আমার স্বরচিত বিরহের কবিতা -- 🖤🖤 " ভুল স্বপ্ন "

in hive-129948 •  11 months ago 
আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি সবাই খুব ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।বেশ অবেকদিন ধরে অনুকবিতা শেয়ার করে আসছি।তবে আজ অনেকদিন পর একটি কবিতা লিখে শেয়ার করছি।আশাকরি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

woman-4506318_1280.jpg

সোর্স

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

বন্ধুরা,কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি বড় দাদা,ছোট দাদার কাছ থেকে। কখনো ভাবিনি কবিতা লিখতে পারবো।আজ লেখার চেষ্টাতে এখানে এসেছি।আর আপনাদের অনুপ্রেরণা ও পেয়েছি।কবিতা লেখা কিন্তু সহজ নয়।আমি নিজেকে দিয়েই দেখেছি কবিতা লেখা কতোটা কঠিন কাজ।তবে এটা সত্যি কবিতা লিখতে বসলেই ছন্দ ছাড়া কবিতা আমি লিখতে পারিনা।ছন্দ যেনো কবিতায় অবশ্যই থাকতে হবে।আর তাইতো সব সময়ই ছন্দ দিয়ে কবিতা লিখে চলেছি।

আগে বেশীর ভাগ সময় বিরহের কবিতা লিখতাম।আপনারা অনেকেই বলতেন বিরহের কবিতা কেন লিখি।সত্যি কথা বলতে বিরহের কবিতাগুলো লিখতেই আমার ভীষণ ভালো লাগে। আজ অনেকদিন পর একটি বিরহের কবিতা লিখছি।আপনাদের কাছে ভালো লাগলে আমার ও ভীষণ ভালো লাগবে।আজকের কবিতার নাম ভুল স্বপ্ন।আমরা সবাই জেগে অথবা ঘুমিয়ে স্বপ্ন দেখে থাকি।আমাদের দুচোখে অনেক স্বপ্ন থাকে।সেই স্বপ্ন সব সময় সঠিক বা সুন্দর হয় এমন কিন্তু নয়।স্বপ্ন দেখতে কোন ভুল নেই।তবে যে স্বপ্ন গুলো আমরা মনের মাঝে লালন করি তার পূরণ না হলেই আমাদের স্বপ্নগুলো ভুল হয়ে যায়। আর সেই ভুল স্বপ্নগুলো আমাদেরকে কষ্ট দিতে দিতে সঠিক মানুষ রুপে গড়ে তোলে।আমার আজকের কবিতাটি মূলত এমন বিষয়কে নিয়েই লেখা হয়েছে।চলুন তবে কবিতাটি পড়ে আসি--

কবিতা - " ভুল স্বপ্ন "


লেখা - শিমুল আক্তার


ব্যস্ততা আজ নিয়েছে ছুটি
নেইতো পাশে তুমি
সব আশা ভালোবাসা
হারিয়ে ফেলেছি আমি।

কতো যে স্বপ্ন ছিল দুচোখে
স্বপ্নহীন আজ আমি
তোমার কাছে ছিলাম সেদিন
অনেকখানি দামী।

পাশে থাকবে সকল সময়
বলেছিলে তুমি
হারিয়ে গেলে কোথায় তুমি
ভেবে পাইনা আমি।

সুখে ছিলাম তোমায় নিয়ে
কষ্টরা নিয়েছিল ছুটি
গভীর বেদনা হয়ে তুমি
রয়ে গেলে নিরবধি।

স্বপ্নগুলো এলোমেলো করে
চলে গেলে তুমি
বিরহ ব্যথায় পুড়ে পুড়ে আজ
সোনা হয়েছি আমি।

