জেনারেল রাইটিং -- 💜 চা এর প্রতি ভালোবাসা | | আমার বাংলা ব্লগ

in hive-129948 •  2 years ago 
আসসালামু-আলাইকুম

আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

প্রতিদিনের মত আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।

বন্ধুরা, ঈদের আনন্দ কিন্তু এখনো শেষ হয়নি।ঢাকা শহর এখনো কিন্তু ফাঁকা।বাইরে বের হলে খুব ভালো লাগে হাঁটতে।গ্রাম থেকে এখনো কেউ তেমন আসেনি।এলে ঢাকা শহরের রূপ আবার পাল্টে যাবে।আপনারা ঈদ খুব আনন্দ নিয়ে কাটাচ্ছেন এমনটাই আশাকরি।ঈদের আমেজ থাকুক সবার মাঝে।চলুন এবার আজকের ব্লগটি শুরু করি।

চা এর প্রতি ভালোবাসাঃ



Screenshot_253.jpg

সোর্স

বন্ধুরা, পোস্টের টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন বিষয় নিয়ে লিখতে চলেছি।হে,ঠিক ধরেছেন আমি এত এত পানীয়ের মধ্যে আমার প্রিয় পানীয় চা নিয়ে আজ লিখতে চলেছি। চা প্রিয় বলে যে সারাদিন চা পান করি এমনটা আবার কেউ ভেবে বসবেন না।চা এর পছন্দের সূত্র কোথা থেকে তাই আগে বলছি। আমি যখন খুব ছোট তখন বাসায় আম্মু চা বানাতে গিয়ে যখন দুধের মধ্যে চাপাতা দিয়ে দিত সেই চা এর গন্ধে আমার মন আনন্দে নেচে উঠতো। আমি তখন চা খাওয়ার জন্য বায়না ধরতাম।আম্মু দিতে চাইতো না।আব্বু বলতো দিতে।চা না দেয়ার কারন অবশ্য আছে।আমার খাবার খেতে ছেলেবেলায় খুব অনীহা ছিল।তাই আম্মু চা দিতে চাইতো না।কিন্তু আব্বু সেই ছেলেবেলা থেকেই আমাদের চা দিতে বলতো আম্মুকে।আর সেই থেকেই চার ভাই বোন আমরা চা পান করতে শুরু করি। আমাদের বয়সে আমাদের আশেপাশে তখন কোন বাচ্চারা চা পান করতো না।

Screenshot_254.jpg

সোর্স

এমন এক কাপ চা হলে মনটা চাঙা করতে আর কিছুই লাগে না,কি বলেন ? এভাবেই ছেলেবেলা থেকে এই পানীয়টির প্রতি আমার এতো ভালোবাসা।দীর্ঘ এক মাস রোজা রেখেছি এই গরমে কিন্তু কোন খারাপ লাগা বুঝিনি।শুধু সকাল হলেই চা এর নেশা আমায় পেয়ে বসে এরপর আর কোন সমস্যা হয় না।এরপর আবার বিকেলের দিকে মাথা কেমন ঝিম ঝিম করে ।তখনই বুঝি চা এর জন্য ই এমনটা হচ্ছে।তখন ইচ্ছে করে ইফতারের পর কিছু না খেয়ে চা দিয়েই ইফতার করি। সত্যি কথা বলতে এক দিন খাবার না খেয়ে থাকা যাবে কিন্তু চা পান না করে কিছুতেই থাকা যাবে না।

Screenshot_255.jpg

সোর্স

চা এর সাথে যদি এমন সুন্দর প্রকৃতি থাকে তবে তো কথাই নেই। প্রকৃতি আর চা দুটোই খুব পছন্দ আমার।রঙ চা খেতে পছন্দ করিনা আমি। কিন্তু যখন দেখি দুধ শেষ কিন্তু আনাব কাউকে পাচ্ছিনা।তখন কিন্তু রঙ চা ই পান করি।জানেন তো,নাই মামার চেয়ে কানা মামা ই ভালো।চা এর প্রতি আমার এই ভালোবাসা ছেলেবালা থেকেই।কফি তেমন পছন্দ নয় আমার। তবে কোল্ড কফি হলে চলবে নয়ত নয়। আমার মত এমন চা প্রেমী কেউ কি আছেন ? আমাদের বড় দাদা কিন্তু চা পছন্দ করেন না। একদিন ডিসকোডে বলেছেন। একদিন রবীন্দ্র সঙ্গীত শুনছিলাম ডিসকোডে ওয়েদারটা ও মেঘলা ছিল।আমি বলেছিলাম,এই রকম ওয়েদারে রবীন্দ্র সঙ্গীত আর চা হলে জমে যাবে।তখন দাদা বলেছিল,চা একদিন খেয়ে দাদার ভালো লাগেনি। সেই থেকে নাকি চা পান করেন না। আপনারাও কি তাই ? জানতে চাই ? অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আজ এখানেই ইতি টানলাম।আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

