" এসো নিজে করি " - DIY পোস্ট -❣️ " ক্লে দিয়ে পাখির বাসা তৈরি "

in hive-129948 •  yesterday 

আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে পাখির বাসা তৈরিঃ


photocollage_202534211636310.jpg

photocollage_2025355389179.jpg

20250304_205018.jpg

20250304_211110.jpg

বন্ধুরা,প্রতিদিনের মতো আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট ডাই পোস্ট।প্রতি মাসের ন্যায় এই মাসে ও আমাদের শ্রদ্ধেয় দাদা এসো নিজে করি সপ্তাহ ঘোষনা করেছেন গতকাল।তাইএসো নিজে করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম আজ।আজকের এই ডাই পোস্টটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল আসুন আগে দেখে নেই ----

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.কেঁচি
৩.নারিকেলের ছোবরা
৪.গ্লু

20250304_195036.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20250304_195105.jpg

20250304_195435.jpg

প্রথমে আমি পাখির বাসা তৈরি করার জন্য ক্লে নিয়ে নিলাম।এবার লম্বা দড়ির মতো করে নিলাম।

ধাপ-২


20250304_195554.jpg

20250304_195624.jpg

20250304_195758.jpg

এবার দুটো দড়ি কে একসাথে পেঁচিয়ে নিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে বাসা তৈরি করে নিলাম। এবার নারিকেলের ছোবরা সামান্য কেঁচি দিয়ে কেটে কেটে নিলাম।এরপর ঘরের মধ্যে সেগুলো বিছিয়ে দিলাম।

ধাপ-৩


20250304_195808.jpg

20250304_200002.jpg

20250304_200018.jpg

এরপর সাদা ক্লে দিয়ে পাখির ডিম তৈরি করে নিলাম।এবার ডিমগুলো বাসার মধ্যে রেখে দিলাম।

ধাপ-৪


20250304_200100.jpg

20250304_200421.jpg

এবার সবুজ রঙের ক্লে নিয়ে নিলাম গাছের ডাল তৈরি করার জন্য। পাতা ও ডাল আমি তেরি করে নিলাম।

ধাপ-৫


20250304_200808.jpg

20250304_201006.jpg

এরপর গ্লু দিয়ে পাতা গুলো ডালে লাগিয়ে নিলাম।এরপর পাখির বাসায় তা দিয়ে দিলাম।

ধাপ-৬


20250304_201021.jpg

20250304_201122.jpg

এরপর পাখি তৈরি করার জন্য হলুদ রঙের ক্লে নিয়ে নিলাম।

ধাপ-৭


20250304_201515.jpg

20250304_201634.jpg

পাখি তৈরি করে লাল রঙের ক্লে দিয়ে পাখির ঠোঁট তৈরি করে নিলাম।

ধাপ-৮


20250304_201910.jpg

20250304_204922.jpg

এবার সাদা ও কালো ক্লে দিয়ে পাখির চোখ তৈরি করে নিলাম।পাখি তৈরি হয়ে গেলে বাসায় ডিমের উপর পাখিটিকে বসিয়ে দিলাম। আর এরই মধ্যে দিয়ে আমার পাখির বাসা তৈরি করার কাজটি সম্পন্ন হলো।

কেমন হলো বন্ধুরা?অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


photocollage_20253421947478.jpg

photocollage_2025342182109.jpg

photocollage_202534211636310.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা পাখির বাসার প্রজেক্ট আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LXWEPyuutVf4B17oB3cSdcc8taCXtxi6aMZ85XduECkRxeYki5WT6pbC9bFD8D63XLHFx6xfoeR4gs4i (1).png

.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আপু আপনি তো দেখতে খুব সুন্দর করে ক্লে দিয়ে পাখির বাসা তৈরি করেছেন। ক্লে দিয়ে আসলে অনেক কিছু তৈরি করা যায় আমি নিজেও মাঝে মাঝে ক্লে দিয়ে কিছু না কিছু বানাই। আর আপনার এই ক্লে দিয়ে বানানো পাখির বাসা এবং পাখি দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন সবসময়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ক্লে দিয়ে পাখির বাসা তৈরি করেছেন যা খুবই সুন্দর হয়েছে। ক্লে ও নারিকেলের ছোবা দিয়ে চমৎকার সুন্দর করে পাখির বাসা বানিয়েন।গাছের ডাল ও হলুদ পাখিটি সুন্দর হয়েছে।সব থেকে বেশি সুন্দর হয়েছে ডিম গুলো।অসাধারণ সুন্দর ডিম বানিয়েছেন ক্লে দিয়ে। সব মিলিয়ে চমৎকার ডাই পোস্ট করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি আমাদের সাথে সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

বাহ,ক্লে আর নারকেলের ছোবড়া দিয়ে দারুন একটা ডাই পোস্ট তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা এই ডাই পোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগলো। খুবই চমৎকারভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ডিমের ওপর পাখি বসে আছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে।। দেখেই বোঝা যাচ্ছে আপনার অনেক সময় লেগেছিল তৈরি করতে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

কী সুন্দর হয়েছে আপু। পাখিটা খুব কিউট লাগছে দেখতে। পাখির বাসা ঠিক যেমনটি হওয়া দরকার একেবারে সেরকমই বানিয়েছেন। খুব ভালো লাগছে দেখতে৷ অনেকদিন পর সহজ অথচ ভীষণ সুন্দর দেখতে ক্লের কাজ দেখলাম।

Screenshot_20250305-124646_Chrome.jpg

Screenshot_20250305-124426_Chrome.jpg

ক্লে দিয়ে পাখির বাসা তৈরি করার আইডিয়াটা কিন্তু খুবই দারুণ ছিল। আপনি অনেক কিউট ভাবে এই ডাই তৈরি করেছেন। হলুদ কালারের পাখিটা দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে এটা তৈরি করেছেন। দেখে মনে হচ্ছিল যেন সত্যি কারের একটা পাখির বাসা দেখতে পাচ্ছি।

অনেক সুন্দর লাগে যদি এরকম ভাবে সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট গুলো তৈরি করা হয় তাহলে। আমি এই ধরনের ডাইগুলো তৈরি করতে ভালোবাসি। ডাই তৈরি করে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেশ ভালোই বৃদ্ধি পায়। আমার কাছে তো আপনার আজকের এই ডাই পোস্ট অসম্ভব ভালো লেগেছে। কেউ চাইলে এই ডাই তৈরি করে নিতে পারবে। কারণ আপনি সুন্দর করে উপস্থাপনা টা তুলে ধরেছেন।

ক্লে দিয়ে পাখির বাসা তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর আপনি এই পাখির বাসা তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে।

পুরো জিনিসটা চমৎকার ভাবে তৈরি করেছেন আপু। পাখির বাসা, ডিম এবং পাখি সবকিছুকেই ভালো লাগছে দেখতে। বিশেষ করে পাখিটা হলুদ রঙের হওয়ার কারণে আরো বেশি ভালো। খুব সুন্দর ভাবে পুরোটা তৈরি করেছেন আপু। আপনার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম।‌ ধন্যবাদ আপনাকে।

বাহ আপনি তো ক্লে দিয়ে কি চমৎকার পাখির বাসা পাখি তৈরি করেছেন। আসলে ক্লে নরম এ কারণে যে কোন কিছু তৈরি করতে সুবিধা হয়। ক্লে দিয়ে কি চমৎকার পাখি এবং পাখির ডিম তৈরি করেছেন। মনে হচ্ছে বাস্তবে একটি পাখি বাসা এবং ডিম নিয়ে বসে রইলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ক্লে দিয়ে পাখির বাসা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বাহ আপু এটা কি তৈরি করেছেন দেখেই তো একদম অবাক হয়ে গেলাম। এত সুন্দর করে একটা পাখি তার পাশাপাশি পাখির বাসা, ডিম সবকিছু তৈরি করেছেন। নিশ্চয়ই অনেক সময় এবং ধৈর্য লেগেছে এটা তৈরি করতে। আসলে ক্লে দিয়ে যে কোন কাজ সুন্দরভাবে করা যায়। তবে একটু সময় ধৈর্য নিয়ে করলে যে কোন কাজকে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, যেটা আপনার কাজ দেখলেই বোঝা যায়।

এটা কিন্তু বেশি ইউনিক একটা পোস্ট সৃষ্টি করতে পেরেছেন আপনি। যেখানে অনেক সুন্দর ভাবে পাখি তার বাসায় ডিম নিয়ে বসে রয়েছে। ভালোলাগার এক অন্যরকম সুন্দর অনুভূতি প্রকাশ হয়েছে এই ডাই পোস্ট এর মাঝে।

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি পাখির বাসা বানিয়েছেন। হলুদ কালার পাখি বানিয়ে বাসায় বসানোর জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।