আপু আমি হৃদয় এটা অনুভব করছি। আমার বাবার বয়স হয়েছিল ১০৫+। আমার মা ও বেচে আছেন। তারও বয়স হয়েছে। বাবার জন্য অনেক করেছি। কিন্তু মায়ের প্রতি বেশি গুরুত্ব দিতে গিয়ে বাবার জন্য মনে হয় কিছুটা কম করা হয়েছে মনে হয়। তাই কষ্ট টা একটু বেশি লাগছে। সবাই মিলে আমার বাবার জন্য দোয়া কেরন।
আপনার প্রয়াত বাবাকেও আল্লাহ পাক স্বর্গ দান করুন সেই দোয়া করি।
ভালো থাকবেন। শুভকামনা রইল।