কেমন আছেন সবাই ???
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
জন্ম হোক যথা তথা,কর্ম হোক ভালোঃ
বন্ধুরা, এই গরমের উত্তাপে চৈত্র মাসের রোদের তীব্রতায় আপনারা সবাই কেমন আছেন ? নিজেদেরকে এই রমজান মাসে কিছুটা হলেও সুস্থ রেখে খুব সুন্দরভাবে সিয়াম পালন করে যাচ্ছেন এমনটাই আশাকরি।এ সময়টাতে সবাই খুব বেশি বেশি পানি জাতীয় খাবার খাবেন। তেল বা মসলা জাতীয় খাবার,ভাজা-ভুজি একটু কম খাবেন।এটা এই ওয়েদারে সকলের জন্যই মঙ্গলজনক।
প্রতিদিনের মত আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।
এবার আসি আমার মূল বিষয়ে।অর্থাৎ আজ যে বিষয়টি নিয়ে আমি লিখতে চলেছি সেটা নিয়েই এখন কিছু লিখব।আমার ব্লগের টাইটেল দেখে আপনারা ঠিক বুঝে গেছেন আমি কোন বিষয়টি নিয়ে আজকের ব্লগটি শেয়ার করছি।প্রচলিত এই বাক্যটি " জন্ম হোক যথা তথা,কর্ম হোক ভালো",এই প্রচলিত কথাটি আমাদের সকলেরই অবগত।সাধারনভাবে বলতে গেলে বলতে হয় আমাদের জন্ম যার যেখানেই হোক না কেন,আমাদের কাজ ভালো করতে হবে।দেখুন,আমরা মানুষ আল্লাহ্ আমাদের বিবেক,বুদ্ধি ও জ্ঞান দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন।তাইতো আমরা সৃষ্টির সেরা জীব।
আমাদের এই সমাজে মোট তিন শ্রেণীর মানুষ দেখা যায়, উচ্চবিত্ত,মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। আমরা যে যেই শ্রেণীতেই জন্মগ্রহন করি না কেন সেটা কোন ব্যাপার নয়।কিন্তু আমরা যদি ভালো ভালো কাজ করে যাই।তবে সেই ভালো কাজ দিয়েই পৃথিবীর বুকে নাম রেখে যেতে পারব।সেখানে কোথায় জন্মগ্রহন করেছি সেটা কোন বড় বিষয় নয়।আমাদের সকলের উচিত নিজেদের এসব কথা না ভেবে ভালো ভালো কর্মের দিকে লক্ষ্য করা।
ধরুন,আমাদের সমাজে এমন আমরা অহরহই দেখে থাকি,বস্তির সেই রমিজউদ্দিন খুব কষ্ট করে রিকশা চালিয়ে দিন এনে দিন খেয়েও মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন।তার সেই মেয়ে এখন বড় ডাক্তার।এখন সে এই দেশের অনেক মানুষের চিকিৎসায় নিজেকে নিয়োজিত রেখেছেন।অনেক গরীব দুঃখীকে বিনা মূল্যে তিনি সেবা দিয়ে যাচ্ছেন।এখন আমরা তার ভালো কাজের ই প্রশংসা করে যাব।তার জন্ম কোথায় হয়েছিল সেটা কিন্তু কোন বড় ব্যাপার নয়।কি বলেন ,আপনারা ঠিক বললাম তো ?
দেখুন,আমরা এমন ও দেখি রহিমা খালা বস্তিতে থেকে মানুষের বাড়ি বাড়ি কাজ করে।তার স্বামী হয়ত অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে।সেই রহিমা খালা কাজ করে তার সংসারটিকে খুব কষ্ট করে চালিয়ে নিচ্ছে।তার ছেলের লেখাপড়ার প্রবল আগ্রহ দেখে তিনি অনেক কষ্টের মাঝেও লেখাপড়া করিয়ে গেছেন।আজ তার ছেলে দেশের একজন নামকরা ব্যারিস্টার।তার দ্বারা আজ অনেক মানুষ উপকৃত হচ্ছে।এখানে কিন্তু তার জন্ম কোথায় হয়েছে সেটা বড় ব্যাপার নয়,বরং তিনি তার ভালো কাজ দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন।এই রকম ঘটনা গুলো কিন্তু আমাদের এই সমাজে আমরা অনেক সময়ই দেখে থাকি।
আবার এমন ও আমরা আমাদের সমাজে দেখি উচ্চবিত্ত ঘরে অন্মগ্রহন করেও তাদের কাছ থেকে ভালো কাজ আমরা দেখতে পাইনা। টাকা-পয়সা আছে অথচ লেখাপড়া না করে ঘুরে বেড়ায় খারাপ কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে অন্ধকার জীবনে নিজেদের নাম লিখিয়ে নেয়।তাহলে কি দাঁড়ালো,জন্ম ভালো জায়গায় হয়েও কাজ ভালো না করে অন্ধকারে চলে গেল।এমনটা আসলে আমাদের কারোই কাম্য নয়।
বন্ধুরা,আসল কথা হল আমরা মানুষ সৃষ্টির সেরা জীব,তাই আমরা যে যেখানেই জন্মগ্রহন করিনা কেন।মানুষ হয়ে বিবেক,জ্ঞান নিয়ে জন্মগ্রহন করাতে আমাদের একটা দায়বদ্ধতা থেকেই যায়।আমরা কোন শ্রেনিতে জন্মগ্রহন করেছি একথা না ভেবে ভালো ভালো কাজ করে নিজেদের জীবনের যেমন সুন্দর পরিবর্তন আনতে পারি,তেমনি দেশের উপকার করে নিজের জীবনের ও সাকসেস আনতে পারি। তাই আর নয় বসে থাকা কার কোথায় জন্ম হয়েছে এটা নিয়ে।আসুন আমরা একসাথে বলি,জন্ম হোক যার যেখানে কর্ম করে যাব ভালো।
আজ এখানেই ইতি টানলাম। জানি না আজকের এই বিষয়টি আপনাদের মাঝে কতটুকু তুলে ধরতে পেরেছি।আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
সৃস্টির সেরা জীব মানুষ । তাই তাদের দায়িত্ব বেশী। কর্মের মাধ্যমেই সে বেঁচে থাকবে। তার জন্ম কোথায় সেটা বড় কথা নয় , বড় বিষয় হল তার কর্ম। সবাই এ কথা বিশ্বাস করে কাজ করে যাওয়াই হল কাম্য। অনেক ধন্যবাদ সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য পেয়ে ভাল লাগলো। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমজানের এই মুহূর্তটাতে ইফতারের সময় খুব বেশি বেশি পানি জাতীয় খাবার খাওয়া প্রয়োজন । আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম । মানুষের জীবনে জন্ম কোথায় হয়েছে তা বড় কথা নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার কর্ম । কর্মের উপরই মানুষের সকল কিছু নির্ভর করে । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit