আমাদের ছাদের ফুল গাছের ফটোগ্রাফি@ shy - fox ১০% বেনিফিসিয়ারী।

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম ।আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ

আমাদের একটি সুন্দর ছাদ বাগান রয়েছে।এখন শীতের সময় বিভিন্ন রকম ফুল ফোটে। বাগানে অনেকগুলি চন্দ্রমল্লিকা ফুলের গাছ রয়েছে। এছাড়া অন্যান্য ফুলের কাছে রয়েছে ।ছাদের চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে সবচেয়ে বেশি ।প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। যদি কখনো মন খারাপ থাকে ছাদের গাছগুলোর দিকে দেখা যায় মনটা ভালো হয়ে গিয়েছে । আজ আমাদের ছাদে ফুল গাছের কিছু ফটোগ্রাফি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি।আশাকরি আপনাদের ভাল লাগবে

WhatsApp Image 2021-12-25 at 8.55.17 PM.jpeg

এটি চন্দ্রমল্লিকা ফুল গাছের ছবি। এই গাছ প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই গাছটিতে প্রায় চল্লিশটি ফুল ফুটেছে। এছাড়া আরো অনেক নতুন কুঁড়ি এসেছে ।ফুলের ভারে গাছটি কিছুটা হেলে পড়েছে পড়েছে ।

WhatsApp Image 2021-12-25 at 8.57.13 PM.jpeg

একটু দেখতে পাচ্ছেন ফুলের উপর সকালের শিশির পড়েছে। দেখতে ভীষণ ভালো লাগছে ।

WhatsApp Image 2021-12-25 at 9.28.12 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-25 at 8.55.15 PM.jpeg

WhatsApp Image 2021-12-25 at 9.18.06 PM.jpeg

WhatsApp Image 2021-12-25 at 8.57.14 PM (1).jpeg

চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে ।কিন্তু আমাদের বাসার চন্দ্রমল্লিকা সবগুলোই গোলাপি। কিছুটা হালকা গোলাপি আবার কিছু গারো গোলাপি রঙের ।

WhatsApp Image 2021-12-25 at 8.55.15 PM (2).jpeg

WhatsApp Image 2021-12-25 at 8.55.15 PM (1).jpeg

একটি গোলাপ ফুল গাছের ছবি ।গোলাপ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর গাছের গোলাপ ফুল গুলো রং লাল এবং ফুলের আকার বেশ বড়।

WhatsApp Image 2021-12-25 at 8.55.11 PM.jpeg

নয়ন তারা ফুল গাছের ছবি ।এই গাছটিতে প্রায় সারা বছরই ফুল ফোটে। শীতের সময় ফোটে এমন কি গরমের সময় ফোটে।

WhatsApp Image 2021-12-25 at 8.55.11 PM (1).jpeg

নীল অপরাজিতা ফুল গাছের ছবি।এই ফুলের রং আমার ভীষণ পছন্দ। দেখতে দেখতে পাচ্ছেন এখনো গাছে কিছু ফুল ফুটে আছে।

এটাই ছিল আমার আজকের ছাদের ফুল গাছের ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে পোস্ট টি দেখার জন্য ।সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ

ছবি তোলার জন্য ব্যবহৃত ক্যামেরাওয়ানপ্লাস 8
লোকেশনhttps://w3w.co/spouting.noise.enjoy
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ছবিগুলো অনেক চমৎকার হয়েছে কিন্তু ছবির লোকেশন এবং ছবি কোন ডিভাইস থেকে তুলেছেন সেটি উল্লেখ করেননি। আশা করি পরবর্তীতে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন।

ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। লোকেশন এবং ছবি তোলার ডিজাইন অ্যাড করে দিয়েছি।

ফুল এবং ফুল গাছ আমাদের সবার ভীষণ প্রিয়।আর আমরা সবাই চাই আমাদের বাড়ির ফাঁকা জায়গায় অথবা ছাদে ফুলের গাছ লাগিয়ে বাড়ীর সৌন্দর্য বৃদ্ধি করতে। আপনার ছাদের ফুল গাছ দেখে মনটা ভাল হয়ে গেল। ছবিগুলো দারুন তুলেছেন।

ধন্যবাদ আপু পোস্ট টি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য।

সত্যিই আপনার ফুল গাছের ফটোগ্রাফি গুলো এক কথায় অসাধারণ হয়েছেন। কারণ ফুল সবারই খুবই পছন্দের। তেমনি আমারও অনেক পছন্দের নানা ধরনের ফুল গাছ। আমাদের বাড়ির সামনে ও কিছু কিছু ফুলগাছ আমি লাগিয়েছি। কারণ ফুলগাছ আমার খুবই ভালো লাগে। তেমনি আপনাদের ছাদের ফুল গাছগুলো অসাধারণ লেগেছে আমার কাছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

ধন্যবাদ আপু

আপনার ছাদ বাগানে তো দারুণ ফুল ফুটেছে।দেখে সত্যিই আমার ও খুব ভালো লাগে।ঠিক বলেছেন এইরকম বাগানে খারাপ মন ও ভালো হয়ে যাবে দ্রুত।মনমুগ্ধকর ফটোগ্রাফিগুলি।ধন্যবাদ আপু।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

ফুলগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগছে আপু। খুবই চমৎকার ভাবে আপনি ফুলের ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে গোলাপটি তো একেবারেই রক্ত চন্দ্রিমার মতন লাগছে। এত সুন্দর ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা ও শুভকামনা রইল।

খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আপু। সবগুলো ফুলই বেশ চমৎকার দেখাচ্ছে। বেশ দক্ষতার সাথে ফুলের ছবি গুলো তুলেছেন আপনি। আপনার সুন্দর বাগান টির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাদের বাসার ছাদটি তো অনেক সুন্দর আপু। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে আপনারা অনেক সৌখিন মানুষ। ফুলগুলোর ফটোগ্রাফি অনেক সুন্দর করেছেন। ধন্যবাদ আপনাকে।

  ·  3 years ago (edited)

অও,বেশ অনেক ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা ফুল গাছে।দেখতে খুবই মনমুগ্ধকর লাগছে।
দারুণ ফটোগ্রাফি করেছেন আপু।ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপনাকে।