DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " একটি জেলি ফিশের অরিগামি " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।শুভ রাত্রি সবাইকে।

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

একটি জেলি ফিশের অরিগামিঃ


photocollage_20231217181914768.jpg

20231217_181413.jpg

20231217_181208.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

বন্ধুরা,আজ একটি ডাই পোস্ট নিয়ে চলে এলাম।কাগজ দিয়ে আমরা প্রতিনিয়ত কতো কিছুই না শেয়ার করি।এতে করে আমাদের সৃজনশীলতার প্রকাশ ঘটে।তেমনি আজ আমি ডাই পোস্টে একটি জেলি ফিশের অরিগামি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আমার শেয়ার করা এই জেলি ফিশের অরিগামি আপনাদের কাছে ভালো লাগবে।চলুন দেখে নেই এটা বানাতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২. সাইন পেন
৩. গ্লু

20231217_175029.jpg

20231217_180436.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20231217_175131.jpg

20231217_175444.jpg

20231217_175712.jpg

প্রথমে এক টুকরো কাগজকে চার ভাজ করে নিলাম।এরপর কোনাকুনি করে ভাজ করে নিলাম উভয় পাশে।ঠিক ছবির মতো করে।

ধাপ-২


20231217_175847.jpg

20231217_175913.jpg

এরপর ছবির মতো করে ভাজ করে নিয়েছি।

ধাপ-৩


20231217_180019.jpg

20231217_180119.jpg

এবার আর এক টুকরো কাগজকে কোনাকুনিভাবে ভাজ করে নিয়েছি।

ধাপ-৪


20231217_180220.jpg

20231217_180315.jpg

এরপর কোনাকুনিভাবে ভাজ করে নিলাম।এরপর দুপাশে ভাজ করে নিলাম।

ধাপ-৫


20231217_180528.jpg

20231217_180801.jpg

এরপর গ্লু লাগিয়ে নীচের অংশটি লাগিয়ে নিলাম।

ধাপ-৬


20231217_180920.jpg

20231217_181208.jpg

এরপর সাইন পেন দিয়ে চোখ মুখ এঁকে নিলাম।

উপস্থাপনা


photocollage_20231217182235391.jpg

CollageMaker_20231217181649690.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে জেলি ফিশের অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজের জিনিস এর তুলনা হয় না। আপনার ডাই দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু।

একটি জেলিফিশের অরিগ্যামি এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। এই কাজগুলো কে আমি অনেক সম্মান করি, এই কাজগুলি করতে অনেকে ধৈর্য ও ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার অরিগ্যামি তৈরির প্রক্রিয়াটি আমার ভীষণ ভালো লেগেছে

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে একটি জেলি ফিশের অরিগ্যামি তৈরি করে। আপনার তৈরি অরিগ্যামি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যেকোনো ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

  ·  10 months ago (edited)

জেলি ফিশের অরিগামি দেখতে খুবই সুন্দর হয়েছে। আসলে ডাই পোস্টগুলো করলে সৃজনশীলতার বিকাশ ঘটে। জেলিফিস গুলো খুবই কিউট লাগছে দেখতে। কোনাকুনি ভাঁজ শিখে নিলাম আশা করি তৈরি করতে পারব।

অনেক ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে জেলিফিশের দারুন একটি অরিগ্যামি তৈরি করেছেন আপু। অরিগ্যামি তৈরির প্রত্যেকটি ধাপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

জেলি ফিশের অরিগামি এই প্রথমবারের মতো দেখলাম। এর আগে দেখা হয়নি। আপনার ইউনিক আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে সবাই চমৎকার চমৎকার পোস্ট উপহার দিয়ে যাচ্ছেন। সবার রঙিন কাগজের কাজ গুলো দেখলে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

জেলিফিশ শুধুমাত্র ইউটিউবে দেখেছি৷ কখনো এটিকে বাস্তবে দেখা হয়নি৷ আজকে আপনি যেভাবে এটিকে ডাই এর মাধ্যমে শেয়ার করেছেন এটি দেখে খুবই ভালো লাগলো৷ খুব সন্ধারভাবে আপনি এটি তৈরি করেছেন এবং এটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন৷

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।কিছু ভুল অসাবধানতার জন্য হয়ে গেছে। আশাকরি দেখবেন।

জেলি ফিশের অরিগামি দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। আপনি রঙিন কাগজের ব্যবহার করে অনেক সুন্দর করে জেলি ফিশের অরিগামি তৈরি করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

অনেক ধন্যবাদ আপু। মন্তব্য করে পাশে থাকার জন্য।

বাহ আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে জেলি ফিশের অরিগামি বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতে বেশ চমৎকার লাগে। আমি নিজেও রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানানো চেষ্টা করি। তবে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে ভাঁজ গুলো উপস্থাপনা করা অনেক কঠিন। তবে খুব চমৎকারভাবে জেলি ফিশের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

নিজের সৃজনশীলতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে, আপনি রঙিন কাগজে ভাঁজ করে জেলি ফিশের অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লেগেছে। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করলে অনেক বেশি সময় লাগে। আর এগুলো তৈরি করলে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতে অনেক কষ্ট হয়। আপনি ইমোজি অংকন করেছেন দেখে এগুলোকে খুবই কিউট লাগতেছে। এগুলো তৈরি করা শিখে নিলাম আপনার উপস্থাপনা দেখে।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

খুব সুন্দর একটি জেলিফিশের অরিগামি তৈরি করেছেন। জেলিফিস গুলো দেখতে খুবই কিউট লাগছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে ও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে জেলিফিশগুলো তৈরি করতে অনেক ধৈর্য ও সময় প্রয়োজন হয়েছে। আপনি খুব নিখুঁতভাবে অরিগামিটি সম্পূর্ণ করেছেন। সুন্দর একটি অরিগামি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে জেলি ফিশের অরিগামি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে আপনার এই জেলি ফিশের অরিগামি তৈরি করতে অনেক সময় লেগেছে। যদিও এই ধরনের অরিগামি তৈরি করে ভাঁজ গুলো উপস্থাপনা করা কষ্টকর।জেলি ফিশের অরিগামি এর মধ্যে চোখ গুলো দেওয়ার কারনে দেখতে বেশ ভালোই লাগতেছে। অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে জেলি ফিশের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

কাগজ দিয়ে খুবই সুন্দর একটি জেলিফিশ তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা রঙিন কাগজে জেলিফিশ দেখতে অনেক বেশি কিউট লাগছে আপু। তাছাড়া কিভাবে তৈরি করেছেন তাও খুবই নিখুঁতভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে কিউট একটি জেলিফিশ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে আমার। আপনার আজকের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি জেলি ফিশের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় আর প্রতিটা জিনিস দেখতেও খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।