🎀ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।🎀


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGYPw7ZyRoyPyHrANPTXZcJCJ95PUovBmXsXceiVuCxz4DVgAK2TjyMHyo6XQbHDRBeFdwDYbkPu5XFmBCLYLXcDr9pBsBE83t7mdpKztrqs33G.gif

pBMyo3B2Sao2EbuHAFTX1CNWMbam25xJGPs4sKmLS6XL7kS6xbcRGkUhvrikgPt19hvftDfdqZ6bsqWZySVBcbdU2n9Ysna8EwHEUF6EpNTGAcomRgKaT6rrEQ9RQZASAtLnqi7wRBwaN2bqwAcgMcRZ4SR2kxJ4HjBum2Nmi4f6miR3.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jfif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

সত্যিই ঈদের পরবর্তী সময় গুলোতে সবাই ভীষন ব্যাস্ত। তারপরও আমাদের কাজ কিন্তু থেমে নেই।
আপনার চা নিয়ে আজকের লিখনীটি বেশ ভালো লেগেছে আমার কাছে। আমিও কিন্তু চা পান করি অন্তত দুবার। না এটাকে নেশা বলা যাবেনা তবে প্রয়োজন এটা। চা পান না করলে সেদিন শরীরে বেশ অলসতা কাজ করে।

যাক আমার মত একজন পাওয়া গেলো। দুবার পান করি আমিও। ধন্যবাদ ভাইয়া মন্তব্য শেয়ার করার জন্য।

আমি কিন্তু গ্রাম থেকে চলে এসেছি তার মানে আরো অনেকেই চলে এসেছে। যাই হোক আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। চা আমার ভীষণ পছন্দ। প্রতিদিন চা না হলে আমার ভালই লাগে না। আর ভাল ওয়েদার হলে ত চা পান করার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। ধন্যবাদ আপু।

মতামত দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

চা পছন্দ আপু।কিন্তু নিজের তৈরি চা না।আমার চা সবসময় রং চা,আর চিনি ছাড়া করি।অন্যের করে দেওয়া চা ভালো লাগে।নিজে করলে মনে হয়,ক্যালরি বেশি হবে থাক খাবোনা এভাবে।আপনার দুধ চা পছন্দ তবে দুধ না থাকলে রং চা পান করেন।রোজার সময় একটু সমস্যা হতো সকালের দিকে আর বিকেলে।চা ছোটবেলা থেকেই পছন্দ করেন,এজন্য এরকম মনে হয়।কফি তেমন একটা পছন্দের না জেনে ভালোই লাগলো আপু।দাদা চা পছন্দ করেন,এটা জানতাম না আপনার পোস্ট থেকেই জানলাম।আপনার চায়ের প্রতি এতো ভালোবাসা জেনে ভালো লাগলো।আর হ্যা ঠিক বলেছেন প্রকৃতির মাঝে এক কাপ চা হলে মন্দ হয়না। আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য।

আসলে চা এর প্রতি ভালোবাসা অনেকটা নেশার মতো। চা এর দোকানে বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত গুলো খুবই সুন্দর।

ধন্যবাদ আপনাকে মতামত দেয়ার জন্য।

আমার তো খুব অভ্যাস সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা, দুপুরের খাবারের পরে এক কাপ চা, আর সন্ধ্যা বেলায়।
আর মাঝে মাঝে কাজের ফাঁকে চেষ্টা করি নিজের মধ্যে সতেজাতাকে ফিরিয়ে আনতে এক কাপ চায়ের মাধ্যমে।।
ঠিকই বলেছেন আপনি শত ব্যস্ততা এবং কাজের ফাঁকে এক কাপ চা মন কে করে দেয় চাঙ্গা।।
চায়ের প্রতি ভালোবাসা শতকরা 80 ভাগ মানুষেরই রয়েছে।।

ঠিজ বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

আমি নিজেও চা ভীষণ পছন্দ করি। তবে আমি রং চা খাই, দুধ চা খাই না। সারাদিনে না খেলেও চলে কিন্তু সন্ধ্যেবেলাতে চা ছাড়া একদম চলে না। একদম যে খুব নেশা সেটা না। কিন্তু দুই এক কাপ না খেলে হয় না। হিহিহিহি। তবে আগে পরীক্ষার সময় গুলোতে চায়ের থেকে কফি বেশি খেতাম। কফি খেলে ঘুমের ভাবটা বেশ কম হয়। যাই হোক খুব মজার একটা বিষয় নিয়ে লিখেছেন আপু।

মতামত ব্যক্ত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।