শীতের ফুল গাছ কিনতে নার্সারিতে একদিন।( ১০%আমার প্রিয় শাই ফক্স এর জন্য।)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম ।আমার বাংলা ব্লগের বন্ধুরা।সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।করোনার এই সময় সবাই সুস্থ এবং সুরক্ষিত আছেন। আমিও ভাল আছি ।আলহামদুলিল্লাহ।

এখন শীতের সময় নার্সারিতে প্রচুর পরিমাণে ফুলের গাছ পাওয়া যায়। বিভিন্ন রকম ফুলের গাছে নার্সারি গুলো ভরে আছে। প্রতিটি ফুলের গাছ দেখলে প্রাণটা জুড়িয়ে যায়।দেখলে মনে হয় সবগুলো ফুলের গাছ নিয়ে আসি বাসায়। সেদিন গিয়েছিলাম আমি নার্সারিতে ফুলের গাছের সন্ধানে। সেই অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি।

IMG_20220207_111213.jpg

IMG_20220207_111210.jpg

IMG_20220207_110701.jpg

IMG_20220207_110657.jpg

শীতের ফুল গাছের কথা মনে হলে আমার প্রথমে মনে আসে গাঁদা ফুল গাছের কথা। শীতের সময় এই ফুলটা সব জায়গায় প্রচুর পরিমাণে দেখা যায় এবং দেখতে ভীষণ ভালো লাগে। গাঁদা ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে ।কোনটা হালকা হলুদ আবার কোনটা গারো হলুদ রঙের হয়ে থাকে ।আবার খয়রি রঙের গাঁদা দেখা যেটা রক্তগাদা নামে পরিচিত। গাঁদা ফুল গাছ কিনতে চাইলে আপনি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে কিনতে পারবেন ।

IMG_20220207_111044.jpg

IMG_20220207_111038.jpg

IMG_20220207_110512.jpg

IMG_20220207_110509.jpg

এখন শীতের সময় নার্সারিতে পিটুনিয়া ফুল গাছটি প্রচুর পরিমাণে দেখা যায়। এই গাছটি খুব সম্প্রতি দেখা যাচ্ছে আগে। এত বেশি দেখা যেত না ।কিন্ত এখন সব নার্সারিতে প্রচুর পরিমাণে দেখা যায় এবং বিভিন্ন রঙের হয়ে থাকে ।কোনটা গোলাপি, সাদা ,লাল দেখতে ভীষণ ভালো লাগে। আর দামটাও একদম হাতের নাগালে পিটুনিয়া গাছের দাম পড়বে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে।

IMG_20220207_111305.jpg

IMG_20220207_111119.jpg

IMG_20220207_111058.jpg

এই গাছটির নাম হচ্ছে পিঞ্জির। গাছটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ফুলগুলি দেখতে অনেকটা নয়নতারা ফুলের মত।নার্সারি থেকে জানতে পারলাম এই গাছটি একটু যত্নের সঙ্গে লাগাতে হয়। এজন্য ওদের টব সহ সেট করা আছে। প্রতিটা ফুলের রঙ্ ভীষণ সুন্দর। সাদা রঙের ফুলটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রতিটি গাছের দাম পড়বে ১৫০ টাকার মধ্যে।

IMG_20220207_110539.jpg

IMG_20220207_110532.jpg

এই গাছটি দেখে মনে হতে পারে এটি একটি ফুলের গাছ ।আসলে এটি একটি পাতাবাহার গাছের গাছ।পাতার রং এরকম মেজেন্টা। প্রথমে পাতার রং এরকম মেজেন্টা থাকে ।কিছুদিন পরে এটা সবুজ হয়ে যায় ।এ গাছটি কিনতে চাইলে আপনার বাজেট রাখতে হবে ২০০ টাকার মধ্যে ।

আজকের মতো এখানেই শেষ করছি ।সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য ।পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

ছবি তোলার জন্য ব্যবহৃত ক্যামেরাহুয়াই y9
ফটোগ্রাফার।@sharmin86
লোকেশন
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ফুলগাছ কিনতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফিগুলো দেখে মন জুড়িয়ে গেলো। আসলে ফুলের ফটোগ্রাফি দেখলেই তার পোস্ট ভিজিট করি। ফুল আমার অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

শীতের সময় ফুলের নাম শুনলে আমার কাছে খুব ভালো লাগে। আমি মাঝেমধ্যে এরকম নার্সারিতে যাই। আপু আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য সবসময় শুভকামনা রইল আপু।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

নার্সারিতে ফোটা অসংখ্য ফুলের মেলা ও মনমুগ্ধকর পরিবেশ দেখে সবারই মন প্রফুল্ল হয়ে ওঠে। তাই আপনার তোলা ফুলের ছবি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। লাল, নীল, বেগুনী, গোলাপি, সাদা অসংখ্য রঙের ফুলের সমারোহ সত্যি খুবই চমৎকার। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

নার্সারিতে আমি প্রায়ই ঘুরতে যাই কারণ সেখানে গেলে বিভিন্ন রকমের ফুল ফলের গাছ দেখা যায়।যেগুলো দেখে অনেক ভালো লাগে। অনেক সময় পছন্দ হলে ফুলের চারা কিনে নিয়ে আসি। আপনার পোস্টটি অসাধারণ হয়েছে। শুভকামনা আপনার জন্য

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

নার্সারিতে যেতে আমারও ভীষণ ভালো লাগে। কারণ ওইখানে নানান ধরনের গাছ দেখতে পাওয়া যায়। তাছাড়া ফুলের গাছ দেখতে পাওয়া যায় বেশি। বিভিন্ন ধরনের ফুল এবং গাছ দেখতে অসাধারণ লাগে। আর ঘুরতে তো আরো বেশি ভালো লাগে। আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। তাছাড়া নার্সারি সম্পর্কে আমাদেরকে অনেক কিছুই বলেছেন। আমাদের মাঝে এরকম একটা মুহুর্ত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ফুল গাছ কিনতে নার্সারিতে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন দেখছি অসাধারণ সব ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রতিটি ফুলে অনেক সুন্দর লাগছে কিন্তু আমি ফুলের নাম তেমন একটা জানিনা সুন্দর আলোচনা করেছেন ফুল গাছ কিনতে নার্সারিতে শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

শহরে সাধারণত ফুল দেখতে পাই না, কিন্তু যদি নার্সারিতে যাওয়া হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই। আপনি নার্সারিতে ভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। আসলে প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগছে । অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

গাছ কিনতে গিয়ে সুন্দর করে কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। খুব ভালো লাগলো। সুন্দর করে সব কিছুর বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।