাড়। একটা কেটেছি বঠি দিয়ে তেমন ভালো কাটা যাচ্ছিল না জন্য এক মুঠো ডাল ধরেছি আর তখনই দেখি একটি সাপ বড় বড় চোখে আমার দিকে তাকিয়েছে আমি তো ভয়ে অস্থির। তাড়াতাড়ি লাফিয়ে উপরে উঠেছি বারান্দার এবং বললাম সাপ সাপ। রান্নাঘর থেকে দিদি এসে বলল কই সাপ সে যখন আসলো তখনও সাপটি বসে আছে।তখন দিদি একটি বড় লম্বা লাঠির সাহায্যে সাপটিকে তাড়ানোর চেষ্টা করল এবং বলল এই সাপটি বেশ কয়েকদিন থেকেই জ্বালাচ্ছে খড়ির ঘরে কখনো আশেপাশে নাকি ঘুরে বেড়াচ্ছিল। কী সাপ নাম জানিনা তবে চিকন লম্বা লিকলিকে।
লাঠি দিয়ে আস্তে আস্তে সাপটিকে তাড়ানো চেষ্টা করল কারণ আমরা হিন্দু ধর্মাবলম্বীরা কখনো সাপ মারিনা। এবং বাড়ির ভিতরে কাউকে মারতেও দেই না। ভুলক্রমে যদি কখনো সাপ মারি তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। এরকম অনেক নজির রয়েছে আশেপাশে। যাইহোক সাপ তো চলে গেল আস্তে আস্তে জঙ্গলের ভিতরে কিন্তু আমার মন থেকে সাপ যাচ্ছে না। বিছানায় শুলেও মনে হচ্ছে সাপ হাঁটার সময়ও মনে হচ্ছে সাপ বারান্দায় ঘুরলেও মনে হচ্ছে সাপ। রান্নাঘরে যেখানেই যাচ্ছি সেখানেই শুধু সাপেই দেখতে পাচ্ছি। কত বার যে ভয়ে চমকে উঠেছি তার কোন হিসেব নেই। ব্যাঙ দেখলেও মানে হচ্ছে সাপ ওই সাপটি শুধু আমার চোখের সামনে ভেসে উঠছে।সারাদিন শরীরটা শুধু ছমছম করেছে ভয়।
আসলে এখন বর্ষার দিনে এবং বৃষ্টির কারণে আশেপাশের গাছ-গাছালি জঙ্গলগুলো একদম ফুলেঁপে উঠেছে। অতিরিক্ত বৃষ্টি এবং জল আশেপাশে জমিয়ে থাকার কারণে পোকামাকড় সব দাঙ্গায় উঠে এসেছে। আর সে কারণেই মনে হচ্ছে ওই সাপটি পোকা মাকড় খেতে গাছের ডালের এসে বসেছিল। আমি শুধু ভাবছি কি বাচাটাই না বেঁচে গেলাম ভাগ্যিস লেজটা টেনে ধরার কারণে উল্টে কামড় বসিয়ে দেয়নি।
ছোবল বসিয়ে দিলে একদম হাতেই দিতো।আমার এখনো চোখে চোখে ভাসে শুধু ওই সাপটিকে। এখনো আমি স্বাভাবিক হতে পারছি না শুধু ভয়ই পাচ্ছি। রুমের ভিতরে ও ভয় লাগছে। যে দৃশ্য দেখেছি তাতে করে সময় লাগবে মনে হচ্ছে ভয় কাটাতে।
আসলে অনেক সময় যাকে বেশি ভয় করা হয় সেগুলো জিনিসেই সামনে চলে আসে। আমি কল্পনাও করতে পারিনি ওখানে গাছের ডালে এসে বসে থাকবে সাপটি।তবে ভেবেছিলাম সারা দেশে যেহেতু রাসেল ভাইপারের আনাগোনা এবং ফোন খুললেই নিউজ দেখতে পাচ্ছি তাই বাড়ির আশেপাশের জঙ্গল পরিষ্কার করায় বুদ্ধিমানের কাজ। আর সেজন্যই আমি ওই ডালগুলো কেটে দিতে গিয়ে এই বিপত্তিতে পড়েছিলাম। যাই হোক সৃষ্টিকর্তা নিজ হাতে রক্ষা করেছেন নইলে হাতে ছোবল বসিয়েও দিতে পারতো । কিংবা কোন বাচ্চাকাচ্চা যদি হাত দিতো ওখানে তাহলে তাদেরকে আচ্ছা বলব বসিয়ে দিতো হয় তো বা।আসলেই সৃষ্টি কর্তা মহান। সৃষ্টি কর্তা যা করেন ভালোর জন্যই করেন।
আজকের মতো এখানেই শেষ করছি সবাই সাবধানে থাকবে পরিবার-পরিজনকে সাবধানে রাখবেন। আজকের মত এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
টাটা।
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আসলে আপু সাপ বর্তমান সময়ের আতঙ্কের নাম। বর্তমানে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির জন্য সাপের উপদ্রব্য বেড়ে গেছে। হঠাৎ করে সাপ দেখেছিলেন বলে মনের কাছে ভয় লেগেছে আর এর জন্য আপনার এমন মনে হচ্ছে। তবে ক্ষতি না করলে সাপ না মারাটাই উচিত। কারন অনেক সময় নিজের ক্ষতি হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া বন্যা পরিস্থিতির জন্য সাপের উপদ্রব বেড়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সাপ না মেরে, সাপ কে তাড়িয়ে দেয়াই উত্তম। আসলে বর্তমান বর্ষার কারণে অনেক সাপ স্থল ভাগে জায়গা করে নিচ্ছে।তাই আমাদের কে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনি দেখছি সাপ টি কে অনেক ভয় পেয়েছিলেন, আর রাতের বেলা ঘুমানোর সময় ও ভয় পাচ্ছিলেন। এককথায় আপনি আতঙ্কে আছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক বলেছেন ভাইয়া আমি আতঙ্কেই আছি।ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সৃষ্টিকর্তা যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন। সত্যি আপনি আপনার লেখা পড়ে তো আমার ভয় লাগতেছে। তা হলে তো আপনার আরো খারাপ অবস্থা। একা একা থাকবেন না সবার সাথে গল্প করুন আর। কাজের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করুন। আশাকরি আপনার ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। আপনার জন্য শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো করেছেন তাহলে লাফিয়ে ওঠে চলে আসলেন। আপনি তো আপু অনেক বিপদের হাত থেকে বেঁচে গেলেন তাহলে। এখন বর্ষাকাল তাই সাপ দেখা যাবে। আর এভাবে আশেপাশে জঙ্গল না রাখাই ভালো। বেশ ভালো লাগলো বিষয়টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম আপু অনেক বড়ো বিপদ থেকে বেঁচে গেছি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমারই তো গা শিউরে উঠছিল আপনার ঘটনাটি পড়ে।একদম ঠিক বলেছেন সাপের ভয় যদি একবার মনে ঢোকে মনে হয় সব জায়গাতেই সাপ দেখতে পাই। সাবধানে থাকবেন আপু এরপর থেকে। কারণ বর্ষাকালে যেখানে সেখানেই সাপ দেখা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন বর্ষাকালে যেখানে সেখানে সাপ দেখতে পাওয়া যায়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit