ফুল আর্ট ❤️

in hive-129948 •  15 days ago 

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20241207_194443.jpg

আজ বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। ঠান্ডা দিনে ঠান্ডা হবে এটাই স্বাভাবিক ও প্রকৃতির নিয়ম।আজ সকাল দশটায় উঠেছি বিছানা থেকে।মা মেয়ের ঠান্ডা লেগেছে তাই ঔষধ আনতে গিয়েছিলাম। মেয়ের আগামী কাল থেকে পরিক্ষা তাই টেনশনে আছি যদি জ্বর চলে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ঠিক মতো পরিক্ষা দিতে পারবো না।

সাদুল্যাপুর গিয়েছিলাম কার্ড দিয়ে টাকা তুলেছি আর টাকা তুলতে হলে থানা শহরে যেতে হয়। প্রয়োজনীয় কিন্তু কেনাকাটা ছিলো তা সেরে বাড়িতে এসে স্নান করে খেয়ে রেষ্ট করতে করতে ভাবলাম আজকে একটা ফুলের আর্ট করি।

আর্ট করতে বেশ ভালোই লাগে আমার।আমার খুব ইচ্ছে ম্যান্ডেলা আর্ট করবো কিন্তুু সাহস হয়ে ওঠে না তবে মাঝে মাঝে চর্চা করি যেদিন পুরাপুরি ভাবে সুন্দর করতে পারবো অবশ্যই ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো।অনেকেই ম্যান্ডেলা আর্ট করে নিখুঁত ভাবে যা দেখে আমার খুব ভালো লাগে এবং করতে ইচ্ছে করে। কোন একদিন আমিও অবশ্যই পারবো।আজকে একটি সুন্দর ফুল আর্ট ও পেইন্টিং করলাম এবং পেইন্টিং পদ্ধতি আপনাদের সাথে ভাগ করে নিলাম। তো চলুন দেখা যাক ফুলের আর্ট পদ্ধতি কেমন।

প্রয়োজনীয় উপকরণ

জল রং
খাতা
পেন্সিল
কলম
রাবার
তুলি

InShot_20241207_185651275.jpg

প্রথম ধাপ

প্রথমে পেন্সিল ফুলের মাঝের একটি পাঁপড়ি আর্ট করেছি।এরপর একে একে সব গুলো ফুলের পাঁপড়ি আর্ট করেছি।

PhotoCollage_1733576482287.jpg

দ্বিতীয় ধাপ

এখন প্রথম ফুলটির পাতা আর্ট করে নিয়েছি।

IMG_20241207_190552.jpg

IMG_20241207_190537.jpg

তৃতীয় ধাপ

এখন দ্বিতীয় ফুলটি আর্ট করেছি।

IMG_20241207_191028.jpg

IMG_20241207_191011.jpg

চতুর্থ ধাপ

এখন তৃতীয় ফুলটি আর্ট করেছি।

IMG_20241207_191401.jpg

IMG_20241207_191421.jpg

IMG_20241207_191623.jpg

পঞ্চম ধাপ

এখন ফুল গাছের বাকি পাতা গুলো আর্ট করেছি।

IMG_20241207_191738.jpg

ষষ্ঠ ধাপ

এখন মাঝখানের ফুলটি জলরং দিয়ে লাল টুকটুকে কালার করেছি।

PhotoCollage_1733577592352.jpg

সপ্তম ধাপ

এখন দ্বিতীয় ফুলটি গোলাপি কালার করেছি।

PhotoCollage_1733577763714.jpg

অষ্টম ধাপ

এখন তৃতীয় ফুলটি হলুদ কালার করেছি ও ফুলের নিচের অংশটি একটু গোলাপি কালার করেছি হলুদের উপর দিয়ে।

PhotoCollage_1733578066406.jpg

নবম ধাপ

এখন ফুল গাছের পাতা সব গুলো সবুজ কালার করেছি ফুলের গাছের ডাল সবুজ কালার করেছি।

PhotoCollage_1733578246684.jpg

দশম

ফুলের ডাল ও পাতা কালার করেছি। ফুল গাছের নিচে ঘাস পেইন্ট করেছি।ফুল গাছের নিচের ঘাস পেইন্টের মধ্য দিয়ে পুরা ফুলের গাছটি আর্ট ও কালার করা সম্পূর্ণ হয়েছে।