ভালোবাসা বলে আর কিছু নেই
দিয়েছো তুমি ফাঁকি
মনকে বলি তাই বারে বার
স্বপ্ন ভুলে বাঁচি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...MVta4bNeJVaxcJxcdU9hJyaAM4Syv6vVBAr8gExqMDB4bTLYmf68XvsL4RS3afrYHquXpd1KxVU4BaEfNL6JoZ78AayTuvoDSdQmhsRozyXKpXcf9SXg2eg4n2.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে প্রতিটা মানুষের ভালোবাসার অনুভূতিগুলো যখন স্বপ্নের রূপ পায় যখন সেই স্বপ্নগুলো বাস্তব হয় তখনই ভালোবাসা সার্থক। যখন সেই স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যায় তখন সেই ভালোবাসা ব্যর্থ হয়ে দাঁড়ায় । একটা কথা ঠিক বলেছেন আমাদের কমিউনিটিতে অনেকে দাদার অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু করেছে। আমিও সেই অনুপ্রেরণা থেকে কবিতা লিখে থাকি । ভালো লাগলো আপনার লেখা কবিতাটি।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

Hi @shimulakter <3

You are right. Poetry is not easy to write, but sometimes it is the only way the hear can express itself.

Your poem is very beautiful, but sad too. I am not sure if this is written about someone in your life right now, but if it is - I will say this to you... No matter how you feel right now, the sun will shine again and you will be able to move on with your life in happiness.


তুমি ঠিক. কবিতা লেখা সহজ নয়, তবে কখনও কখনও এটি শোনার একমাত্র উপায় যা নিজেকে প্রকাশ করতে পারে।

আপনার কবিতাটি খুব সুন্দর, তবে দুঃখজনকও। আমি নিশ্চিত নই যে এই মুহূর্তে আপনার জীবনে কারো সম্পর্কে লেখা হয়েছে, কিন্তু যদি এটি হয় - আমি আপনাকে এটি বলব... আপনি এখন কেমন অনুভব করেন না কেন, সূর্য আবার জ্বলবে এবং আপনি সরে যেতে পারবেন সুখে আপনার জীবন নিয়ে।


Tumi ṭhika. Kabitā lēkhā sahaja naẏa, tabē kakhana'ō kakhana'ō ēṭi śōnāra ēkamātra upāẏa yā nijēkē prakāśa karatē pārē.

Āpanāra kabitāṭi khuba sundara, tabē duḥkhajanaka'ō. Āmi niścita na'i yē ē'i muhūrtē āpanāra jībanē kārō samparkē lēkhā haẏēchē, kintu yadi ēṭi haẏa - āmi āpanākē ēṭi balaba... Āpani ēkhana kēmana anubhaba karēna nā kēna, sūrya ābāra jbalabē ēbaṁ āpani sarē yētē pārabēna sukhē āpanāra jībana niẏē.

কবিতাটি সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে।আসলে বিরহের কবিতা লিখতেই আমার বেশী ভালো লাগে।

Posted using SteemPro Mobile

You are very welcome :)

Well, poetry is a form of creative expression and it is there for use to be able to release ANY emotion we choose to!


আপনাকে উষ্ঞ স্বাগতম :)

ঠিক আছে, কবিতা হল সৃজনশীল অভিব্যক্তির একটি রূপ এবং এটি ব্যবহার করার জন্য আমরা বেছে নেওয়া যেকোনো আবেগকে মুক্তি দিতে সক্ষম!

আপনি ঠিকই বলেছেন আপু ভালো খারাপ দুই রকম স্বপ্নই আমরা জেগে থেকে অথবা ঘুমিয়ে দেখি। তবে স্বপ্নগুলো যদি আমরা নিজেদের মতো করে সার্থক করি তাহলে সেটা বাস্তবে পরিণত হয়। আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভুল স্বপ্ন। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো আপু। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

