সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারে প্রয়োজন সচেতনতা বিশেষ করে নারীদের অধিকতর সচেতন হওয়া এখন সময়ের দাবি।
আমরা জানি যে, বাংলাদেশে অধিকাংশ মানুষ এখন মোবাইল ব্যবহার করে। তাদের মধ্যে যাদের স্মার্ট ফোন আছে তাদের প্রায় প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করছেন। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে উল্লেখযোগ্য হারে বাড়ছে ফেইসবুক ব্যবহারকারী। অনলাইন ভিত্তিক দ্রুত যোগাযোগ করা, নতুনভাবে ব্যবসা শুরু করা, উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রচার করা, সামাজিক ক্ষমতায়ন ও আর্থিক নিরাপত্তায় বাংলাদেশের তরুণ তরুণীদের অংশগ্রহণ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই এরই সাথে বারবার আলোচনায় আসছে অনলাইন মাধ্যম ব্যবহারে নারীদের নিরাপত্তার বিষয়টি। তাই আমি ডিজিটাল ও অনলাইন মাধ্যমে সচেতনভাবে ও নিরাপদভাবে ব্যবহারে করণীয় নিয়ে লিখছি।
আমরা অনেকেই হয়ত জানিনা যে, আমরা অনলাইনে যা দেখছি, শেয়ার করছি, লাইক ও কমেন্টস করছি তার উপরেই নির্ভর করছে আমাদের প্রত্যেকের ডিজিটাল পরিচয়। অনেকই হয়ত ভাবে যে, তার পরিবারের আর কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেনা তাই সে কি পোষ্ট করছে তাদের দেখা বা জানার সুযোগ নেই। কিন্তু না সোস্যাল মিডিয়াতে আমরা নিজেদের যে সব তথ্য শেয়ার করছি সব কিছুই আমাদের ডিজিটাল পরিচয়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারে নিম্নের বিষয়গুলি অবশ্যই খেয়াল করতে হবে। যেমন-
• প্রোফাইল খোলার সময় নিজের সকল তথ্য সঠিকভাবে উপস্থাপন করা যাতে অনলাইনে পরিচয় গঠনে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়।
• অনলাইনে নিজের কোন পোষ্ট শেয়ার করার আগে সেই পোষ্টটি ভবিষ্যতে নিজের কোন ব্যক্তিগত, পেশাগত ও সুনাম ক্ষুন্ন হবে কিনা তা ভেবে দেখতে হবে।
• সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে শেয়ার কৃত কন্টেন্ট, কমেন্টস ইত্যাদি প্রত্যেক ব্যক্তির ভাল লাগা, মন্দ লাগা, পছন্দ, অপছন্দ,দৃষ্টিভঙ্গি ইত্যাদি মনোভাব তুলে ধরে । তাই অনলাইনে শিষ্টাচার ভঙ্গ হয় এমন কোন কন্টেন্ট বা কমেন্টস না করা।
• সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু নির্বাচন বা অডিয়েন্স নির্বাচনে সতর্ক থাকা। বিশেষ করে নিজের পরিচিতদের কে বন্ধু হিসাবে নির্বাচন করা ।
• একাউন্টস সুরক্ষার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। সেটিংস ও প্রাইভেসি অপশনে গিয়ে সেটআপ করে নেয়া।
• বিব্রতকর পরিস্থিতি বা সাইবার বুলিং এর শিকার হলে আনফ্রেন্ড/ব্লক/রিপোর্ট অপশন চালু করা।
• প্রতি মাসে/ তিন মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা এবং টু ফেক্টর অথেন্টিকেশন চালু রাখা।
• কোন কিছু শেয়ার করার আগে তার উৎস জেনে নেয়া। NCII (Non Consensual Intimate Images) ছবি বা ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকী পেলে www.stopncii.org ভিজিট করে create your case অপশনে ক্লিক করে এর সুবিধা গ্রহণ করা।
আশাকরি আমার এই পোষ্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি পাবে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!