ক্যানভাস পেইন্টিং

in hive-129948 •  last year 
** আসসালামু আলাইকুম **

হ্যালো আমার বাংলা ব্লগ। সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে আঁকা আরও একটি ছবি🖼️। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজও তার ব্যতিক্রম নয়।আশা করি ভালো লাগবে আপনাদের।

আজ আমি আপনাদের সামনে ক্যানভাস পেইন্টিং শেয়ার করবো। তবে মজার ব্যাপার হলো আমার ক্যানভাস ছিলো না। আমি ক্যানভাস ছাড়াই পেইন্টিং টি সম্পূর্ণ করেছি। আমি কিভাবে পেইন্টিংটি করেছি তা আপনাদের সামনে উপস্থাপন করবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই।

পেইন্টিং টি করতে যা যা ব্যবহার করেছি তা নিচে দেওয়া হলো।

ছবি আঁকার মূল উপকরণ :
১.একটি ফ্রেম যুক্ত শক্ত কাগজ
২.জল রং
৩.রং করার জন্য তুলি

** প্রথম ধাপ **

প্রথমে আমি একটি পুরাতন বক্স নিয়েছি।এরপর বক্স টি খুলে ফেলেছি।যেখান থেকে ক্যানভাসের মতো একটি অংশ পেয়েছি। যদিও বা এটি ক্যানভাস নয়। কিন্তু এর ব্যবহার আমি ক্যানভাসের মতোই করেছি।

** দ্বিতীয় ধাপ **

এরপর আমি ক্যানভাসটির উপরে হলুদ গেরুয়া রং দিয়ে সম্পূর্ণ অংশটি রং করে নিয়েছি। ছবিতে যেমনটি দেখছেন।

** তৃতীয় ধাপ **

এ পর্যায়ে আমি যেটি আঁকবো সেটির একটি নমুনা চিত্রকে নিয়েছি সাদা রং দিয়ে।

** চতুর্থ ধাপ **

এরপর আমি নেভি ব্লু রং দিয়ে নমুনা চিত্রের চারিদিক দিয়ে রং করে নিয়েছি। ছবিতে যেমনটি দেখছেন।

** পঞ্চম ধাপ **

এরপর আকাশী কালারের রংটি দিয়ে একই ভাবে কালার করে নিয়েছি।

** ষষ্ঠ ধাপ **

এরপর আমি আগুনের গোলার মত অংশটি কালার করে নিয়েছি।

** সপ্তম ধাপ **

এরপর সাদা রংয়ের গোল করা অংশগুলোতে আমি হলুদ রং দিয়ে রং করেছি, এবং আগুনের গোলার উপরে হলুদ রঙ দিয়ে পুনরায় রং করেছি।আগুনের গোলার সাইডে হলুদ রং দিয়ে আমি রং করে নিয়েছি।

** অষ্টম ধাপ **

এরপর লাল রং দিয়ে হলুদ রঙের উপর লাল রং করেছি। আগুনের গোলাটিতে ও লাল রং দিয়ে বর্ডার দিয়েছি। আগুনের গোলার সাইডে লাল রং ও নীল রং দিয়ে ডিটেলস এড করেছি।

** নবম ধাপ **

এ পর্যায়ে উপরের দিকে সাদা অংশটিতে হলুদ কালার আবছা করে দিয়েছি, ছবিটি আরো সুন্দর ফুটে উঠেছে এরই মাধ্যমে আমার ছবিটি আঁকা সম্পূর্ণ হয়ে যায়।

তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার আর্ট টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:নিজ হাতে আঁকা ছবি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জাস্ট তাকিয়ে থাকার মত একটা ক্যানভাস, মনোমুগ্ধকর একটা ক্যানভাস তৈরি করেছেন। এটি অসম্ভব রকম সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে।

ধন্যবাদ আপনাকে। আামার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

শ্যামা তোমার করা ক্যানভাস পেইন্টিং দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।আমি বরাবরই জানি তোমার আর্টের হাত অনেক ভালো।তারই নিদর্শন স্বরূপ আজকের এই পেইন্টিংটি।এত চমৎকার একটি পেইন্টিং আমাদেরকে উপহার দেয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ♥♥

ধন্যবাদ আন্টি।দোয়া করিও আমার জন্য, আগামীতে যেন আরও ভালো কিছু উপস্থাপন করতে পারি তোমাদের সামনে।

Posted using SteemPro Mobile