[গল্প-আড়ালে কে?](পর্ব - ২)

in hive-129948 •  2 years ago 

আড়ালে কে?

silhouette-3777403_1280.jpg
Source

সম্পুর্ন কাল্পনিক গল্প


আড়ালে কে?

পর্ব ২

সবাই যখন ঘুমাচ্ছে,তাহলে আমাকে কে ডাকলো??তাহলে কি আবার সেই মহিলাটা???যদি তাই হয়ে থাকে তাহলে তো আমি বিপদের মুখে দাড়িয়ে আছি প্রচন্ড ভয় করছে।আমি শুধু দরজার দিকে তাকিয়ে আছি।কারণ শুরুটা দরজা থেকেই হয়েছিল হঠাৎ দরজাটা আস্তে করে খুলে গেলো।আমি জানি এরপর কি হতে চলেছে!কিন্তু অনেক্ষন হয়ে গেলো কোন কিছুই হলো না।হঠাৎ দরজাটা আবার বন্ধ হয়ে গেলো
কিন্তু এমনটা কেন হলো??আজকে কি কিছু করবে না???আবার শুয়ে পড়লাম পাশে তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার বোন সেখানে নেই।আমি পুরো রুমে খুজলাম কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না
খুব ভয় করছে।তাহলে কি সে আমার বোনকে নিয়ে গেলো???কিন্তু তাকে কেন নিয়ে গেলো?আমি সেই অসুস্থ শরীর নিয়েই বাসায় চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম আমার রুমের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে,মনে হচ্ছে কেউ কিছু খুজতে এসেছিলো আংটিটার কথা মনে পড়তেই ড্রয়ার খুলে দেখি সেটা নেই,কিন্তু কালকে রাতে ঘুমানোর আহে তো এইখানেই রেখেছিলাম তাহলে কোথায় গেলো??কোথাও আমার বোন সেটি নেয়নি তো??আংটি পরে খোজা যাবে আগে আমার বোনকে খুজতে হবে।আমার ধারণা যদি ঠিক হয় তাহলে সে আমার বোন তিথিকে সেই কবরস্থানেই নিয়ে গেছে।যেখানে আমাকে নিয়ে গিয়েছিলো।তাড়াতাড়ি বাইক বের করে কবরস্থানের পথে রওনা দিলাম।পুরো শরীরে ব্যথা করছে
তবুও তিথির জন্য এই ব্যথা কিছুই না,না জানি আমার বোনটা কি অবস্থায় আছে?কিছুক্ষনের মধ্যেই কবরস্থানে চলে গেলাম।চারদিকটা একেবারে কালো ঘুটঘুটে অন্ধকার।এমনটা থাকবে তা তো জানতামই তাই টর্চ সাথে নিয়ে এসেছি।কবস্থানে ঢুকেই সেই কবরটাকে খুজতে শুরু করি।একসময় সেই কবরের কাছে চলে গেলাম কিন্তু সেখানে সবই একেবারে শান্ত।
এখানে তো তিথি নেই তাহলে তিথিকে কোথাই নিয়ে গেলো???এখানে থাকা ঠিক হবে না।তাই সেখান থেকে চলে আসলাম।বাইক স্টার্ট করার সময় হেডলাইটের আলো কবরস্থানের অন্য একপাশে গিয়ে পড়লো সেখানে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলামকারণ।আমি যে পাশে ছিলাম সেই পাশে না কবরটা তার অন্য পাশে যেখানে হেডলাইটের আলো পড়েছে।আর সেখানে কবরটাতে একটা মাথাও দেখা যাচ্ছে।বাইক ফেলে দিয়ে দৌড়ে সেখানে গেলাম।ওইখানে গিয়ে দেখি যে সেখানে তেমন কিছুই নেই আগেরবার এসে যা দেখেছিলাম তাই আছে।তাই আবারো চলো আসলাম
