ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " কিছু ফলের ফটোগ্রাফি " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

আমি আজ আপনাদের মাঝে এলাম নতুন একটি পোস্ট নিয়ে।ঘরে বসেই কিছু ফলের ফটোগ্রাফি করেছিলাম।আজ তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।আশাকরি আমার ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।যাই হোক আমি চেষ্টা করছি আমার পোস্টের ভিন্নতা আনার জন্য। তাই এই "ফুড ফটোগ্রাফি "করা।আজ আমি বেশ কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করব।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা আর না বাড়াই,এক এক করে ফটোগ্রাফি গুলো দেখে নেই।

প্রথম ফটোগ্রাফি


20230605_220854.jpg

এখন চলছে ফলের মৌসুম।দেশে এখন নানা রকমের দেশীয় ফল পাওয়া যাচ্ছে।তার মধ্যে লিচু একটি খুব পছন্দের ফল আমার।লিচু খুব কম সময় ই থাকে।তাই চেষ্টা করি যতদিন থাকে খাওয়ার।আপনারা কে কে লিচু পছন্দ করেন, তা জানাবেন।

দ্বিতীয় ফটোগ্রাফি


20230606_124652.jpg

আম হচ্ছে ফলের রাজা।আম পছন্দ করে না, এমন মানুষ পাওয়া খুব মুশকিল। আম খুব সুস্বাদু একটি ফল।আমাদের সবার উচিত দেশীয় ফলগুলো খাওয়ার।

তৃতীয় ফটোগ্রাফি


20230604_124319.jpg

কালো জাম খুব মজার আর একটি ফল।এই জাম খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। এই জাম দিয়ে জুস অথবা জাম বানিয়ে খাওয়া যেতে পারে।খুব টেস্টি হয় খেতে।

চতুর্থ ফটোগ্রাফি


IMG-20230222-WA0043.jpg

এই ফটোগ্রাফিতে আঙ্গুর ও কমলালেবু দেখা যাচ্ছে।

পঞ্চম ফটোগ্রাফি


IMG-20230331-WA0001.jpg

এই ফলটি হচ্ছে বেদানা।এই ফলের রস শরীরের রক্ত তৈরীতে সহায়তা করে। শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ফল।

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আজ আর নয়। আশাকরি আমার ফলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

💞ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আহা সুস্বাদু সব ফলের ছবি নিয়ে হাজির হয়েছেন দেখছি। লিচু আর আম ভীষণ প্রিয় আমার। এই সুস্বাদু ফলগুলো দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু চমৎকার ফলের ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

কিছু ফলের ফটোগ্রাফি দেখে আমার তো ফল খেতে ইচ্ছে করছে। আসলে ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তাইতো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে থাকে বেশি বেশি করে ফলমূল খাওয়ার জন্য। আপনি যে ফলগুলোর ফটোগ্রাফি করেছেন সেগুলো প্রত্যেকটা অনেক উপকারী। আমার কাছে এখানে থাকা প্রত্যেকটা ফল খেতে ভালো লাগে। বর্ণনার মাধ্যমে খুব সুন্দর ভাবেই লিখেছেন দেখে ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ভাইয়া।

ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে যেকোনো ধরনের ফটোগ্রাফি দেখতেও ভালো লাগে ।আপনার করা ফলের ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল ।যেগুলো খেতে অনেক মজা হবে একসময় দাওয়াত দিয়ে খাওয়াবেন।

সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

সত্যি আপু এখন চলছে ফলের মৌসুম।এখন বাজারে অনেক ধরনের ফল পাওয়া যায়। আপনার ফলের ফটোগ্রাফি দেখে লোভ সামলানো মুশকিল। সত্যি কালোজাম গুলো দেখে মনে হচ্ছে যদি কিছু খেতে পারতাম। ধন্যবাদ আপু সুস্বাদু ফল ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু।

আজকে তো আপনি আপু খুব সুন্দর করে ভিন্নরকম ফটোগ্রাফি পোস্ট করেছেন। সত্যি বলতে আপনি অনেক সুন্দর করে ফুড ফটোগ্রাফি করছেন যা দেখে অনেক ভালো লাগলো। আসলে পোষ্টের মধ্যে ভিন্নতা আনার জন্য আমি নিজেও চেষ্টা করে বিভিন্ন কিছু করার জন্য। তবে আজকে আপনি ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

হে আপু পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ আপু।

ঘরে বসেই আপনি কিছু ফলের ফটোগ্রাফি করেছিলেন দেখে ভালো লাগলো আসলে বর্তমান সময়ে সকলেই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার। আপনার এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই মুগ্ধ বিশেষ করে পঞ্চম নাম্বার ফটোগ্রাফিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। সুন্দর বর্ণনার মাধ্যমে আপনার এই ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাইয়া।

এতো রকমের ফলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বেশ চমৎকার ফলের ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে বেদানা এবং লিচু ফল দেখে খুব ভালো লাগলো। লিচু খাবার অনুভূতি খুবই অসাধারণ। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনি অনেক সুন্দর করে কিছু মৌসুমী ফলের ফটোগ্রাফি করেছেন। আপনার ভিন্ন রকম ফটোগ্রাফি দেখে অনেক ভালোই লাগলো। এসব ফলগুলো খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকার। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি দেখে অনেক ভালই লাগলো। সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি আমার সবচেয়ে প্রিয় কিছু ফলের ফটোগ্রাফি করেছেন। জাম আম লিচু এই তিনটা ফল আমার সব থেকে বেশি প্রিয়। দেশীয় জাম খেতে যে কতটা ভালো লাগে আপু গাছ থেকে পেড়ে না খেলে বোঝা যাবে না। এইতো গত কালকেও কিছু জাম খেলাম। এত সুন্দর ফলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।