আসসালামু আলাইকুম!আশা করি "আমার বাংলা ব্লগ" পরিবারের সবাই মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ! মহান সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি।আজ আমি আপনাদের সাথে চেয়ারের প্রতি মানুষের অদ্ভুত আকর্ষণ রয়েছে,সে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
চেয়ার একটি অদ্ভুত যন্ত্র। চেয়ার চেনেনা এমন ব্যক্তি পৃথিবীতে পাওয়া দুষ্কর। চেয়ার এমন একটি আবিষ্কার,যা সকলের নিকট পছন্দনীয়, গ্রহণীয় এবং লোভনীয়। চেয়ার ভালোবাসেনা এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবেনা।
বন্ধুগণ!
চেয়ার এমন একটি আবিষ্কার,যা প্রতিটি পরিবারের জন্য প্রয়োজন পড়ে।যে পরিবারে চেয়ার আছে,সে পরিবারে একজন মেহমান হলে তাঁকে সম্মান সূচক চেয়ার দেওয়া হয়।
পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্য যে কিনা মাত্র দাঁড়ানো শিখছে,সেও দাঁড়ানোর কাজে চেয়ার ব্যবহার করে। মানুষের বয়স বাড়ার সাথে চাহিদারও পরিবর্তন ঘটে,তার সাথে বাড়তে থাকে চেয়ারের প্রতি আকর্ষণ।
আজকাল এমন হয়েছে সকলেই সামনের চেয়ারটা দখল করতে চায়।সকলেরই কামনা বাসনা আমাকে সামনের চেয়ারটাতে বসতে হবে।
ইদানিং অনেক অনুষ্ঠানেই দেখি চেয়ার খালি থাকলেও কেউ বসতে চায়না।কারণ যে চেয়ার খালি আছে তার ব্যক্তিত্বের সাথে যায়না।তাইতো সে এদিক সেদিক ছোটাছুটি করে।
অনেকেই অনুষ্ঠানে উপস্থিত হয়না, চেয়ার পাবেনা বলে।
এবিষয়ে রাসূল সাঃ এর একটি বাণী:-রাসূল সাঃ বলেছেন,কোন ব্যক্তির উপর জনগণের পক্ষ থেকে দায়িত্ব দিলে তাঁর জন্য দায়িত্ব পালন করা আল্লাহর পক্ষ থেকে সহজ করা হয়।
আর যদি কোন ব্যক্তি দায়িত্ব চেয়ে নেয়, তাহলে তার জন্য দায়িত্ব পালন করা কঠিন করে দেওয়া হয়।
পরামর্শ:-
উপরোক্ত হাদিসের আলোকে দায়িত্ব পালন করার জন্য হুমড়ি খেয়ে না পড়ে বরং নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।