হুমমম আপু ঠিক ছোট দাদার জন্য আমরা কবিতা লিখতে শিখেছি ৷ ছোট দাদা বড় দাদা দুজনের কবিতা ই অনেক সুন্দর হয় ৷ আর সবচেয়ে বড় হেল্প অনু-কবিতা থেকে ৷ যা হোক এটা সত্য যে জীবনের কিছু কিছু স্বপ্ন অনেক ভুল হয় ৷ যার জন্য অনেক প্রস্তাতে হয় ৷ ভুল স্বপ্ন নিয়ে আজকের লেখা কবিতাটি অনেক সুন্দর হয়েছে আপু ৷ অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমার কবিতা লেখার অনুপ্রেরণা। ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

"ভুল স্বপ্ন" মানুষকে সব সময় ভুল পথে নিয়ে যায়। আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোষ্ট শেয়ার করেন জেনে বেশ ভালো লাগলো আপু। আজকে আপনার স্বরচিত "ভুল স্বপ্ন" কবিতাটি চমৎকার হয়েছে। আপনার কবিতার প্রতিটি লাইন মনোমুগ্ধকর হয়েছে। আপু অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপনাদের অনুপ্রেরণাতেই কবিতা লেখার আগ্রহ খুঁজে পাই।ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

ভুল স্বপ্ন কবিতাটি বিরহের হলেও কিন্তু অনেক সুন্দর লিখেছেন আপু। কবিতার ছন্দ গুলো চমৎকার ফুটে উঠেছে। কবার লাইন গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই।

Posted using SteemPro Mobile

আপনার কবিতার নামটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলেই তাই আপু আমরা আমাদের ভেতরে অনেক বড় বড় স্বপ্ন দেখি তবে সব স্বপ্ন আমাদের পূরণ হয় না। আপনার ছদ্ম মিলিয়ে লেখা কবিতাটা দারুন হয়েছে আপু। বিরহের কবিতা হলেও আমার কাছে পড়ে ভাল লেগেছে।

ছন্দ ছাড়া আমি কবিতা লিখতে পারিনা আপু। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

চমৎকার লিখেছেন আপু ৷ অনেক দিন পর আপনার এমন একটি বিরহের কবিতা পড়ে অনেক ভালো লাগলো ৷ কবিতাটি অনেক সুন্দর হয়েছে ৷ কবিতার লাইন গুলোও বেশ ছন্দের সাথে মিলিয়েছেন ৷ দারুণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি বিরহের কবিতা শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

হে,বিরহের কবিতা অনেক দিন পর ই লিখেছি।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আপনি ঠিক বলেছেন স্বপ্ন দেখতে কোন ভুল নেই। তবে স্বপ্ন গুলো পুরন না হলেই আমরা বেশি কষ্ট পেয়ে থাকি। যাইহোক চমৎকার একটি কবিতা লিখছেন। ভুল স্বপ্ন কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন আপনি চমৎকার ভাবে লিখেছেন। সবমিলিয়ে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

বাহ আপনি তো আজকে খুব সুন্দর একটি বিরহের কবিতা লিখেছেন।ভুল স্বপ্ন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে এটি ঠিক স্বপ্ন দেখতে দোষ নেই। আসলে ভুল স্বপ্ন মানুষকে অনেক কষ্ট দিয়ে থাকে। আর মানুষ স্বপ্ন যখন দেখে পূরণ না হলে অনেক সময় নিজে নিজে জীবন পর্যন্ত শেষ করে দিতে চাই। তবে আপনার কবিতার বাসা অসাধারণ। আপনার বিরহের কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। ধন্যবাদ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া মতামত প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

চমৎকার কবিতা লিখেছেন আপু। স্বপ্ন দেখতে দোষ নেই কথাটি ঠিক বলেছেন। তবে স্বপ্ন নিয়ে বেঁচে থাকে আবার স্বপ্ন মানুষকে কোথায় যেন নিয়ে যায়। তবে আপনার বিরহের কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। সত্যি বলতে আজকে আপনার কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। তবে বিরহের কবিতাগুলো পড়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ভুল স্বপ্ন কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

ধন্যবাদ আপু মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

ভুল স্বপ্ন খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।