বিষয়- ১ | | "পুদিনা পাতা " | | @shimulakter

in hive-129948 •  2 years ago 

পুদিনা এক প্রকার ভেষজ জাতীয় উদ্ভিদ। পুদিনা এক ধরনের সুগন্ধি সবজি। পুদিনা পাতা ইংরেজি (Spearmint) ,এক প্রকারের গুল্ম জাতীয় উদ্ভিদ । এর পাতা সুগন্ধি হিসেবে রান্নায় ব্যবহার করা হয় ।এই পাতা রমজান মাস এলে খুব বেশি প্রয়োজন পরে। এছাড়া হোটেল, বিয়ে বা যেকোনো অনুষ্ঠানে এই পুদিনা পাতা অনেক বেশি কাজে লাগে । তরকারিসহ বিভিন্ন খাবারে সুগন্ধ ছড়াতে পুদিনা পাতা ব্যবহার করা হয়। রমজান মাসে হোটেল থেকে বাসা পর্যন্ত এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। বাজারে পুদিনা পাতার ব্যাপক চাহিদা রয়েছে। তাই অনেক কৃষক এখন পুদিনা পাতার দিকে ঝুঁকেছেন। অল্প সময়ে বেশি লাভ পাওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে পুদিনা পাতার।

WhatsApp Image 2022-06-20 at 12.25.33 PM.jpeg

খুব সহজেই মাটিতে বা টবে পুদিনা গাছের চাষ করা যায় ।তাই আমরা আজকাল অনেককেই দেখি তাদের বারান্দায় পুদিনা পাতা গাছের চাষ করতে ।

WhatsApp Image 2022-06-20 at 12.26.22 PM.jpeg

জেনে নিন কিভাবে খুব সহজে টবে পুদিনা পাতা চাষ করবেন। প্রায় সব ধরনের মাটিতেই পুদিনা পাতা জন্মানো যায়। আপনি যদি টবে পুদিনা পাতা চাষ করেন তবে আপনার কমপক্ষে 10 থেকে 12 ইঞ্চি মাপের মাটির টব থাকতে হবে। এ ছাড়া বেলে মাটি তৈরির সময় টবের মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। মাটি রোদে একটু শুকিয়ে গেলে তাতে পুদিনা পাতার কাটা একটি একটি করে দিন। আপনি ঘরের ভিতরে ছায়াযুক্ত জায়গায় টবে পুদিনা পাতা চাষ করতে পারেন।

WhatsApp Image 2022-06-20 at 12.25.54 PM.jpeg

আমাদের দেশে প্রায় সর্বত্রই দেখা যায় রান্নায় তরকারির পাশাপাশি সুগন্ধি হিসেবে পুদিনা পাতা ব্যবহার করা হয়। এই পুদিনা পাতার উপকারিতা হল স্বাদ ও সুগন্ধের পাশাপাশি ঔষধিগুণ। পুদিনা পাতা, কান্ড ও শিকড় সবই ঔষধি গুণসম্পন্ন।পুদিনা পাতা দিয়ে খাবারের স্বাদ বাড়ানো যায় । যেমন- আলুর চপ , মাছের কাবাব , বোরহানি ইত্যাদিতে পুদিনা পাতা দিয়ে এ খাবার গুলির স্বাদ বহুগুন বেড়ে যায় । এছাড়াও পুদিনা পাতার জুস খেলে মস্তিস্কের কার্যক্ষমতা অটুট থাকে । আরও অনেক কাজ করে এই পুদিনা পাতা ,আমি এক এক করে নিচে তা তুলে ধরছি -

পুদিনা পাতা দিয়ে বানানো কিছু খাবার , আমি আপনাদের সাথে শেয়ার করছি । পুদিনা পাতা দেয়াতে আমার বানানো খাবার অনেক বেশি মজাদার হয়েছিল । আর এর গুনাগুণ কথা ত বলে শেষ করা যাবে ই না । আসুন , এবার আমরা জেনে নেই পুদিনা পাতার আর সব উপকারিতার কথা ।

WhatsApp Image 2022-06-20 at 12.25.44 PM.jpeg

WhatsApp Image 2022-06-20 at 12.25.40 PM.jpeg
আলুর চপ এ পুদিনা পাতার ব্যবহার

১। মধু ও লবণ মিশিয়ে খালি পেটে পুদিনা বাটা খেলে কৃমি সেরে যায়।

২।পুদিনা পাতা কাশি,সর্দি ,জ্বর কুষ্ঠ রোগে উপকারী।

৩। পুদিনা পাতার রস বারবার বীজে লাগালে উপকার পাওয়া যাবে।

৪।পুদিনা পাতা পুড়িয়ে ছাই দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত হয়।

৫। যেকোনো খাবার স্বাদ বাড়াতে পুদিনা পাতার জুড়ি নেই।

৬।পুদিনা পাতার রস কয়েক ফোঁটা নাকে দিলে সরিষা ভালো হয়ে যায়।

এ ছাড়া পুদিনা পাতা প্রচুর ব্যবহার করা হয়, যা বলে শেষ করা যাবে না ।

WhatsApp Image 2022-06-20 at 12.44.43 PM.jpeg
বোরহানি তে পুদিনা পাতার ব্যবহার

WhatsApp Image 2022-06-20 at 12.26.05 PM.jpeg
মাছের কাবাব এ পুদিনা পাতা

পুদিনা পাতা সুগন্ধি, স্বাদ, ভেষজ এবং আরও অনেক গুণের উৎস।

  1. হজমে সহায়ক।

  2. হাঁপানি কমায়।

  3. এটি মাথাব্যথা নিরাময় করে।

  4. মনের শান্তি দেয়।

  5. ত্বকের যত্নে।

  6. দাঁত ও মাড়ির সুরক্ষা।

  7. স্মৃতিশক্তি বাড়ায়।

  8. ওজন কমাতে

  9. মৌসুমী রোগের চিকিৎসায়।

এছাড়া বিভিন্ন কাজে পুদিনা পাতার উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি।

পুদিনা প্রাচীনকাল থেকেই বহু রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুদিনা গাছ মেনথল নামক এক ধরনের তেল উৎপন্ন করে যা বিভিন্ন পারফিউম, টুথপেস্ট, শ্যাম্পু, পুদিনা চকোলেট তৈরি করে। এছাড়া পুদিনা গাছ থেকে মূল্যবান পেপারমিন্ট তেলও তৈরি করা হয় ।

পুদিনা পাতার উপকারী দিক ছাড়াও কিছু ছোটখাটো ক্ষতিকর দিকও রয়েছে। যদিও এর ক্ষতিকর দিক কম। তবুও, আমি মনে করি এটি ব্যবহার করার আগে আমাদের সবার জানা উচিত।

  1. এটা একদম ছোট বাচ্চাদের জন্য ভালো নয়।

  2. গর্ভাবস্থায় অস্বাস্থ্যকর

  3. রিফ্লাক্সের জন্য এসিড বেদনাদায়ক।

এম্নিতে পুদিনা পাতা খুবই উপকারী কিন্তু এর কিছু ক্ষতিকর দিক ও রয়েছে । তবে শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো।আজকাল সারা বছর ই পুদিনা পাতা দেখা যায় । অল্প মুনাফায় অধিক লাভ ,আর চাষ করায় তেমন ঝামেলা নেই বলে আমাদের দেশের চাষিরা পুদিনা পাতা চাষে অনেক বেশি আগ্রহ হয়ে উঠেছে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পুদিনা পাতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনেছি আপনার মাধ্যমে। পুদিনা পাতার ওপর থেকে শুরু করে এর পরিচর্যা এবং এটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী সব আপনি অনেক সুন্দর বর্ণনা মাধ্যমে আমাদের কাছে শেয়ার করেছেন। আপনার এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য।

ধন্যবাদ আপু, পোস্ট টি পড়ে সুন্দর একটি মন্তব্য দেবার জন্য।

আপু আপনার এই পোষ্টের মাধ্যমে পুদিনা পাতা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। পুদিনা পাতার বিভিন্ন উপকারী দিক সম্পর্কে জানতে পারলাম। সেইসাথে আপনি অনেক সুন্দরভাবে পুদিনা পাতার খারাপ দিক গুলো উল্লেখ করেছেন। আপনার এই পোস্ট আমার কাছে একেবারে অন্যরকম মনে হয়েছে। ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

ভাইয়া , আপনাকেও ধন্যবাদ আমার পোস্ট টি পড়ে মন্তব্য দেয়ার জন্য।

পুদিনা পাতা যে এতটা উপকারী কিংবা পুদিনা পাতা সম্পর্কে এত কিছু জানা ছিল না। আপনিতো দেখছি আজকের পোস্ট এর মাধ্যমে পুদিনা পাতা সম্পর্কে অনেক কিছুই লিখেছেন। আপনার লেখাগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। তাছাড়া আলুর চপ এর সাথে পুদিনাপাতা দাওয়াতে বেশ ভালো লেগেছে। আপনার পোস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

ধন্যবাদ আপু ,পোস্ট টি যে আপনি পড়েছেন এজন্য।

ঠিকই বলেছেন,পুদিনা পাতার রমজানে অনেক কাজে দেয়,তাছাড়া অনেক পুষ্টিকর উপাদান বিদ্যমান।তাছাড়া আলুর চপে কিংবা পেঁয়াজু তে পুদিনা পাতা দিলে ভালো লাগে।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকেও আপু ।

