আমার স্বরচিত কবিতা -- 🌙" মাহে রমজান " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  10 months ago 
আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি সবাই খুব ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।বেশ অবেকদিন ধরে অনুকবিতা শেয়ার করে আসছি।তবে আজ একটি কবিতা লিখে শেয়ার করছি।আশাকরি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


half-moon-4900302_1280.jpg

সোর্স

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

বন্ধুরা,কবিতা কিংবা অনুকবিতা যেটাই বলি না কেন কোনটাই কিন্তু লেখা এতো সহজ নয়।কবিতা লিখতে হলে স্থির মন নিয়ে বসে লিখতে হয়।কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি এই কমিউনিটিতে এসে।প্রথমে অনুকবিতা লেখা শুরু করি।লিখতে লিখতে আজ কবিতা লিখছি তা প্রায় অনেকদিন।আপনাদের সকলের অনুপ্রেরণায় আজ ও লিখে চলেছি।তাইতো প্রতি সপ্তাহে একটি করে কবিতা আমি পোস্ট করে থাকি।

কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি বড় দাদা,ছোট দাদার কাছ থেকে। কখনো ভাবিনি কবিতা লিখতে পারবো।আজ লেখার চেষ্টাতে এখানে এসেছি।আর আপনাদের অনুপ্রেরণা ও পেয়েছি।কবিতা লেখা কিন্তু সহজ নয়।আমি নিজেকে দিয়েই দেখেছি কবিতা লেখা কতোটা কঠিন কাজ।তবে এটা সত্যি কবিতা লিখতে বসলেই ছন্দ ছাড়া কবিতা আমি লিখতে পারিনা।ছন্দ যেনো কবিতায় অবশ্যই থাকতে হবে।আর তাইতো সব সময়ই ছন্দ দিয়ে কবিতা লিখে চলেছি।

মাহে রমজান শুরু হয়ে গেছে।এরই মাঝে কয়েকটা রমজান হয়েও গেলো।এই পবিত্র রমজান মাসে আমরা ধনী-গরীব সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একই কাতারে নামাজ পড়ি।এই মাসে সবাই আল্লাহর সান্নিধ্য পেতে ভালো ভালো কাজ করতে সকলেই চেষ্টা করি।তবে এই যে আমাদের ভালো মানসিকতা তৈরি হয়ে গেলো এক মাসে।সেটাকে আমাদের ধরে রাখতে হবে।হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকলের সাথে মিলে -মিশে থাকলেই আল্লাহকে পাওয়া সহজ হবে।আমি রমজান মাসের এই অনুভূতি গুলো এই কবিতার মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।আমার আজকের কবিতার নাম- "মাহে রমজান"

চলুন কবিতাটি পড়ে আসি--

কবিতা- মাহে রমজান

লেখিকা -- শিমুল আক্তার


মাহে রমজান এলো ঘরে ঘরে
আনন্দ জাগে তাই সবার মাঝে
রোজা রাখি সবাই মিলে
আল্লাহর তায়ালার সন্তুষ্টি পেতে।

ধনী-গরীব সব ভেদাভেদ ভুলে
নামাজ পড়ি সবাই একই কাতারে
ভালোবাসার এই বন্ধন
জেগে থাকুক সারা বছর জুড়ে।

লোভ-লালসা ভুলে গিয়ে
সঠিক মানুষ হয়ে উঠি
হিংসা -বিদ্বেষ ভুলে গিয়ে
মানুষে মানুষে সখ্যতা গড়ি।

মাহে রমজানের এই ত্যাগে
রোজা মোদের কবুল হবে
দিন দুঃখীদের পাশে রবো
আল্লাহ তায়ালার ভালোবাসা পাবো।

রমজানের এই শিক্ষা
আমাদের হবে দীক্ষা
মেনে চলবো সব সময়
সান্নিধ্য পেতে মহান স্রষ্টার।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...MVta4bNeJVaxcJxcdU9hJyaAM4Syv6vVBAr8gExqMDB4bTLYmf68XvsL4RS3afrYHquXpd1KxVU4BaEfNL6JoZ78AayTuvoDSdQmhsRozyXKpXcf9SXg2eg4n2.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাহে রমজান কে কেন্দ্র করে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। খুব ভালো লাগলো আজকের কবিতাটি পড়ে। কবিতা লিখতে ও পড়তে আমার খুব ভালো লাগে। তাই আমি নিজেও মাঝে মাঝে কবিতা শেয়ার করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করে নেয়ার জন্য।

কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমারও ভীষণ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ্ চমৎকার কবিতা লিখেছেন।
মাহে রমজান উপলক্ষে লিখা আপনার কবিতা দূরদান্ত লেগেছে আমার কাছে। কবিতার ছন্দে ছন্দে আপনি রমজানের মহত্ত্ব আলোচনা করেছেন। সত্যিই এই মাসের শিক্ষা যদি বাকি এগারো মাস রাখা যায় তাহলে কেউ খারাপ কাজ করবে না। অনেক ধন্যবাদ আপু চমৎকার কবিতা লিখার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

পবিত্র মাহে রমজান মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । সবাই এই মাসটিতে নিজেকে সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে। নিজের মানসিকতা পরিবর্তনের দারুন একটা মাস। সেই মাসকে নিয়ে আপনি দারুন কবিতা লিখেছেন। যেটা থেকে অনেক কিছু শেখার জানার আছে। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

Posted using SteemPro Mobile

বড় দাদা এবং ছোট দাদা দুজনেই দারুন কবিতা লেখেন বলতে গেলে আমিও তাদের কবিতা লেখা থেকে অনুপ্রেরণা পেয়েছি। যাইহোক মাহে রমজান কে কেন্দ্র করে চমৎকার একটি কবিতা লিখেছেন আপু লাইনগুলো সত্যি বেশ ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। রমজান মাসকে কেন্দ্র করে বেশ অসাধারণ ভাবে কবিতা লিখেছেন আপু। আসলে এই রমজান মাসে আমরা ধনী-গরীব সকলেই ভুলে গিয়ে একত্রে নামাজ আদায় এবং ইফতারি করে থাকি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি স্বরচিত কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

পবিত্র রমজান মাসকে ঘিরে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন। আপনার কবিতাটা আমার কাছে বেশ অনেক ভালো লাগলো। সুন্দর করে লিখেছেন প্রত্যেকটা লাইন। লাইনের মধ্যে বেশ সামঞ্জস্য রয়েছে। আবৃত্তি করে বেশ ভালো লাগলো।

মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই ভাইয়া।

Posted using SteemPro Mobile

রমজান মাস, বারোটা মাসের মধ্যে সবথেকে উত্তম মাস হলো এই রমজান মাস। আপন আজকে মাহে রমজান নিয়ে খুব সুন্দর করে একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন খুব মিলিয়ে সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

image.png

মাহে রমজান নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সত্যি কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

মাহে রমজান কে নিয়ে বেশ সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতা পড়ে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর আমিও আপনার মত করে চাই যে মাহে রমজানের শিক্ষা নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ মুছে যাক। সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

প্রত্যেক মানুষের তার নিজ নিজ ধর্মের প্রতি ভালোবাসা ও সম্মান থাকাটা জরুরী।আপনিও তেমনি রমজান উপলক্ষে সুন্দর একটি কবিতা লিখেছেন, খুবই ভালো লাগলো পড়ে আপু।ধন্যবাদ আপনাকে।

বাহ আপনি মাহে রমজান উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে খুব চমৎকার কবিতা লিখে থাকেন। রমজান মাস এমন ধনী গরীব সবাই ভেদাভেদ ভুলে যায়। তবে আপনার কবিতা প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কবিতা লেখা আসলেই সহজ কাজ নয়। আপনি এই পবিত্র মাস উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। কবিতাটি পড়ে অনেক ভালো লাগছে।‌ পুরো কবিতার মধ্যেই খুব সুন্দর সুন্দর কথা লিখেছেন। চমৎকার ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আপনাকে ধন্যবাদ আপু।

আপনি অনেক সুন্দর করে মাহে রমজান কবিতাটি লিখেছেন। রমজান উপলক্ষে কবিতাটি অসাধারণ লিখেছেন। আসলে রমজান আসলে ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাই ভালো হয়ে চলার এবং এবাদত করার চেষ্টা করে। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। সত্যি বলতে কবিতাটি পড়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। আর আপনি প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। কবিতাটি লিখে উপস্থাপনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আসলে দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে আর সাতটা রোজাও শেষ হয়ে গেল। আর দেখতে দেখতে সাতটা রোজা শেষ হয়ে গিয়েছে। আপনি আজকে এই রমজান মাস নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। পুরো কবিতাটা পড়ে আমার খুবই পছন্দ হয়েছে।

ধনী-গরীব সব ভেদাভেদ ভুলে
নামাজ পড়ি সবাই একই কাতারে
ভালোবাসার এই বন্ধন
জেগে থাকুক সারা বছর জুড়ে।

আপনার লেখা এই কবিতার উপরের লাইনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পড়তে। আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লেখেন।