বাইক উঠাতে গিয়ে আবার যখন সেখানে লাইটের আলো পড়লো। আমি হতবাক হয়ে গেলাম কারণ আবারো ভুল পাশেই গিয়েছিলাম।আমি বুঝতে পারছিলাম যে আমাকে বারবার ভুল পথ দেখানো হচ্ছে।ভয়ে আমার গা শিউরে উঠছিল কিন্তু আমি আমার বোনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি।তার বিপদে কোন ভয়ই আমাকে আটকাতে পারবে না।আমাকে যখন বারবার ভুল পথ দেখানো হচ্ছে তখন আমি আর দেখবোই না।চোখ বন্ধ করে কবরের দিকে দৌড়াতে শুরু করলাম আশ্চর্যের বিষয় হলো আমার মনে হচ্ছিল আমি একটা সমান্তরাল মাঠে দৌড়াচ্ছি।একসময় তিথির কান্নার আওয়াজ শুনে আমি চোখ খুলে ফেলি।চোখ খুলে যা দেখলাম তাতে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল।
আমার আদরের বোনটি এভাবে কষ্ট পাচ্ছে।আমি তাড়াতাড়ি তিথিকে কবর থেকে টেনে তুললাম তারপর কোলে করে নিয়ে গিয়ে কোনরকমে বাইকে বসিয়ে হাসপাতাল পর্যন্ত গেলাম।তারপর ডাক্তারকে ডেকে ওকেও ভর্তি করলাম তারপর ডাক্তার ও নার্সরা ওর ড্রেসিং শুরু করলো। বাবা মা ও চলে এসেছে।বারবার জিজ্ঞাসা করছিল কিভাবে হলো??? কিন্তু আমি কিছু না বলেই বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম গন্তব্য সেই কবরস্থান।তখন আমার ধৈযের বাধ ভেঙ্গে গেছে প্রচন্ড রাগ উঠছে।যে বোনকে আমি কোনদিন ব্যথা পেতে দেয়নি সেই বোন আজ আমার সামনে কষ্ট পাচ্ছেশুধু ওই মহিলাটার জন্য???আজ তার কিছু একটা করতেই হবে।কবস্থানে পৌছে সেই কবরটার কাছে গিয়ে দেখলাম কবরটা খুবই শান্ত হয়ে আছে এটা কোন কবর কিনা তাতেও সন্দেহ হয়।মনে হয় একটা পুরনো গর্ত।আমি সেখানে গিয়ে সেই মহিলাকে ডাকতে শুরু করি।কিন্তু পাল্টা কোন আওয়াজ আসে না মনে হচ্ছে এটা একটা সাধারণ কবর।এর থেকে কোন জবাব আসবে না।আমি বারবার ডাকতেছিলাম হঠাৎ চারপাশটা কেমন থমথমে হয়ে গেলো। একেবারে নিরব পরিবেশ।আমার হাতে থাকা টর্চটাও অফ হয়ে গেলো।কিছুতেই অন করা যাচ্ছে না।তাই ফেলে দিলাম।এবার আর ভয় করছিলো না মন বলছিলো তাকে আসতে দাও।হঠাৎ আমার পেছনে কোন একটা আলো জ্বলে উঠলো।আমি ভেবেছিলাম হয়তো টর্চটা ঠিক হয়ে গেছে।কিন্তু পেছনে তাকাতেই আমি থমকে গেলাম।সেখানে কালো কাপড় পড়া একটা লোক দাড়িয়ে আছে....

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  2 years ago (edited)

আপনি খুবই ভয়ংকর গল্প শেয়ার করেছেন।প্রথম পর্ব পড়া হয়নি কিন্তু এই পর্ব পড়ে খুব ভালো লাগলো।আমি দিনের বেলায় এই ধরনের গল্প পড়েতে পারি কিন্তু রাতে পড়লে খুব ভয় করে। ভূতুড়ে গল্প রাতের বেলা এক একা পড়লে মনে হয় যেন আমার পিছনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

আপনি একজন ভেরিফাইড মেম্বার। আপনাকে অনেকবার শেখানো হয়েছে যে কমিউনিটিতে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। সবাইকে স্পষ্টভাবে ক্লাসে বলেও দেয়া হয়েছে যে এই কমিউনিটি Plagiarism মুক্ত কমিউনিটি। আপনাকে ব্যান করা হচ্ছে। আপনি আপিলে কথা বলুন।

Source: https://www.facebook.com/people/Our-social/100064789540490/

12121212.PNG