লেভেল চার হতে আমার অর্জন by @shayama

in hive-129948 •  10 months ago  (edited)
** আসসালামু আলাইকুম **

হ্যালো আমার বাংলা ব্লগ।আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি লেভেল চার এর লিখিত পরীক্ষা দিব। ইতিমধ্যেই আমি আমার লেভেল চার এর ভাইবা পরীক্ষা সম্পূর্ণ করেছি। আজ আমি লেভেল চার হতে যা অর্জন করেছি তা আপনাদের সামনে উপস্থাপন করব। লেভেল চার এর লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই।

p2p কী?

👉 P2P transfer এর পূর্ণরূপ হল person to person transfer. এক নজরে Steemit wallet থেকে অন্য আরেকজনের Steemit Wallet এ SBD কিংবা TRX transfer করার প্রক্রিয়াকে P2P transfer বলে।

২.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্টে 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

👉ধাপ -১: P2P এর মাধ্যমে SBD সেন্ড করবার জন্য প্রথমেই আমি আপনার Steemit account এ গিয়ে Wallet এ লগইন কেরছি।

ধাপ -২: এরপর Wallet এ গিয়ে Steem Dollars লেখার নিচে থাকা ডাউন এরোতে ক্লিক করেছি। ক্লিক করার পর কিছু অপশন এসেছে সেখান থেকে Transfer লেখাটিতে ক্লিক করেছি।

ধাপ-৩: Transfer এ ক্লিক করার পর transfer to account নামে পেজ আসবে। সেখানে To তে যে একাউন্ট এ SBD সেন্ড করব অর্থাৎ level4test এড্রেসটি বসিয়েছি। Amount এর ঘরে কি পরিমান এস বি ডি সেন্ড করবো তা বসিয়েছি। এরপর মেমোতে এসবিডি পাঠানোর কারণটি লিখে নেক্সট এ ক্লিক করেছি।

ধাপ-৪: এরপর confirm transfer এ সবকিছু ঠিক আছে কিনা তা দেখে নিয়ে ওকে তে ক্লিক করেছি।

ধাপ-৫: এরপর key এর ঘরে active key বসিয়ে sign in করার পরই আমরা এসবিডি পাঠানোর প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

৩. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @ level4test অ্যাকাউন্ট এ 0.001 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

👉 P2P এর মাধ্যমে সেন্ড করার জন্য আবারো প্রথমে ওয়ালেটে গিয়েছি। এরপর TRX এর নিচের ডাউন এরো থেকে Transfer এ ক্লিক করেছি। এরপর To তে level4test লিখেছি amount এ 0.001 বসিয়ে নেক্সটে ক্লিক করেছি (যেহেতু এক্ষেত্রে মেমোতে কিছু না বসালেও চলে)। এরপর confirm transfer এ সবকিছু দেখে নিয়ে ok তে ক্লিক করেছি। এরপর tron private key বসিয়ে transfer করেছি।

৪. International Maeket এ 0.1 SBD কে Steem এ Convert করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

👉 প্রথমে ওয়ালেটে গিয়ে উপরের দিকে ডান দিকের কর্নারে থাকা তিনটি বার চিহ্নে ক্লিক করেছি। এরপর অনেকগুলো মেনু আসবে সেখান থেকে currency market এ ক্লিক করেছি। এরপর Buy Steem এর নিচে Lowest ask এর ওপরে available sbd তে ক্লিক করেছি। সবশেষে Buy Steem এ ক্লিক করে active key দিয়ে ওকে করেছি।

৫. Poloniex Exchange site এ একটি Account Create করুন।

👉Poloneix এ account create করার জন্য প্রথমেই ক্রোমে গিয়ে poloneix.com লিখে সার্চ দিয়েছি। এরপর poloneix site এ গিয়ে create account এর জায়গায় email address এর ঘরে আমার email address বসিয়েছি এবং password এর ঘরে একটি password বসিয়েছি। এরপর create account এ ঠিক করার পর আমার ইমেইলে আসা ভেরিফিকেশন কোড বসিয়েছি account ভেরিফাইড করেছি। এভাবেই আমি আমার poloneix account creat করেছি।

৬.আপনার, Steemit অ্যাকাউন্ট হতে Poloneix exchange site এ Steem Transfer করুন।

👉
Steem transfer এর জন্য প্রথমেই আমার Steemit account এর ওয়ালেটে গিয়েছে। এরপর Steem লেখার নিচের ডাউন এরো থেকে Transfer সিলেক্ট করেছি। এরপর বাইনান্সে আমার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেছি। লগইন করার পর deposit এ ক্লিক করেছি। এরপর Steem লিখে সার্চ দেওয়ার পর আসা Steem/USDT pair সিলেক্ট করেছি। এরপর Steem Network সিলেক্ট করেছি। এরপর এড্রেস ও মেমো কপি করে নিয়েছি আমার ওয়ালেটের To ও memo তে বসিয়ে next এ ক্লিক করেছি। confirm এ সবকিছু ঠিক আছে কিনা তা দেখে নিয়ে ওকেতে ক্লিক করেছি।

৭. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloneix Exchange site এ TRX Transfer করুন।

👉

TRX transfer এর জন্য প্রথমেই Binance এ গিয়ে আমার ইমেল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেছি। ডিপোজিট এ গিয়ে TRX এ সার্চ দিলে আসা TRX/USDT pair সিলেক্ট করে deposit trx ক্লিক করেছি। এরপর TRC20 সিলেক্ট করেছি। তারপর আসা এড্রেস কপি করে নিয়েছি। এরপর আমার ওয়ালেটে গিয়ে TRX এর নিচের ডাউন এরো থেকে transfer সিলেট করে switch to tron account এ ক্লিক করেছি। তারপর To তে আগে থেকে কপি করা রাখা এড্রেস বসিয়েছি। এরপর সবকিছু পুনরায় দেখে নিয়ে ওকে তে ক্লিক করেছি। তারপর আমার trone private key বসিয়ে transfer সম্পন্ন করেছি।

আমার বাংলা ব্লক কমিউনিটিতে লেভেল চার থেকে আমি উক্ত বিষয়গুলো অর্জন করেছি।@rupok ভাইয়া আমাদের এই বিষয় গুলো খুব ভালো ভাবে বুঝিয়ে দিয়েছে।ধন্যবাদ @rupok ভাইয়াকে। আমার লেখা বা উত্তরে যদি কোন ভূল ভ্রান্তি থাকে তাহলে তা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই শেষ করছি। আমার জন্য সকলেই দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: লেভেল চার হতে আমার অর্জন

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেভেল চার থেকে আপনার অর্জন গুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। আমি আশা করি আপনার শেখার বিষয়গুলো ভালোভাবে মনে রাখবেন এবং পরবর্তীতে আপনি অত্যন্ত কৃতিত্বের সাথে লেভেল ফাইভ এর মৌখিক পরীক্ষায় পাশ করে একজন ভেরিফাইড মেম্বার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

ছোটো খাটো কিছু ভুল ছাড়া বাকি সব ঠিক আছে । ট্রান্সফার এর সময় পেয়ার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই । ধন্যবাদ আপনাকে ।

ধন্যবাদ আপনাকে ভূলটি ধরিয়ে দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile