বিষয় -- কবিতা | | আমার স্বরচিত কবিতা “ দক্ষিনের জানালা " | | @shimulakter | |২৮.৮.২০২২ইং | |

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম , আদাব

হ্যালো ,

“আমার বাংলা ব্লগ" এর ভাই ও বোনেরা ,সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন । আমিও আপনাদের ভালোবাসা ও শুভকামনায় ভাল আছি ।বন্ধুরা , আমি বাংলাদেশ ঢাকা থেকে শিমুল আক্তার আপনাদের সাথে প্রতিনিয়ত কিছু না কিছু ব্লগ নিয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করে যাচ্ছি । “আমার বাংলা ব্লগ “ এ মনের কথা সুন্দরভাবে ফুটিয়ে তুলে মনের মাধুরী দিয়ে লেখা যায় ।আর এজন্যই “আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসার একটা জায়গা মনের মধ্যে নিয়ে আছে ।

কবিতা (4).jpg

সোর্স

বন্ধুরা, আমি আজ আমার স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হয়েছি । আমার আজকের কবিতা “দক্ষিনের জানালা"। এই কবিতাটি দুজন মানুষকে নিয়ে লেখা হয়েছে আর একটি জানালা ,যা কিনা দক্ষিন দিকের ।জানালায় দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে দেখে ,ছেলেটির কাছে তাকে খুব একাকীত্ব লেগেছিল । সেই থেকে দুজন দুজন কে ভালবেসে কাছে এসে অনেক সুন্দর সুন্দর দিন তারা পার করছিল । কিন্তু সময় , পরিস্থিতির কারনে তারা দুজন দুদিকে ছিটকে পরে। জীবন তাদের দুজন কে আলাদা করে দেয় ।এখন শুধু স্মৃতি গুলো পরে আছে দুজনের মাঝে ।আমার আজকের কবিতা সেই অনুভূতি নিয়েই লেখা ।আশাকরি আপনাদের ভাল লাগবে । আর আমার এই কবিতা আপনাদের ভালো লেগে থাকলে ,তবেই আমার এই কবিতা লেখা সার্থক হবে ।

তবে চলুন আমরা কবিতা টি একবার পড়ে আসি । ভাল -মন্দ যেমনই লাগবে , অবশ্যই জানাবেন । কারন আপনাদের জন্য ই আমার এই কবিতা লেখা ।বিশ্বাস করি ভাল লাগবে আপনাদের কাছে ।

দক্ষিনের জানালা

দক্ষিনের জানালাটা আজও খোলা আছে ,
সময় করে শুধু আর দাঁড়ানো হয় না ।
যেদিন প্রথম জানালায় দাঁড়িয়ে ছিলেম আমি
দূর থেকে অপলক চোখে তাকিয়ে ছিলে তুমি ।

তোমার সেই তাকানোতে ,শিহরিত হয়েছিলাম আমি ।
দক্ষিনের জানালায় এই আমাকে দেখে ,
একাকিত্ব লেগেছিল তোমার ওই দুচোখে ।
সেই একাকিত্ব ভোলাতে ,
দুহাত বাড়িয়ে ছিলে আমারই দুই হাতে।

অনেক স্বপ্ন ভরা মন নিয়ে ,
এই আমি গিয়েছিলাম তোমার পানে ।
তুমিও সেদিন দুহাত দিয়ে আগলে ছিলে এই আমাকে ।
অনেক স্বপ্ন আর অনেক হাসি-খুশি ভরা দিন ,
কেটেছিল তোমার আমার সোনালী রঙিন ।

হঠাৎ কোথা থেকে এক কালবৈশাখী ঝড়,
ছিন্ন-ভিন্ন করে দিল তোমার আমার স্বপন ।
জীবনের হাসি-খুশি আর মান -অভিমান
সময়ের সাথে সাথে হয়েছে তা ম্লান।

ধুলোপরা ডায়রিটা আজও আছে পরে ,
খুলে দেখার আজ আর হয় না অবকাশ ।
যেখানে আছো তুমি ভালো থেকো,
জীবনকে করো না উপহাস ।

তুমি আর আমি দুজনেই ছিলাম ভাল
আজ হয়ে গেলো দুজনের ই জীবন এলোমেলো ।
স্বপ্ন আর বাস্তবতা কখনও এক নয় ,
এই সত্যটা আজ দুজনকেই মানতে হয় ।

দক্ষিনের জানালাটা আজও আছে খোলা
স্মৃতিরা আজ শুধু করে আনাগোনা ।
দিনগুলো যা গেলো বেশ ছিল ভালো
এভাবেই দিনগুলোর স্মৃ্তি রয়ে গেলো ।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

WhatsApp Image 2022-08-05 at 5.21.36 PM (2).jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দক্ষিনের জানালাটা আজও আছে খোলা
স্মৃতিরা আজ শুধু করে আনাগোনা ।
দিনগুলো যা গেলো বেশ ছিল ভালো
এভাবেই দিনগুলোর স্মৃ্তি রয়ে গেলো ।

ওয়াও এক কথায় অসাধারণ সত্যিই আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আপনি প্রথম প্রথম কবিতা লেখা শুরু করে এত ভালো ভালো কবিতা সুন্দর ভাষা চয়নের মাধ্যমে আমাদেরকে উপহার দিচ্ছেন সত্যি মুগ্ধ।। নিজের প্রতি এখন আমি অনেক হতাশ হয়ে যাচ্ছি আমি কেন এত ভালো কবিতা লিখতে পারি না।। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে আমিও মুগ্ধ হয়ে গেলাম।সত্যি কি ভাল হয় আমার কবিতা? এত সুন্দর সুন্দর মন্তব্য পেলে লেখার আগ্রহ আরও বহুগুন বেড়ে যাচ্ছে আমার। আশাকরি সব সময় এভাবেই পাশে থেকে সাপোর্ট করবেন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

সত্যি সত্যি বলছি আপু আপনার কবিতা সত্যিই অনেক সুন্দর হয় লিখতে থাকুন এভাবে অবশ্যই একসময় এর জন্য ভালো ফল ভোগ করতে পারবেন

অনেক ধন্যবাদ ভাইয়া। সব সময় পাশে থাকবেন আশাকরি।

আপু খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। দুজন ভালবাসার মানুষকে নিয়ে ভালোবাসার কবিতাটি খুবই ভালো লেগেছে। কিন্তু নিয়তির খেলা দুজনকে আলাদা হতেই হয়েছে। বাস্তবতার কারণে আলাদা হলেও তাদের ভালোবাসা এবং অতীতের সব স্মৃতি রয়ে গেছে। আপনাকে ধন্যবাদ সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার লেখা কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুব বেশি ভাল লাগলো। লেখার চেষ্টা করছি মাত্র। আপনাকে অনেক ধন্যবাদ আপু। এভাবেই পাশে থাকবেন আশাকরি।

আপু আপনি দিনে দিনে অনেক ভালো কবিতা লিখতে শুরু করেছেন এবং আপনার কবিতাগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে। এভাবে এগিয়ে যান এই কামনা করি ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার কবিতা লেখায় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য। আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগলো। আশাকরি সব সময় পাশে থাকবেন। অনেক শুভকামনা আপনার জন্য।

আমি ও আশা করি এরকম সুন্দর সুন্দর কবিতা সবসময় উপহার দিয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য।

আমার স্বরচিত কবিতা দক্ষিনের জানালা প্রতিনিয়ত আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি।সত্যিই আপনার কবিতার চরণ গুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

কবিতা লেখার চেষ্টা করছি মাত্র। আপনাদের এত এত সুন্দর মন্তব্য পেয়ে আমার লেখার আগ্রহ আরও বহুগুন বেড়ে গেল।সব সময় পাশে থাকবেন ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনার লেখনির ধরন দারুণ আপু। কবিতা টা অসাধারণ লিখেছেন। একটি ঘটনা কেন্দ্র করে কবিতা টা লেখা। সেই তাকে আর দেখা যায় না দক্ষিণের জানালা থেকে তাই আর দাঁড়ানোও হয় না। চমৎকার লাগল কবিতা টা দারুণ।।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। কবিতা লেখা মাত্র চেষ্টা করছি। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে খুব। আমার লেখার ইচ্ছাটা আরো বেশি প্রবল হচ্ছে দিনে দিনে। সব সময় পাশে থাকবেন আশাকরি।

সত্যি আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। মনের অনুভূতিগুলো চমৎকারভাবে কবিতার মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