IMG_20241207_193638.jpg

IMG_20241207_193658.jpg

IMG_20241207_193718.jpg

ফাইনাল লুক

IMG_20241207_194158.jpg

IMG_20241207_193718.jpg

IMG_20241207_194443.jpg

এই ছিলো আমার আজকের সুন্দর ফুল আর্ট পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীআর্ট
ডিভাইসOppoA95

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা সত্যি বলেছেন শীতের দিনের শীত লাগবে এটাই তো স্বাভাবিক। অনেক সুন্দর ফুলের দৃশ্য অঙ্কন করেছেন দিদি দেখতে চমৎকার লাগছে। ফুলের আর্ট সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Screenshot_2024-12-07-20-03-12-09_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-07-20-01-44-02_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-07-20-04-46-53_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2024-12-07-20-04-12-79_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-07-20-03-53-15_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

প্রথমেই আপনার মেয়ে জন্য শুভ কামনা রইল। এবার মনে হচ্ছে বেশ ভালো শীত পরবে। সুন্দর আর্ট করেছেন। এভাবে প্রতি সপ্তাহে একটি করে আর্ট পোস্ট করলে আরো ভালো করবেন ইনশাআল্লাহ। আপ

চেষ্টা করি প্রতি সপ্তাহে আর্ট পোস্ট করার।

দিন দিন ঠান্ডা অনেক বেশি হচ্ছে তাই নিয়ে আমিও খুবই চিন্তিত।কারণ ঠান্ডা মানেই অসুস্থতা বেশি হয়ে যায়।তোমাদের তো অনেক সমস্যা কিছু কিনতে বা জরুরি কোনো কাজে সবকিছুর জন্য অনেক দূর যেতে হয়।আর্ট পোস্ট গুলো দেখতে সবসময় অনেক ভালো লাগে।আজ তুমি অনেক সুন্দর একটি ফুলের আর্ট শেয়ার করেছো যা দেখে খুবই ভালো লাগলো।অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।

হ্যাঁ ঠান্ডা হলে কমবেশি সবাই অসুস্থ হয়।

আর্ট করতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর একটি ফুলের আর্ট করেছেন আপনি। আর্ট এর কালার কম্বিনেশন চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আর্ট করতে আপনারও ভালো লাগে জেনে ভালো লাগলো।

আপু আপনি অনেক সুন্দর করে ফুল এঁকেছেন। আর আঁকানোর ধাপ গুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ফুলের আর্ট দেখে খুশি হলাম। বেশি দারুণ হয়েছে আপনার আর্ট করা। অনেক সুন্দর ভাবে আর্টের কাজ সম্পন্ন করেছেন। ফুলগুলো অনেক সুন্দর ছিল। তিনটা তিন কালারের তাই বেশি সুন্দর এসেছে।

ঠিক বলেছেন আপু তিন কালারের ফুল গুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আপনার সা ফুলের দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন এই চিত্রের মাধ্যমে। আপনার চিত্র দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো । দৃশ্যটি আপনি এতো সুন্দরভাবে অঙ্কন করেছেন দেখে মুগ্ধ হলাম।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ইচ্ছে থাকলেই সব কিছু করা সম্ভব হয়। কোন কিছু প্রথমে কঠিন মনে হয়। কিন্তু যখন কাজ শুরু করা হয় তখন সবকিছুই সহজ হয়ে যায়। আপু আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো দেখে।

ঠিক বলেছেন আপু ইচ্ছে থাকলে উপায় হয় অবশ্যই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর করে আর্ট করতে পারেন আপনি। আমার কাছে অনেক সুন্দর লাগে এরকম আর্ট গুলো দেখতে। যার ভেতরে ধৈর্য নেই সে কখনোই সুন্দর আর্ট করতে পারেনা। আর এই জন্য ধৈর্য থাকাটা বেশি জরুরী। কারণ ধৈর্য ধরে আর্ট করলে একটু বেশি সুন্দর হয়। এরকম সুন্দর আর্ট গুলোর মাধ্যমে নিজের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ অনেক সুন্দর ভাবে ঘটে থাকে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য।