পুদিনা আসলেই খুবই উপকারী তবে এত উপকারী জানা ছিল না আপনি খুব সুন্দর করে আপনার পোস্টে পুদিনা পাতার কিছু উপকারী দিক তুলে ধরেছেন খুবই ভালো লেগেছে আপনার পোস্টটি। অনেক ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া , আপনাকেও ধন্যবাদ ।

আপু ঠিকই বলেছেন,রমজান মাসে হোটেল থেকে বাসা পর্যন্ত এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। আজকাল যেকোনো রেসিপি তৈরি করতে পুদিনা পাতা ছাড়া যেন চলেই না। পুদিনা পাতার ব্যবহার সম্পর্কে আপনি খুবই সুন্দর বর্ণনা করেছেন যা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। পুদিনা পাতা নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট তৈরী করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভাইয়া আপনাকেও অনেক ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।

আপু আজকে আপনার পোস্ট না পড়লে বুঝতে পারতাম না পুদিনার পাতা আমাদের জন্য কতটা উপকারী। পুদিনার পাতা আমার কাছে খেতে ভালো লাগতো না তাই আমি কখনো খেতাম না। আজ এর উপকারী দিক জানতে পেরে অনেক ভালো লাগলো। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপু আপনাকেও অনেক ধন্যবাদ। খেতে কেন ভাল লাগবে না আপু? আপনি জাস্ট আলুর চপে দিয়ে খেয়ে দেখবেন, এর টেস্ট ই চেন্জ হয়ে যাবে।

আপু আপনি এই পোস্ট এর মাধ্যমে পুদিনা পাতার সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন যেগুলো আমি আগে কখনো শুনিনি। অনেক কিছু জানতে পারলাম পুদিনা পাতা সম্পর্কে। আপনার পোস্ট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকেও ধন্যবাদ আপু ।

একদম ভিন্নধর্মী একটি পোস্ট দেখতে পারলাম এই কমিউনিটিতে। খুব সুন্দর ভাবে পুদিনা পাতার উপকার এবং ব্যবহার আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আমার কাছেও পুদিনা পাতা খুব ভালো লাগে খেতে। পুদিনা পাতা বেশিরভাগ ইফতারের সাথে মাখিয়ে খেতে এবং ভর্তাতে ব্যবহার করে খেতে খুব বেশি ভালো লাগে। কাঁচা আমের শরবত ও বেশ মানায় পুদিনা পাতা। ধন্যবাদ আপু এত ইউনিক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু আপনাকেও ধন্যবাদ।

আপনার পোস্টটি ভাল হয়েছে। বেশ কিছু তথ্য জানতে পারলাম পুদিনা পাতা সম্পর্কে। তবে রি রাইট আর্টিকেল এর বিষয়টা মাথায় রাখবেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া।

পুদিনা পাতা দিয়ে আলু ভর্তা ওয়াও দেখে খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল এ ধরনের আলু ভর্তা বিশেষ করে খিচুড়ি ভাতের সাথে খেতে বেশি সুস্বাদু লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি শেয়ার করার জন্য

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

আপনার এত সুন্দর পোস্ট আমাকে মুগ্ধ করেছে। পুদিনা পাতার বিশেষ গুনাবলী আপনি সুন্দর ভাবে লাইন বাই লাইন তুলে ধরেছেন।
আশা করি এভাবেই আরো অনেক কিছু বিষয় আমাদের মাঝে শেয়ার করে।

ধন্যবাদ ভাইয়া ।

আপনার পুদিনা পাতার রেসিপি দেখে সত্যি আমি মুগ্ধ এবং খুব খেতে মন চাচ্ছে। আমার নিজের কাছেও পুদিনা পাতা অনেক প্রিয়।

ধন্যবাদ ভাইয়া। সত্যি আপনাকে খাওয়াতে পারলে আমার ও খুব ভাল লাগবে।

পুদিনা পাতা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমাদের বাসায় পুদিনা পাতার প্রায় ভর্তা তৈরি করা হয়ে থাকে ।আপনি খুব সুন্দর ভাবে পুদিনা পাতা দিয়ে ভর্তা তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো এত চমৎকার পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকেও ধন্যবাদ।

আপনার এই পোষ্টের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারলাম। আসলে পুদিনা পাতা আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী একটি পাতা বলে আমি মনে করি। এই ধরনের পুদিনা পাতায় অনেক ধরনের ঔষধি গুণাবলী রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রত্যেকটি উপকারিতা বলার সাথে সাথে আপনি আমাদের মাঝে পুদিনাপাতা দিয়ে অনেক ধরনের রেসিপি ও তৈরি করে দেখেছেন।