আমার লেখা কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

সত্যি আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। মনের অনুভূতিগুলো চমৎকারভাবে কবিতার মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতির প্রত্যেকটির লাইন দুর্দান্ত হয়েছে।এতো চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আপনাদের জন্য ই আমার এই কবিতা লেখা। ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগলো। সামনের দিনগুলিতে আরো সুন্দর কবিতা উপহার দেব আশাকরি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

ভালো লিখেছে কবিতাটি। কবিতার শব্দচয় এবং খুব সুন্দর ভাবে সম্পন্ন করেছেন কবিতাটি। এরকম সুন্দর কবিতা সামনে আরো চাই

আপনার মন্তব্য পেয়ে বেশ ভাল লাগলো। এত সুন্দর সুন্দর মন্তব্য পেলে লেখার আগ্রহ আরও বহুগুন বেড়ে যায়। আশাকরি সামনে আরো সুন্দর কবিতা উপহার দেব। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

অসাধারন আপু । খুব ধারুন লিখেছেন। কবিতা পরে প্রফেশোনাল কবির মতোই লাগছে। দেখতে দেখতে ভাল লাগা,আর ভাল লাগা থেকেই ভালবাসা হয়। আর খুব কমই সেই ভালবাসা পরিপূর্নতা পায়। ধন্যবাদ আপু।

ভাইয়া আপনাকে ও অনেক ধন্যবাদ। আমার কবিতাটি সময় নিয়ে পড়েছেন বলে। সব সময় পাশে থেকে সাপোর্ট করবেন আশাকরি।

পোস্টটি বেশ সুন্দর হয়েছে লেখাও খুব ভালো।তবে কোথাও যেনো একটু কমতি রয়েছে।লেখার পরিমাণ আরেকটু বিস্তারিত করলে ভালো লাগতো।

আপু আপনার মন্তব্য পেয়ে বেশ ভাল লাগলো। লেখার পরিমান অবশ্যই সামনের দিনগুলোতে বিস্তারিত করব। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ আপু।

অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। কবিতাটি পড়ে মুগ্ধ হলাম। বাস্তব কিছু কথা উল্লেখ করেছেন কবিতার মধ্যে। পড়ে সত্যিই খুব ভালো লাগলো।

তুমি আর আমি দুজনেই ছিলাম ভাল
আজ হয়ে গেলো দুজনের ই জীবন এলোমেলো
স্বপ্ন আর বাস্তবতা কখনও এক নয় ,
এই সত্যটা আজ দুজনকেই মানতে হয়

বিশেষ করে এই লাইনটা অনেক বেশি ভালো লেগেছে। আমরা আসলে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি। কিন্তু আমাদের সব স্বপ্ন কখনোই পূরণ হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবতার কাছে অনেক স্বপ্ন হেরে যায়।

সময় নিয়ে আমার কবিতাটি পড়ার জন্য, অনেক ধন্যবাদ আপু। এভাবে সব সময় পাশে থাকবেন আশাকরি। অনেক শুভকামনা রইল আপনার জন্য আপু।

  ·  3 years ago (edited)

বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি আপনার কবিতাগুলো খুবই সুন্দর লাগে। আমার আজ কবিতার প্রতিটি লাইন যেন একেবারেই হৃদয়ে গেঁথে আছে আমি যতবারই পড়েছি ততবারই ভালো লাগছে। কবিতার প্রতিটি লাইন যেন ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতাটি উপহার দেয়ার জন্য।

অনেক ধন্যবাদ আপু। আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগলো। আসলে চেষ্টা করছি মাত্র। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমার কবিতা লেখার ইচ্ছে আরো বেড়ে যাচ্ছে। লিখব ভাবছি কবিতা আবার। অনেক শুভকামনা আপু আপনার জন্য।

দক্ষিণের জানালা এই কবিতাটি পড়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম কিন্তু কোথায় হারিয়ে গিয়েছিলাম সেটাই ভেবে পাচ্ছিনা এত চমৎকার লেগেছে আপনার এই কবিতাটি। প্রতিনিয়ত আপনার কাছ থেকে কবিতা পড়ার আশায় থাকবো।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। লেখার চেষ্টা করছি মাত্র। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো খুব। এমন অনুপ্রেরণা পেলে না লিখে কি পারা যায়?? আমি লিখব। অনেক শুভকামনা ভাইয়া আপনার জন্য।