এটাই তো সব থেকে বড় সমস্যা আপু ঠান্ডার সময় আবার পরীক্ষা আর এরই মধ্যেই মেয়ের জ্বর চলে আসলো। ভালোভাবে ঔষধ খাওয়ার যেন সে পরীক্ষা ভালো ভাবে দিতে পারে। আপনার অংকন করা এই চিত্রটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। চিত্র অংকনের ক্ষেত্রে আপনি ফুলটি খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন।

ঔষধ খাওয়াচ্ছি ধন্যবাদ আমার অংকন ভালো লেগেছে জন্য।

আবহাওয়া পরিবর্তনের কারণে সবারই ঠান্ডা লাগছে আপু। আপনি অনেক সুন্দরভাবে ফুল আর্ট করেছেন আপু ।যেটি দেখতে অসাধারণ লাগছে ।এমন ধরনের রঙিন ফুল তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আজকে দেখছি আপনি আমাদের মাঝে ফুল আর্ট পোস্ট শেয়ার করেছেন, এবং খুব সুন্দর করে ধাপে ধাপে তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর এঁকেছেন তিন, তিন রঙ্গের তাই দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।

ধন্যবাদ আমার আর্ট টি আপনার ভালো লেগেছে জন্য।

বাহ আপনি তো জল রং দিয়ে খুব সুন্দর ফুলের আর্ট করেছেন। আপনার ফুলের আর্ট দেখে অনেক ভালো লাগলো। আর্ট এর মধ্যে দেখতেছি কি চমৎকার তিন কালারের তিনটি ফুল ফুটেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফুলের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার আর্ট টি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু।

অনেক বেলায় ঘুম থেকে উঠেছেন দেখছি। আজকে আমাদের এখানেও বেশ ঠান্ডা পড়েছে। চমৎকার লাগল আপনার ফুলের আর্টটা। বেশ সুন্দর আর্ট করেছেন। ধন্যবাদ আমাদের সাথে আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য। সবমিলিয়ে চমৎকার ছিল।

ঠান্ডা বেশ পড়েছে ভাইয়া।আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।

আপনি তো দেখছি খুব সুন্দর আর্ট জানেন। জল রং ব্যবহার করে অনেক সুন্দর একটি ফুল আর্ট করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ জল রং দিয়ে সুন্দর একটি ফুল আর্ট করে শেয়ার করার জন্য।

খুব ভালো আর্ট করতে পারি না তবে চেষ্টা করি ভালো করার জন্য। ধন্যবাদ।

আপু আপনি অনেক সময় নিয়ে যত্ন সহকারে জলরং এবং খাতার সমন্বয়ে অনেক সুন্দর একটি ফুলের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া আপনার ফুলের আর্ট এর কালার কম্বিনেশনটাও ছিল অনেক সুন্দর দেখার মত। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি ফুলের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাইয়া আমার আর্ট ভালো লেগেছে জন্য এবং সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

অনেক সুন্দর একটি আর্ট করে শেয়ার করেছেন আপু। আপনার আর্টটি দেখতে এ অনেক দূর্দান্ত হয়েছে। আমিও আর্ট করতে অনেক পছন্দ করি তবে আমি তেমন একটা আর্ট করতে পারিনা তারপরেও চেষ্টা করি। হয়তো চেষ্টা করতে করতে একদিন পেরে যাব সেই আশায় আছি তবে হাল ছাড়বো না। ধন্যবাদ সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

আমিও খুব ভালো পারি না আপু প্রথম প্রথম বেশ খারাপ আর্ট করতাম এখন ভালোই হয় মোটামুটি। আর্ট চর্চা করলে সুন্দর হয়।আপনি ভালো করবেন এবং করছেন ও।হাল ছারবেন না চালিয়ে যান শুভকামনা রইলো আপনার জন্য।

জি আপু আমি আপনার মত চেষ্টা করছি। আমিও সেটাই মনে করি এখন পারছি না তবে পরবর্তীতে পারবো না তার কোন মানে নেই। ধন্যবাদ আপনাকে।